করোনায় পেশা বদল!

বাউফল পৌর শহরের কেশব চন্দ্র সাহা (৫৮)। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ভালোই সংসার চালাতেন। বড় ছেলে কৌশিক বাউফল সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোট ছেলে কুশল বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। সদর রোডে মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া মার্কেটে সেলামী ছাড়া ১ হাজার ৫০০ টাকা মাসিক ভাড়ায় চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন। কিন্তু করোনায় (কোভিড-১৯)-এর প্রভাবে দোকানটি বন্ধ হয়ে গেছে। আর এতে চরম বিপাকে পড়েন তার পরিবার নিয়ে। বেছে নেন কাঁচামালের আমের আড়তে জয়নাল মহাজনের আম পাইকারি দোকানিদের ঝুড়ি মেপে আম বুঝিয়ে দেয়ার শ্রমিকের কাজ। এতে তিনি মাসে ৬-৭ হাজার টাকা বেতন পান। তা দিয়ে কোনোমতে চারজনের পরিবার চলে।
শুধু কেশব সাহাই নন, করোনায় তার মতো পেশা বদল করেছেন অনেকেই। বাজারে পরিমলের মিষ্টির দোকানে মিষ্টি, পুরি, সিঙ্গারা তৈরি করতেন হোসনাবাদের শামল (৪৯)। তিনি ১০ হাজার টাকা মাসিক বেতনে চাকরি করে মা, স্ত্রী ও সন্তানসহ ৫ জনের সংসার চালাতেন। মহামারী করোনায় হোটেলটি বন্ধ হয়ে যায়। শ্যামল ঋণে ১০ হাজার টাকা এনে বাউফল পৌর শহরে সবজির ব্যবসা করে সংসার চালাচ্ছেন।
কেশব চন্দ্র সাহা বলেন, তার ছোট একটি দোকান রয়েছে। পজিশন ছাড়া তাকে দেড় হাজার টাকা ভাড়ায় দোকানটি করতে দেন মার্কেটের মালিকের ছেলে অহিদুজ্জামান ডিউক। তার দোকানের চারপাশে বেশকিছু দোকানি ও দুটি ব্যাংকের লোকজনের কাছে চা, সিগারেট, বিস্কুট, পান বিক্রি করতেন। এতে দোকানের ভাড়া দিয়ে ভালোভাবেই সংসার চালিয়েছেন। কিন্তু মহাজনের কাঁচামালের এ ব্যবসা আর মাত্র এক মাস চলতে পারে। তারপর তিনি কিভাবে তার সংসার চালাবেন এ দুচিন্তায় রাতে ঘুম আসে না। আড়তটি খণ্ডকালীন তাই ভেবে এখন তিনি দিশাহারা হয়ে পড়েছেন পরিবার নিয়ে এই দুর্যোগে কিভাবে বাঁচবেন।
সাব-রেজিস্ট্রি অফিসের সামনের চা দোকানি জহির (৩০) দুই লাখ টাকা মালিককে সেলামী দিয়ে প্রতি মাসে ৩ হাজার টাকা ভাড়ায় চা, কফির দোকান দিয়েছিলেন। মহামারী করোনায় তার সে আশায় এখন গুঁড়েবালি। দোকানটি বন্ধ হয়ে গেছে। তার চোখে এখন হতাশার স্বপ্ন বয়ে বেড়াচ্ছে। বেশ কয়েকটি বেসরকারি এনজিও থেকে ঋণ নিয়ে সংসার চালাবেন বলে আশায় বুক বেঁধেছিলেন ওই যুবক। কিন্তু দোকানের ভাড়া, এনজিওর কিস্তি তাকে এখন তাড়া করে বেড়াচ্ছে। মা, স্ত্রী, সন্তান নিয়ে চারজনের সংসার তার।
জহির জানান, আর কিছুদিন এভাবে চলতে থাকলে তার সবাইকে রেখে অজানার উদ্দেশে চলে যেতে হবে। নতুন করে কেউ তাকে ঋণ দিতে চায়না যে অন্য ব্যবসা করবেন।
এমএসএম / জামান

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের সমাপনী

নওগাঁর মহাদেবপুরে ওয়াক্ফ এস্টেটের অর্থ প্রভাবশালীদের পকেটে

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
