৬ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ ঝিনাইদহের শিশু তোয়ার

সমাজসেবা অধিদপ্তর নিয়ন্ত্রিত ঝিনাইদহের সরকারি শিশু পরিবার (বালিকা) মধুপুর থেকে নিখোঁজের ৬ মাসেও সন্ধান মেলেনি তোয়া নামে ১০ বছরের এক শিশু কন্যার। নিখোঁজ তোয়া ফরিদপুরের কোতোয়ালি থানার কানাইপুর গ্রামের জয়নুদ্দিনের মেয়ে। তবে এ ঠিকানায় তোয়ার কোনো অস্তিত্ব নেই এমনটি জানিয়েছিলেন উপ-তত্ত্বাবধায়ক রুমানা ইয়াসমীন। অথচ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা উপ-তত্ত্বাবধায়ক মোছা. রুমানা ইয়াসমিন গত ৩০ মার্চ ঝিনাইদহ সদর থানায় ১৮৩৫নং হারানো জিডি করেছিলেন। গত মার্চ মাসে মধুপুর সরকারি শিশু পরিবার (বালিকা) থেকে শিশু তোয়া হারিয়ে যায়।
নিখোঁজের ৬ মাস পেরিয়ে গেলেও মেলেনি শিশু তোয়ার খোঁজ। এ নিয়ে মধুপুর সরকারি শিশু পরিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মধুপুর শিশু পরিবার থেকে হারিয়ে যাওয়া তোয়া টানা ৬ মাস পার হয়ে গেলেও এখনো কোন সন্ধান মেলেনিমেয়েটির।মেয়েটি বেঁচে আছে কি না মারা গেছে নাকি বিক্রি হয়ে গেছে কিছুই জানা যায়নি আজ অবধি। মধুপুর শিশু পরিবার কর্তৃপক্ষের চরম দায়িত্ব হীনতা উদাসীনতা গাফলতির প্রমাণ খুঁজে পাওয়ার পরও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছুই মনেই করছেন না।গনমাধ্যম কর্মিরা এবিষয়ে খোঁজ খবর তথ্য নিতে গেলে জেলা সমাজ সেবা অফিসাররা খুবই কষ্ট অনুভব করছে। এক কথায় তাঁরা বিষয়টি কে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা সমাজসেবার এডি আব্দুল্লাহ আল সামী বলেন ,এটা দায়িত্বে অবহেলা নয়, তোয়া তো পালিয়ে গেছে। তবে ঝিনাইদহ জেলা সমাজসেবার ডিডি আব্দুল লতিফ শেখ জানান, সরকারি শিশু পরিবার এটি কোনো জেলখানা নয়। দায়িত্বে অবহেলার বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান। থানা পুলিশের জিডির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, আমরা শিশুটির খোজ পাইনি। ‘অভিযোগ পাওয়ার পর থেকেই গুরুত্ব দিয়েই বিষয়টি তদন্ত করছি।’ তবে তদন্ত চলমান আছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত ঝিনাইদহরে পোড়াহাটি ইউনিয়নের মধুপুরে অবস্থিত এই শিশু পরিবারে ৬৬টি শিশু বসবাস করে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে থেকে শিশু তোয়া হারিয়ে গেল অথচ দায়িত্বরতরা দায়ভার নিতে নারাজ। কর্তব্যরত ব্যক্তিদের দায়িত্বে অবহেলার বিষয়টি জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তর খতিয়ে দেখবেন এবং শিশু তোয়া আমাদের মাঝে ফিরে আসুক এমনটি প্রত্যশা করেন সচেতন মহল।
এমএসএম / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক
