ঝিনাইদহ পৌরসভা নির্বাচন সম্পন্ন : মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বিজয়ী

ঝিনাইদহের সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বিজয়ী হয়েছেন। রোববার রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ বিষয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওলিউর রহমান ও মোহাম্মদ আ. ছালেক।
বিজয়ী প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এর প্রাপ্ত ভোটের সংখ্যা ২৫ হাজার ৭৫৩। এবারই তিনি প্রথমবার বিজয়ী হলেন। দীর্ঘ সাড়ে ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো। ১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিনাইদহ সদর পৌরসভার ৪৭টি কেন্দ্রের র ২৬৫টি ভোট কক্ষে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫৩৯ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ৭,৩১৪ ভোটের ব্যবধানে বিজয়ী।
এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান মোবাইল ফোন প্রতীকে তিন হাজার ৬৬২ এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম ৯৩৮ ভোট পেয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে কাউন্সিল পদে বিজয়ীরা হলেন, ১নং ওয়ার্ডে ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে টিপু সুলতান বেসরকারিভাবে বিজয়ী, ২নং ওয়ার্ডে মো. আবু বক্কার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, ৩নং ওয়ার্ডে আলাউদ্দিন জোয়ার্দ্দার লাড্ডু, ৪নং ওয়ার্ডে শামসিল আরেফিন কায়সার জয়ী, ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু জয়ী, ৬নং ওয়ার্ডে লিয়াকত হোসেন জয়ী, ৭নং ওয়ার্ডে মহিউদ্দিন মহি, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নতুন মুখ সাদেক আলী ও ৯নং ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন রেজাউল করিম রেজা বিশ্বাস।
এদের মধ্যে টানা ষষ্ঠবারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ৫ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম মধু। তিনি কাউন্সিলর হিসেবে ষষ্ঠবারের মতো নির্বাচিত হলেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১, ২, ৩নং ওয়ার্ডে বুলবুলি ইসলাম; ৪, ৫, ৬নং ওয়ার্ডে মোছা. আনজুয়ারা খাতুন আনজু; ৭, ৮, ৯নং ওয়ার্ডে সুফিয়া খাতুন।
এ নির্বাচনে মোট ভোটের সংখ্যা ৮২ হাজার ৬৯৫ জন। মেয়র পদে চার জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী ও তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। গড়ে তোলা হয়েছিল কঠোর নিরাপত্তা বলয়।এ ছাড়াও ৩৫৫ জন পুলিশ ও ৮০১ জন আনসার নিয়োজিত ছিল। নির্বাচন চলাকালিন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কঠোর ও নজীরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ পৌরসভা নির্বোচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্র ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভোট উৎসবে বাগড়া দেয়। ফলে ঘন্টা দুয়েক ছন্দ পতন ঘটে। অনেকে বৃষ্টি ভিজে ভোট দিতে দেখা গেছে। ইভিএম পদ্ধতি ভোট হওয়ায় ঝিনাইদ শহরের মানুষ এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়।
প্রথমে ইভিএম নিয়ে ভোটারদের মাঝে সন্দেহ থাকলেও ভোট প্রদানের পর সেই ঘোর কেটে যায়। ভোটাররা জানান, ইভিএমে ভোট দিতে তাদের কষ্ট হয়নি। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা ইভিএম বুঝিয়ে দিলে সে মোতাবেক তারা পচ্ছন্দের প্রার্থীকে ভোট দেন। এদিকে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা গেছে ভিতরে বাইরে নজীরবিহীন নিরাপত্তা ছিল। বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা টহলে ছিল। ভোট দিয়ে এসে ভোটারা জানান, রুমে রুমে অনেক প্রার্থীর এজেন্ট না থাকলেও কারচুপির কোন সুযোগ ছিল না। নিজের পচ্ছন্দের প্রতিকে ভোট দিতে পেরেছেন।
প্রথম শ্রেণির এ পৌরসভায় নির্বাচিত হয়ে এক মেয়াদে দীর্ঘ ১১ বছর দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। সর্বশেষ ২০১১ সালের ১৩ মার্চ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের এপ্রিলে মেয়াদ শেষ হলেও মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন হয়নি। দীর্ঘ ১১ বছর পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে ২০২১ সালে ২৪ নভেম্বর পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়।
এমএসএম / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক
