ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে মানুষের উপচেপড়া ভিড়


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ৪:৫৭

পিরোজপুরের বেকুটিয়ায় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী’ সেতুকে ঘিরে এখন বিনোদনপ্রিয় এবং কৌতূহলী মানুষের উপচেপড়া ভিড়। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সেতুটির উদ্বোধন করেন। সেতু উদ্বোধনের পর দুপুর থেকেই সেতু দেখার জন্য সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। তবে সেতু থেকে যানবাহন চলাচল এদিন বন্ধ ছিল রাত ১২টা পর্যন্ত।

সেতু কর্তৃপক্ষ জানায়, সেতু উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য সেটি খুলে দেয়া হয়েছে। তবে রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচল শুরু হবে।

এদিকে, সেতু উদ্বোধনের পর সেতুটি দেখার জন্য মূল সেতুর দুই পাড়সহ সেতুর ঢাল ও আশপাশের এলাকায় মানুষের বাঁধভাঙা স্রোত দেখা গেছে। বিশেষ করে বিকেল ৩টা থেকে সেতুতে ছিল মানুষের ভিড় আর ভিড়। সেই সাথে তাদের মধ্যে অনাবিল আনন্দ। সেতু উদ্বোধনকে ঘিরে সেতুর এ্যাপ্রোচ রোড ও সেতুর ঢালে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছিলেন।

পিরোজপুর সদর, কাউখালী, রাজাপুর, ঝালকাঠি, বরিশাল, ভান্ডারিয়া, ইন্দুরকানী, স্বরূপকাঠী, মঠবাড়িয়া, বাগেরহাট, এমনকি খুলনা থেকেও মানুষজন এসেছেন সেতু দেখতে। সেতুতে ঘুরতে এসেছেন পরিবার পরিজন নিয়ে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সড়ক বিভাগের নির্বাহী প্রকেীশলী মাসুদ মাহমুদ সুমন জানান, মাননীয় প্রধানমন্ত্রী সেতু উদ্বোধনের পরে তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। তারা হেঁটে সেতুতে উঠে ঘুরতে পারছেন। তবে এদিন কোনো যানবাহন চলাচল করতে দেয়া হয়নি। রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচলের জন্য ছেড়ে দেয়া হয়।

এদিকে, রোববার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে যান চলাচলের জন্য খুলে দেয়া হয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি। পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ওই সেতুর প্রথম টোল প্রদানকারী হিসেবে টোল দিয়ে পিরোজপুরের কুমরিমারা প্রান্ত থেকে কাউখালীর বেকুটিয়া প্রান্তে যান। রাত ১২টা ১ মিনিটের সময় মন্ত্রীর গাড়িসহ তার বহরে থাকা প্রতিটি গাড়ির টোল হিসেবে ৩৩০ টাকা দিয়ে সেতুটি পার হয়ে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাঈদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা। একই সময় কাউখালীর বেকুটিয়া প্রান্ত থেকে সেতুটি পার হন পিরোজপুর-২ আসনের এমপি সাবেক মন্ত্রী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। পরে তিনি পিরোজপুরের কুমিরমারা প্রান্তের টোল প্লাজায় এসে টোল পরিশোধ করেন।

সরকারিভাবে সেতুর টোলও নির্ধারণ করা হয়েছে। সেতু পারাপারে ট্রেইলারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩১৫ টাকা, হেভী ট্রাক ২৫০ টাকা, মিডিয়াম ট্রাক ১২৫ টাকা, বড় বাস ১১৫ টাকা, মিনি ট্রাক ৯৫ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান ৭৫ টাকা, মিনিবাস ও কোষ্টার ৬৫ টাকা, মাইক্রোবাস ৫০ টাকা, ফোর হুইল চালিত যানবাহন ৫০ টাকা, সিডান কার ৩০ টাকা, ৩/৪ চাকার মোটরাইজড যান ১৫ টাকা, মোটর সাইকেল ৫ টাকা এবং রিক্সা/ভ্যান/বাইসাইকেল/ঠেলাগাড়ি ৫ টাকা। রবিবার রাত থেকেই এই হারে যানবাহন থেকে টোল আদায় করা হবে।

এমএসএম / জামান

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত