আইনজীবীরা সমাজের নেতা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইনজীবীরা সমাজ, রাষ্ট্র গঠনে এবং সমাজকে সঠিক ধারায় প্রবাহিত করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেন। এ কারণে তাদের পক্ষে রাজনীতি করা সহজ হয় এবং তারা সমাজের স্বাভাবিক নেতা। ইতিহাসের বাঁকে বাঁকে আইনজীবীগণ বড় ধরনের ভূমিকা রেখেছেন।
ড. হাছান মাহমুদ বলেন, উপমহাদেশের বড় বড় খ্যাতিমান রাজনীতিবিদ উঠে এসেছে এই আইনজীবীদের থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আইনজীবী হতে চেয়েছিলেন। তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাঁর বাবাও চাইতেন তিনি আইনজীবী হোক। কিন্তু গণঅধিকার আদায়ের আন্দোলন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সেই সময় বহিষ্কার করার কারণে তিনি আইনজীবী হতে পারেননি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী নিজে আইনজীবী পরিবারের সন্তান দাবি করে বলেন, ছোটবেলায় আইনজীবী বাবার হাত ধরে আদালত অঙ্গনে আসা-যাওয়া। নিজেও সন্তানকে আইন বিষয়ের পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করছি। চট্টগ্রাম একটি সমৃদ্ধ বার উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে। আগামী দুয়েক মাসের মধ্যে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হবে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সম্মানিত অতিথি এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞা, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বদরুল আনোয়ার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম ভুঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শফিক উল্লাহ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনজীবী নেতৃবৃন্দ।
ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীর বড় বড় রাজনীতিবিদের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ভারতবর্ষের মহাত্মা গান্ধী, জহরলাল নেহেরু আইনজীবী ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও আইনজীবী ছিলেন। আইনজীবী পেশাটা রাজনীতির জন্য সহায়ক। আমাদের দেশের প্রথম যে পার্লামেন্ট, ৭০-এর নির্বাচনের যে পার্লামেন্ট, দেশ স্বাধীন হওয়ার আগে পূর্ব পাকিস্তানের যে আইনসভা ছিল, পাকিস্তানের যে আইনসভা ছিল, ভারতবর্ষের বাংলার যে আইনসভা ছিল সেদিকে যদি তাকাই সেখানে মেজরিটি ছিল আইনজীবী। পরে অর্থের দাপটের কাজে অনেকে টিকতে পারেননি। আমাদের মন্ত্রিসভায়ও পেশাগত দিক দিয়ে এখনো সবচেয়ে বেশি হচ্ছে আইনজীবী। কারণ, আইনজীবীরা হচ্ছেন সমাজের স্বাভাবিক নেতা। সে কারণে তাদের পক্ষে রাজনীতি করা সহজ।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ ফকির বলেন চট্টগ্রামের আইনজীবী সমিতি ও প্রশাসনের মধ্যকার সমস্যা শুধু একজন ব্যক্তিকেন্দ্রিক সমস্যা। এ সমস্যা দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। না হলে সারাদেশের আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি আবদুর নুর দুলাল বলেন, চট্টগ্রাম আইনজীবীদের সমস্যা শুধু চট্টগ্রামের নয়, সারাদেশের আইনজীবীদের সমস্যা। এটি সুপ্রিমকোর্ট বার আইনজীবীদেরও সমস্যা। একজন ব্যক্তির জন্য এটি দীর্ঘস্থায়ী হতে পারে না।
ড. হাছান মাহমুদ আরো বলেন, যেভাবে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের অনেক সদস্য ইতিহাসের বাঁকে বাঁকে ভূমিকা রেখেছে। সেই বিবেচনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের জেলা বারগুলোর মধ্যে সর্বোচ্চ বার। বারের সদস্য সংখ্যা বেশি হলেই সেটি সবচেয়ে সমৃদ্ধ বার হয় না। যদি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অতীত সদস্যদের কথা চিন্তা করেন, তারা এ দেশের স্বাধিকার আদায়ের সংগ্রাম, দেশ বিভাগের আগে ভারতের স্বাধীনতা সংগ্রাম, সেই বিবেচনা যদি করেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকেই চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
তিনি বলেন, অনেক আইনজীবী এই সমিতির সদস্য ছিলেন। এখনো অনেক সদস্য আছেন যারা অনেক বড় বড় আইনজীবীর চেয়েও অনেক জ্ঞান রাখেন। সে বিবেচনায় চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন বাংলাদেশের যত জেলা বার আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধ বলে আমি মনে করি।
এমএসএম / জামান

সততার সঙ্গে ৪০ বছরের চাকরির সমাপ্তি, কনস্টেবল আব্দুস সবুরকে বিদায়

তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

চট্টগ্রাম ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

মুচির ধারালো অস্ত্রের কোপে কিডনি হারালেন কৃষকদল নেতা

মিরসরাইয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার এক ব্যবসায়ি , থানায় অভিযোগ

ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত

মেহেরপুরে ধর্ষণের মামলায় যাবজ্জীবন জেল ও জরিমান আদেশ দিয়েছে আদালত

বড়লেখায় ভিজিএফের ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিলো পৌর কর্তৃপক্ষ

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষনা

নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন

অস্ত্র মামলায় ১০ বছরের সাজা, পালিয়ে থেকেও রক্ষা হয়নি ফকরুলের
Link Copied