দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় সমৃদ্ধ হয়েছে বনজসম্পদ

টানা তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে আবারো উন্মুক্ত করে দেয়া হচ্ছে সুন্দরবন। তাই পর্যটন ও বন নির্ভরশীলদের আনাগোনায় ফের মুখর হয়ে উঠবে পুরো বনের নদী-খাল ও পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘদিন অলস ও বেকার বসে থাকা জেলেরা জাল-নৌকা ও পর্যটন ব্যবসায়ীরা নৌযান মেরামতে ব্যস্ত সময় পার করছেন। বনবিভাগের কাছ থেকে পাস-পারমিট নিয়েই ১ সেপ্টেম্বর থেকেই সুন্দরবনে প্রবেশ করবেন তারা।
এদিকে, পদ্মা সেতু চালু হওয়ায় বনে দর্শনার্থীদের চাপ বাড়বে, তাই পর্যটকদের সুবিধার্থে সকল ধরনের প্রস্তুতিও নিচ্ছে বন বিভাগ।
বন বিভাগ জানায়, মাছের প্রজনন মৌসুম হওয়ায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খালে মাছ আহরণ ও পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। মূলত মাছের প্রজনন নির্বিঘ্ন করতেই বন বিভাগ এ নিষেধাজ্ঞা দিয়েছিল। কারণ, প্রজনন মৌসুমে বনের অভ্যন্তরে মাছ শিকার ও পর্যটকবাহী নৌযান চলাচল করলে প্রজনন বিঘ্নিত হয়। তাই দীর্ঘ তিন মাস সুন্দরবনে মাছ আহরণ ও পর্যটক প্রবেশ বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার। তিন মাসের বেকার ও অলস সময়ে মানবেতর জীবনযাপন করা বনের ওপর নির্ভরশীল এ সকল জেলে ও পর্যটনসংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন তাদের জাল-নৌকা এবং লঞ্চ, জালিবোট ও ট্রলার সংস্কারে। দীর্ঘদিন তা পড়ে থেকে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। তাই শেষ মুহূর্তে চলছে তাদের সেসব মেরামত, রং ও ধোয়া-মোছার কাজ।
ট্যুর অপারেটর কামরুল ইসলাম ও কামাল গাজী বলেন, আমরা তিন মাস ধরে বেকার বসে থেকে কষ্টে জীবনযাপন করেছি। দীর্ঘদিন ধরে ঘাটে পড়ে থাকায় নৌযানগুলোতে নানা ধরনের ত্রুটি দেখা দিয়েছে। আমরা এখন সেগুলোকে মেরামত ও রংসহ সাজসজ্জার কাজ করছি। ১ সেপ্টেম্বর থেকে বন বিভাগের অনুমতি নিয়ে আমরা পর্যটকদের বিনোদনে ভ্রমণ শুরু করবে। সেই সাথে যাতে বনের কোনো ক্ষতি না হয় এবং পর্যটকরা যাতে নদী ও বনের ভেতরে খাবারের প্যাকেট, পলিথিনসহ কোনো ময়লা-আবর্জনা না ফেলেন সেদিকে আমাদের গাইডরা নজরদারি করবেন।
কাইনমারী গ্রামের জেলে মো. আলআমিন ও শিলন সরকার বলেন, তিন মাস বনের নদী-খালে মাছ ধরতে না পেরে চরম আর্থিক কষ্টে দিন কাটিয়েছি। আমরা প্রকৃত জেলে হয়েও দীর্ঘদিনে জেলে কার্ডও পাইনি। যারা জেলে না এমন লোকও জেলে কার্ড পেয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও একটি কার্ড পেলাম না।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ২০১৬ সালের পরে নতুন কোনো কার্ড ইস্যু করা হয়নি। এখন নতুন করে কাজ চলছে, যাচাই-বাছাই করে প্রকৃত জেলেদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রস্তুতি সম্পন্ন করে ১ সেপ্টেম্বরই এখানকার প্রায় দেড় হাজার পর্যটন শিল্পসংশ্লিষ্ট মালিক-কর্মচারী ও প্রায় ১২ হাজার জেলে-মহাজন নেমে পড়বেন সুন্দরবনে তাদের একমাত্র এই জীবিকার পথে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, টানা তিন মাস মাছ ধরা ও পর্যটক প্রবেশ বন্ধ থাকায় সুন্দরবনে মাছের পরিমাণ ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সমৃদ্ধ হয়েছে বনজসম্পদ। তাই বনকে সুরক্ষিত রেখেই পর্যটন ব্যবসায়ী ও ট্যুর অপারেটদের নিদের্শনা দেয়া হয়েছে। ট্যুর অপারেটর ও পর্যটকরা যাতে কোনোভাবে সুন্দরবনকে দূষিত না করে সে নির্দেশনা দেয় হয়েছে।
তিনি আরো বলেন, যেহেতু পদ্ধা সেতু চালু হয়েছে, তাই সুন্দরবনে আগের তুলনায় পর্যটকদের সংখ্যা বাড়বে। সে তুলনায় বনের অভ্যন্তরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি আগের স্পটগুলোও সংস্কার করে দর্শনার্থীদের ভ্রমণ উপযোগী করে তোলা হয়েছে। সুন্দরবন সংশ্লিষ্ট ট্যুর অপারেটর ও জেলেরা এ বনের সুরক্ষায় বন বিভাগের বিধিনিষেধ মেনেই মাছ ধরা, নৌযান চলাচল ও পর্যটক পরিবহন করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
সামনের দিনগুলোতে প্রাকৃতিক দুর্যোগের মতো ঝড়-জ্লোচ্ছ্বাসের শিকার না হলে তিন মাসের ক্ষতি পুষিয়ে লাভের পাল্লা ভারী করেই ঘরে ফিরতে পারবেন বলে আশা বন নির্ভরশীল এ জনগোষ্ঠীর।
এমএসএম / জামান

রাণীশংকৈলে ৩ ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা

গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনতে প্রয়োজন শক্তিশালী গণমাধ্যম : আমির খসরু

নওগাঁয় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

নবীনগরে ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার

গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি করে আলোচনায় দুই বন্ধু, কেজি ২৫০ টাকা

নেত্রকোনা দুর্গাপুরে খামারের পাহাড়াদারকে হত্যা করে গরু লুট, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

জামালপুরে আইনজীবী ও শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি কর্মসূচি

অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা

ধামইরহাটে ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থানের মনিরা'কে ছাত্রদলের সম্মাননা প্রদান

পটুয়াখালীতে যাকাতের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
