ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গ চিত্র

১৯ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১১:৩৮
ঢাকার সাভারে সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিকের চিত্র ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করায় ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মামলার আসামিরা হলেন- আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য শফিউল আলম সোহাগের ভাই সামিউল আলম শামীম ওরফে এসএ শামীম, পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহিম ইসলাম উৎস, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সৌরভ, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ রবিন, ছাত্রলীগের বর্তমান সভাপতি জিহাদ হাসান, ওয়ার্ড সভাপতি তাসিন আহমেদ রায়হান, ৫নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান দিপু, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইমন মাতাব্বর, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক এসএ আশিক, ছাত্রলীগকর্মী এসএ শাওন, মায়া আরা, কৌশিক আলম জিসান, শাহরিয়ার হোসেন জয়, এ আর রিফাত, সজিবুল আলম সজীব, আরিয়ান শুভ, খাইরুল আনাম সুজন, রোমানিয়া প্রবাসী কামরুল ইসলাম ও সুমু পরতেছি নামে একটি ফেসবুক আইডি।
 
সাংবাদিক সোহেল রানা বলেন, পাথালিয়া ইউনিয়নের একটি বসতবাড়িতে ইউপি সদস্য শফিউল আলম সোহাগ তার বাহিনী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় ১০ আগস্ট অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারের খবর দৈনিক তৃতীয় মাত্রাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে আমি ও আমার সহকর্মী সাংবাদিক জাহিন রিয়াজের স্থির চিত্র ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা আরও ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট করে। পরে ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি। 
 
মামলার বিষয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী আল মামুন রাসেল দৈনিক সকালের সময়কে বলেন, সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক সোহেল রানা ও জাহিন রিয়াজের ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে অপরাধ করেছেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করে গুরুতর অপরাধ করেছেন । আদালত বিষয়টি আমলে নিয়ে সাভার মডেল থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। 
 
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা ১৪ আগস্ট সকালে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর নামে ২৫ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের নির্দেশনা আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র‍্যাব- ৮

We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল