ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি আলহাজ আবুল বাশার সুজন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:৩৯
রাজশাহীর তানোরের রাজনৈতিক অঙ্গনে মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজসম্পন্ন আদর্শিক ও তরুণ নেতৃত্ব আলহাজ আবুল বাসার সুজন। স্থানীয় সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরীর আবিষ্কার আদর্শিক ও তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজন। ইতোমধ্যে তিনি দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে পৃথক স্থান অধিকার করে নিয়েছেন।
 
স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের পরবর্তী নেতৃত্ব হিসেবে সুজনকে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণের ভাষ্য, তানোর পৌরবাসীর জন্য সুজন আল্লাহর দেয়া নেয়ামত ও আশ্রয় স্থল। কারণ হিসেবে তারা বলছে, আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাফিউল ইসলামের সময় গ্রামের মানুষ নিশ্চিতে শহরে যেতে পারতেন। তারা অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য-রাজনীতি বা ব্যক্তিগত কোন কাজে শহরে গিয়ে রাত হলেই শাফিউল ইসলামের কাছে ছুটে যেতো। তিনিও এসব মানুষদের সাদরে গ্রহণ ও খাওয়াসহ হোটেলে রাত্রি যাপনের ব্যবস্থা করে দিতেন।
 
কিন্তু তিনি প্রয়াত হবার পর রাজনীতিতে থেকে সেই সংস্কৃতি উবে গেছে, তানোরের অসহায় কোনো মানুষ শহরে কোনো সমস্যায় পড়লে স্টেশন, মসজিদ বা ফুটপাথে রাত কাটাতে হয়েছে। কিন্ত্ত শাফিউল ইসলাম প্রয়াত হবার পর অনেক নেতা, জনপ্রতিনিধি এসেছেন, তবে সাধারণ মানুষ সেই সেবা আর পায়নি। এদিকে এখন আর সই দিন নাই। স্থানীয় সাংসদের আহবানে সাড়া দিয়ে সুজন সেই মানবতার দায়িত্ব নিয়েছেন। এখন তানোরের যেকোনো মানুষ শহরে গিয়ে সমস্যায় পড়লেই সুজনকে স্মরণ করছেন এবং নিঃখরচায় খাওয়াসহ আবাসিক হোটেলে রাত্রি যাপনের সুযোগ পাচ্ছেন, যেটা গ্রামের মানুষের জন্য অনেক বড় পাওয়া। তানোরের বিভিন্ন এলাকা থেকে শহরে আশা ৫ থেকে ১০ মানুষ প্রতিদিন সুজনের হোটেলে নিঃখরচায় থাকছে, এটাও একটা অনেক বড় মানবসেবা।
 
জানা গেছে, দেশের গতানুগতিক রাজনীতিতে সুজনের সমবয়সী যারা রাজনীতি করে যেখানে পৌঁচ্ছাতে চাই, সেখান থেকে নেমে সুজনের রাজনীতির শুরু। আবার অধিকাংশ নেতা যখন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে তাদের দেয়া প্রতিশ্রুতি ভুলে যায়, তখন সুজন ব্যতিক্রম। তিনি যে একজন মানবিক নেতৃত্ব সেটা তিনি তার কর্মকান্ড দিয়ে বুঝিয়ে দিয়েছেন। পৌরসভার নিপিড়ীত-নির্যাতিত, অসহায়-হতদরিদ্র-ছিন্নমুল মানুষের আশ্রয়াস্থল আবুল বাসার সুজন। তিনি পৌরসভা আওয়ামী লীগের রাজনীতিতে আত্মপ্রকাশের পর স্থানীয় সাংসদের পক্ষ থেকে ব্যক্তি উদ্যোগে ক্ষমতার বাইরে থেকেও এসব মানুষের জন্য এ পর্যন্তযা করেছেন, পৌরসভা সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত্য কেউ মেয়রের চেয়ারে বসে সেটা করতে পারেননি। সমাজের অসহায় ছিন্নমুল মানুষগুলো যখন ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে গরম কাপড় কিনতে পারে না, আবার না পারে পেট ভরে খাবার, না পারে অসুখ হলে চিকিৎসা করাতে, তখন সুজন তাদের পাশে দাঁড়ায়, চেষ্টা করেন কিছুটা হলেও সহায়তা করার। এছাড়াও প্রতি বছর শীত মৌসুমে শহরের বিভিন্ন এলাকায় রাঁতের সময় দেখা যায় কীভাবে, শীতবস্ত্রহীন মানুষগুলো নিদারুণ কষ্টে রাত যাপন করে। তাদের নেই কোনো শীত নিবারণ করার সম্বল। অসহায় ছিন্নমুল এই মানুষ গুলোর কষ্ট দেখে মানবিক নেতৃত্ব সুজনের মন কাঁদে তাই তিনি রাতে তার পরিবারসহ রাস্তায় নেমে বিভিন্ন স্থানে শুয়ে থাকা এসব মানুষগুলোর মাঝে চাদর-কম্বল বিতরণ শুরু করেন। এ এক অন্যরকম অনুভূতি সুজন তার শিশুকে শেখাচ্ছেন কি ভাবে মানুষের উপকার করতে হয়। মানবতা কি তিনি তার পরিবারকেও বুঝিয়ে দিচ্ছেন। জানা গেছে, হাদিস শরিফে উল্লেখ আছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় মানুষকে খাদ্য দান করেছে, সেদিন (রোজ কিয়ামতের দিন) তাকে খাদ্য দান করা হবে। যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে, তাকে সেদিন পানি পান করিয়ে তার পিপাসা দূর করা হবে। যে মানুষকে বস্ত্র দান করেছে, তাকে সেদিন বস্ত্র পরিধান করিয়ে তার লজ্জা নিবারণ করা হবে।’ পৌরবাসী সুজনের পরিবারের প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসব মানুষ বলেন, আল্লাহ পাক এই পরিবারকে সুস্থ আর রহমতে পরিপূর্ণ করে রাখুক তারা যেনো সব সময় তাদের পাশে থাকতে পারেন। এবিষয়ে আবুল বাসার সুজন বলেন, এটা তার পরিবারের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস, তিনি তার সাধ্যমত চেস্টা করে যাচ্ছেন মাত্র, তিনি বলেন, মানুষ যদি মানুষের পাঁশে না দাঁড়ায় তবে কে দাঁড়াবে, তিনি বলেন, সবাই যে যার অবস্থান থেকে এভাবে অসহায় মানুষ গুলোর পাশে দাড়ান দেখবেন সবার অনেক ভালো লাগছে। তিনি বলেন, মানুষের জন্য ভাল কিছু করার মতো মহৎ উদ্দশ্যে নিয়ে তিনি রাজনীতি করেন, তিনি বলেন ক্ষমতা নয় মানুষ হিসেবে অসহায় মানুষের কতটুকু উপকারে আসতে পারলাম সেটাই তার মুল লক্ষ্য।

এমএসএম / জামান

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১জন

মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে, আবেগে কিনেছি - সাক্কু

পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম

চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আসলাম চৌধুরী

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

’ম্যানেজে’ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার

মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী মিঠুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: ক্ষুদ্ধ নেতাকর্মীরা

‎মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন করলো বন বিভাগ

মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস

কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ