সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ চিকিৎসককে একযোগে বদলি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। এরমধ্যে ১০ জনকে পদায়ন করা হয়েছে যশোর জেলা হাসপাতালে এবং ১৬ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। বুধবারের (৭ জুলাই) মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন সোমবার (৫ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারী মোকাবেলা ও জনসেবা নিশ্চিত করতে এই পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে যশোর জেলা হাসপাতালে বদলিকৃত চিকিৎসকরা হলেন- সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. মো. শরিফুজ্জামান, ডা. মো. আল মামুন হোসেন, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. হোসনে আরা হোসেন, ডা. মো. সাইফুল্লাহ ও ডা. জিএম ফারুকুজ্জামান।
এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলিকৃত ১৪ চিকিৎসক হলেন- ডা. শেখ আবু সাঈদ, ডা. ফারহানা হোসেন, ডা. মোছা. খসরুবা পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. মো. শামছুর রহমান, ডা. মো. ইনামুল হাফিজ, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. ফকরুল আলম, ডা. নাসরিন সুলতানা, ডা. মো. নাছিরউদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব, ডা. ফাহমিদা জামান, ডা. মেহনাজ নাজরীন, ডা. উপমা গুহ রায়, ডা. মো. আনিসুর রহমান ও ডা. শরিফা জামান।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে করোনা চিকিৎসার জন্য যে সমস্ত চিকিৎসককে যশোর জেলা হাসপাতালে বা সদর হাসপাতালে বদলি করা হয়েছে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশ দিতে পারতেন। সেটা সাতক্ষীরার জন্য ভালো হতো।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস জানান, কলেজের এই শিক্ষকরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করেন, রোগীদের চিকিৎসা দেন। একযোগে তাদের বদলি করা হয়েছে। এই আদেশ বাস্তবায়ন হলে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ হয়ে পড়বে। আইসিইউ, পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে পড়বে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, যাদের বদলি করা হয়েছে তারা মেডিকেল কলেজের পাশাপাশি হাসপাতালেও দায়িত্ব পালন করেন। তাদের দায়িত্ব পালনের রোস্টারসহ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত বদলির এ আদেশ বাতিল হবে।
এমএসএম / জামান