সাভারে লাইব্রেরীতে অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি
ঢাকা জেলার সাভার পৌর এলাকার ব্যাংককলোনীতে নিউ আয়েশা লাইব্রেরী এন্ড ষ্টেশনারী দোকানে গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে লাইব্রেরীর ভিতরে থাকা ৩০ লক্ষাধিক টাকার মূল্যবান বইসহ ষ্টেশনারী সামগ্রী। শুক্রবার দিবাগত রাত ১২ টা ৩৫ মিনিটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে বন্ধ থাকা নিউ আয়েশা লাইব্রেরীর ভিতর থেকে আগুনের প্রচন্ড ধোয়া ও আগুন দেখতে পায় তারা। পরে লাইব্রেরীর সাইনবোর্ড থেকে মোবাইল নম্বর নিয়ে লাইব্রেরীর মালিককে ফোন দিলে খবর পেয়ে লাইব্রেরীর মালিক কামরুল দ্রত ঘটনাস্থলে এসে দোকানের সার্টার খুলে স্থানীয়দের সহায়তায় প্রায় আধ ঘন্টার মধ্যে লাইব্রেরীর আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষনে লাইব্রেরীর ভিতরে থাকা স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রসার মূল্যবান বই ও ষ্টেশনারী সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এলেও ততক্ষনে আগুন নিভে যায় বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহফুজুর রহমান। এ সময় তিনি জানান, আমরা এসে আগুন পাইনি, তবে আগুনে লাইব্রেরীর ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি।
নিউ আয়েশা লাইব্রেরী এন্ড ষ্টেশনারী দোকান মালিক কামরুল ইসলাম জানান, আমরা প্রতিদিনের ন্যায় রাত ১১.০০টার দিকে লাইব্রেরী বন্ধ করে বাসায় চলে আসি। রাত সাড়ে ১২টার পর ফোন পেয়ে লাইব্রেরীতে এসে আগুন দেখতে পাই। স্থানীয়দের সহায়তায় আমরা আধ ঘন্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। আমাদের দোকানে ৫০ লক্ষাধিক টাকার স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার বইসহ গুরুত্বপূর্ণ বহু মূল্যবান বই ও হাদিসের বই এবং ষ্টেশনারী সামগ্রী ছিলো। অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।
ঢাকা জেলা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ্ব এম এ খালেক ঢালী বলেন, অগ্নিকান্ডের ঘটনায় লাইব্রেরীটির বহু মূল্যবান বই ও মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। নিজেদের অর্থের পাশাপাশি ব্যাংক লোন করে বেশ বড় পরিসরে ভালো ভাবেই লাইব্রেরীটি চালাচ্ছিলো ওরা। সব ধরনের বই পাওয়া যেত লাইব্রেরীটিতে। আগুনের ঘটনায় ওদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, তবে আমরা সব ধরনের সহযোগিতায় ওদের পাশে আছি।
এমএসএম / এমএসএম
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি