ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সোনাগাজীতে ফেনী নদী দখল করে মৎস্য চাষ


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ৩:৯
ফেনীর সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প এলাকায় বড় ফেনী নদী দখল করে মৎস্য চাষে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি অংশ দিয়ে বয়ে চলা এই নদীর তীর দখলে নেমেছে দুই উপজেলার প্রভাবশালী সিন্ডিকেট। কিছু ভূমি সরকারি নিয়মনীতি মেনে লিজ দেওয়া হলেও সিংহভাগ ভূমি প্রভাবশালী চক্র দখল করে মৎস্য খামারসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তুলেছে। গত তিন বছর পাউবোর ইজারাকৃত ভুমি নবায়ন না হলেও দখলদাররা ম্যানেজ করে মৎস চাষ করে যাচ্ছে। 
 
সোনাগাজীর উপকূলীয় এলাকা নদীভাঙন থেকে রক্ষা করতে ১৯৮৬ সালে সাড়ে তিন কিলোমিটার বাঁধে মুহুরী সেচ প্রকল্প নির্মাণ করা হয়। পরে প্রকল্পের উজানে প্রায় ১২ কিলোমিটার চর জেগে ওঠে। ১৯৮৭ সালের পর ওই চরের কিছু অংশ ফেনী পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়ে এবং সিংহভাগ দখল করে প্রভাবশালীরা মাছ চাষের প্রকল্প গড়ে তোলে।
 
সরেজমিন দেখা গেছে, সোনাপুর-সোনাগাজী-জোরারগঞ্জ সড়কের মুহুরী সেচ প্রকল্প এলাকার উজানের সংযোগস্থলের উভয়পাশে চক্রটি বড় ফেনী নদীর তীরে বাঁধ দিয়ে অন্তত ৫০০ একর নদী দখল করে পুকুর কেটে মৎস্য চাষ করছে। সেচ প্রকল্প এলাকার গড়ে তোলা হয়েছে ২৫টি দোকান ও ভাটিতে শতাধিক ছোট ছোট ঘর নির্মান করে ভাড়া দেয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা জেলেরা সেখানে রেনু পোনা আহরন করে ও চটগ্রাম অঞ্চলে  বিক্রি করে। আর এ জন্য স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মাসোয়ারা দিতে হয় বলে জানান দোকানদাররা। আইয়ুব নবী ফরহাদ নামে এক দোকানদার জানান, দোকানের ভাড়া হিসেবে ১৫০০ টাকা মসজিদকে দেন প্রতিমাসে। তবে তার কোন লিখিত চুক্তি বা রশিদ নেই।
 
দখলের কারণে বড় ফেনী নদী সংকুচিত হয়ে উজান থেকে পানির প্রবাহ বিঘ্নিত হচ্ছে । এতে পানির চাপ বেড়ে মুহুরী বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। লিজ নেওয়া সরকারি ভূমিতে স্থায়ী অবকাঠামো তৈরি ও খনন করে পুকুর বা দিঘি তৈরিতে বিধিনিষেধ থাকলেও সেখানে ইট দিয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং ভূমি খনন করে বড় বড় পুকুর করা হয়েছে । 
 
স্থানীয় আবদুল মোতালেব বলেন, প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে প্রভাবশালী চক্র বিভিন্ন কৌশলে ক্রমাগত নদী দখল করছে তারা । এরই মধ্যে মুহুরী সেচ প্রকল্প এলাকার উজানে বড় ফেনী নদীর বিশাল অংশে মাছের খামার দিয়ে দখল করেছে তারা । এভাবে দখল হলে বড় ফেনী নদী এক সময় নালায় পরিণত হবে।
 
মুহুরী বাঁধের উজানের পশ্চিম পাশে স্থানীয় মেম্বার দুলালের , নিজাম উদ্দিন, রুমন, সেলিম চৌধুরী, হুমায়ুন কবির, আবু তৈয়ব আজাদসহ অন্তত ৫০ ব্যক্তি কয়েকশ একর ভূমি দখল করে মাছ চাষ করছেন। বাঁধের পূর্ব অংশের চর দখল করে মৎস্য খামার গড়ে তুলেছেন আমিরাবাদ ইউপি সদস্য আহসান উল্লাহ, মাইনুল হোসেন, মোস্তফা সওদাগর, জাহাঙ্গীর সওদাগর, কামাল উদ্দিন, বদি সওদাগর, ফারুক সওদাগরসহ শতাধিক ব্যক্তি। তাদের দাবি, তারা ফেনী পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়েছেন। 
 
মুহুরী বাঁধ রক্ষণাবেক্ষণ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান বলেন, নদী দখল রোধ করতে কয়েক বছর আগে অভিযান চালালে হামলায় পুলিশসহ ১০ জন আহত হন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দিলেও প্রভাবশালী হওয়ায় নদী দখলের অপতৎপরতা বন্ধ করা যাচ্ছে না ।
 
ফেনী পানি উন্নয়ন বোর্ডের সোনাগাজী অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী নুর নবী বলেন, কিছু ভূমি সরকারি নিয়মনীতি মেনে লিজ দেওয়া হয়েছে, তবে অনেকে অতিরিক্ত ভূমি দখল করে মৎস্য খামারসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তুলেছে। আমরা পুলিশ নিয়ে কয়েকবার অভিযান চালিয়েছি । তাদের বিরুদ্ধে আমাদের অফিস থেকে মামলা দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেন, নদী দখলকারীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে নদী দখলমুক্ত করা হবে। 
সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম অনীক চৌধুরী বলেন, দীর্ঘদিন বিএসরেকর্ড পেন্ডিং থাকার কারনে ভুমি নির্ধারন করা যায়নি। বিষয়টি তদন্ত করে নদী উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
 
নাম প্রকাশে অনিচ্চুক পাউবোর এক কর্মকর্তা জানান, অবৈধ দখন উচ্ছেদের জন্য সরকারী ভাবে কোন বাজেট আসে না, একটি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে লাখ টাকা খরচ হয়। ইজারা নবায়ন না করায় সবগুলো প্রকল্প অবৈধ হলেও বিনা বাধাঁয় তারা পূর্বের ন্যায়  মৎস চাষ করে যাচেছ। দখলদারদের বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান রয়েছে। 
পাউবোর ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, গত ৩ বছর যাবত সরকার তাদের ইজারা নবায়ন করেনি। নবায়নের জন্য কাগজপত্র কুমিল্লা চীপ অফিসে পাঠানো হলেও তা এখনো অনুমোদন হয়ে আসেনি। অবৈধ স্থাপনা উচ্চেদের ক্ষেত্রে মন্ত্রনালয়ের অনুমোদন নিতে হয়। আমরা ইচেছ করলেই তা পারি না।

এমএসএম / জামান

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত