দুপুর পর্যন্ত খোলেনি অফিসকক্ষ, রূপগঞ্জে জন্মনিবন্ধনে ভোগান্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মনিবন্ধন সংশোধন করতে এসে শতাধিক নারী-পুুরুষ ভোগান্তির শিকার হয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করে কোনো ধরনের সমাধান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়েও একই চিত্র। রোববার (২৮ আগস্ট) উপজেলা কার্যালয়ে এসে এ ভোগান্তির শিকার হন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে জন্মনিবন্ধন সংশোধন করার দায়িত্ব দেয়া হয় টেকনেশিয়ান জাহিদুল ইসলামকে। সরকারি নিয়মানুযায়ী সকাল ৮টা থেকে অফিস করার কথা। সকাল ৮টা থেকে শতাধিক নারী-পুরুষ জন্মনিবন্ধন সংশোধন করার জন্য ইউএনওর কার্যালয়ে ভিড় জমান। সকাল থেকেই সংশোধন করার কক্ষটি বন্ধ রয়েছে। বেলা ১১টা হয়ে গেলেও অফিসকক্ষ না খোলায় এবং জন্মনিবন্ধন সংশোধন করতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপস্থিত ভুক্তভোগীরা। একপর্যায়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আলমের কাছে গেলে তিনি টেকনেশিয়ান এবং সার্ভারে সমস্যা আছে বলে জানান।
ক্ষোভ প্রকাশ করে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের আবুল কালাম বলেন, আমার ছেলে সিয়ানের জন্মনিবন্ধনে বয়স কম দেয়া হয়েছে। সংশোধন করতে এসে দুই ঘণ্টা ধরে বসে আছি।
গন্ধর্বপুর এলাকার রুবি আক্তার বলেন, আমার মেয়ে তানজিলার জন্মনিবন্ধন সংশোধন করতে এখানে এসে বসে আছি আড়াই ঘণ্টা ধরে।
জাঙ্গীর এলাকার সোহান বলেন, জন্মনিবন্ধন সংশোধন করতে এসে সকাল ৯টা থেকে বসে আছি। দুপুর সাড়ে ১২টা বাজলেও কেউ আসেনি।
রুপসী এলাকা থেকে এসেছেন সাহিদা বেগম। তিনি তার মেয়ে মিথু আক্তারের জন্মনিবন্ধন সংশোধন করতে এসে ভোগান্তিতে পড়েছেন।
গুতিয়াবো এলাকার হালিমা বেগম এসেছেন জন্মনিবন্ধনে ছেলে কাউসারের নাম পরিবর্তন করতে। সকাল ১০টা থেকে বসে আছেন।
রুপগঞ্জ গ্রাম থেকে এসেছেন সোনিয়া আক্তার। ছেলে সিফাতের জন্মনিবন্ধনে মা-বাবার নাম ভুল হয়েছে। সংশোধন করতে এসে হয়রানির শিকার হচ্ছেন।
এ ধরনের অভিযোগের শেষ নেই।
ভুক্তভোগীদের দাবি, ইউনিয়ন পরিষদেও তাদের হয়রানির শিকার হতে হয়েছে। নানা অজুহাতে অফিসকক্ষ বন্ধ বা সমস্যা দেখিয়ে যেন সাধারন মানুষকে হয়রানি করা না হয়।
দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, সার্ভারে ও টেকনেশিয়ান কিছু ত্রুটি রয়েছে। কিছুক্ষণের মধ্যে সমাধান হয়ে যাবে। অফিসকক্ষ বন্ধ কেন- এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, দায়িত্ব দেয়া জাহিদুল ইসলামকে ত্রুটিগুলোর সমাধান করার জন্য বাইরে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
