মহাসড়কের বেহাল দশা ভোগান্তি মানুষের

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর-ঢাকা মহাসড়কটি খানা-খন্দকে ভরে গেছে। উপজেলার স্থানীয় চিলার বাজার এলাকার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে পৌর শহরের পুরাতন তেলের পাম্প পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে গর্ত আর গর্ত। এ রাস্তাটি দায়সারাভাবে সংস্কার করায় প্রতিবছরে দুর্ভোগে পড়ে লোকজন। দূর পাল্লার গাড়ি আর সাধারণ মানুষ দুর্ঘটনার শঙ্কায় চলাচল করছে।
সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এ মহাসড়কটি শহরের পাটগ্রাম পৌর শহরের অংশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কাদাপানি জমে। এছাড়াও টেকসই সংস্কারের অভাবে কিছুদিন পরই সড়কের বিভিন্ন স্থানে ঢেউয়ের সৃষ্টি হয়ে বেইজ ভেঙে পাথর সরে যায়। কিছুদিন পর আবারও সংস্কার করা হয়। বছর না ঘুরতেই শত শত খানাখন্দের তৈরি হয়। প্রতিদিন বুড়িমারী স্থলবন্দর হতে দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী গাড়ি, দূর পাল্লার কোচ, চলাচল করে। বুড়িমারী স্থলবন্দরে পুলিশ অভিবাসন চৌকি/পুলিশ ইমিগ্রেশন রয়েছে। এ পথ দিয়ে বিভিন্ন দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করে। মহাসড়কের বেহাল দশায় প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়ছেন এ পথ হয়ে চলাচলকারীরা।
লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সড়কের ভাঙা অংশে ও গর্তে ইটের হিরিং দেওয়া হয়েছে। বৃষ্টি, বর্ষায় ইটের হিরিং দেবে গিয়ে আবারও একাধিক গর্ত হওয়ায় ভোগান্তি বেড়েছে অত্যধিক। পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। সড়ক পথে ঢাকা, রংপুর, লালমনিরহাট যাতায়াতের এটি প্রধান সড়ক হওয়ায় পণ্যবাহী গাড়ি ও দূর পাল্লার যানবাহন চলাচলে চালক এবং জনসাধারণের কষ্টের শেষ নেই। এ মহাসড়কটি দিয়ে প্রতিদিন পণ্যবাহী গাড়ি, ট্রাক, কার্ভাড ভ্যান, দূরপাল্লার বাস/কোচ, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। মহাসড়কজুড়ে খানাখন্দ আর ভঙ্গুর/ভেঙে যাওয়া অংশে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও কাজের মান ভালো না হওয়ায় ও প্রয়োজনীয় দেখভালের অভাবে কিছুদিন পরই পূর্বের অবস্থার তৈরি হয়। এতে সরকারী অর্থের সঠিক ব্যবহার হয়না। দুর্ভোগে পড়ে সাধারণ লোকজন।
খোজ নিয়ে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে উপজেলার এ মহাসড়কটি সড়ক বিভাগের বাস্তবায়নে পিরিয়ডিক মেইন্ট্যান্যাস প্রোগ্রাম (পিএমপি) মেজর সড়ক রংপুর জোনের আওতায় বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী শূণ্যরেখা অংশ হতে ২৮ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়। কিছুদিন যেতে না যেতেই সড়কের কার্পেটিং ও বিটুমিন উঠে যায়। রাস্তায় ঢেউ ও গর্তের তৈরি হয়। সড়কটির বড়ো বড়ো গর্ত গুলোতে আড়াআড়িভাবে (এইচবিবি) ইটের হেরিং বোন বিছিয়ে দেওয়া হয়েছে। এতে কাজ না হওয়ায় ব্যস্ততম এ সড়কটি জুড়ে সমস্যা রয়েই গেছে। মহাসড়কের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পাটগ্রাম পৌরসভা এলাকার বানিয়াপাড়া আন্তঃজেলা মোড় হতে পুরাতন তেলপাম্প পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক। পাটগ্রাম উপজেলার এ প্রধান মহাসড়কটি হয়ে উপজেলার বুড়িমারী, পাটগ্রাম, দহগ্রাম, কুচলিবাড়ী, দহগ্রাম ও বাউরা ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ ছাড়াও সড়কের পাশে ২০ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান, মহাবিদ্যালয়, উচ্চ ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা রয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোরও কয়েক হাজার অধ্যায়নরত শিক্ষার্থী চলাচল করে থাকে। শিক্ষার্থীরা মহাসড়কের দূর্দশার কারণে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে।
পাটগ্রাম মহিলা মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী জান্নাতি নাঈম অন্যন্যা বলেন, ‘পাটগ্রামের বুড়িমারী-আন্তঃজেলা মহাসড়ক হয়ে আমাদের কলেজ যেতে হয়। রাস্তাটিতে গর্ত হয়ে পানি জমে থাকে, ইট বিছিয়ে দেওয়া রয়েছে। রাস্তা হয়ে যাওয়ার সময় পানি ছিটকে গায়ে পড়ে চলাচলে ভোগান্তির শেষ নেই। বহুদিন হতে এভাবে রয়েছে।
পাটগ্রাম পৌরসভার আন্তঃজেলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কুমার হিসাবিয়া বলেন, ‘গত বছর এ স্থানে (আন্তঃজেলা এলাকায়) ইট বিছিয়ে দেওয়া হয়। এতে কাজের কাজ কিছুই হয়নি। গাড়ি ও সাধারণ লোকজন চলাচলে খুব সমস্যা হয়। বুড়িমারী স্থলবন্দর থেকে ট্রাকে পাথর নিয়ে যাওয়া ট্রাক চালক হাবিব মিয়া বলেন, ‘মহাসড়কটি হয়ে লোড গাড়ি চালাতে খুব সমস্যায় পড়তে হয়। অনেক সময় সড়কের গর্তে গাড়ির চাকা পড়ে পাংচার হয়, গাড়ির লোহার পাতি ভেঙে গাড়ির ক্ষতি হয়। সড়কটি দ্রুত মেরামত করা দরকার।
এ ব্যাপারে সড়ক বিভাগ লালমনিরহাটের উপবিভাগীয় প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, ‘মহাসড়কটি সংস্কারের গত ইতিমধ্যে টেন্ডার হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে কাজ পেয়েছে বরিশালের আরবিএল ঠিকাদারী প্রতিষ্ঠান। ওয়ার্কঅর্ডার দেওয়া হয়েছে মার্চ মাসে। তাঁরা কাজ শুরু করতে দেরি করছে-এজন্য তাঁদেরকে চিঠি দেওয়া হয়েছে। ওই ঠিকাদার দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছে। সড়কটির সংস্কার করা হলে সবার দুর্ভোগ কমবে।
এমএসএম / এমএসএম

গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিনঃ আবুল কালাম

জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ র্যালী অনুষ্ঠিত

মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত

মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দাগনভূঞা উপজেলা সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার

গলাচিপায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নদী খাল বিল ও ব্রাহ্ম সমাজের মন্দির রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরের মধুখালীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীনগরে বিএনপির আলোচনা সভা ও কারাবরণকারীদের সংবর্ধনা

সন্দ্বীপে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Link Copied