ঝড়-বৃষ্টি-জলোচ্ছ্বাসে মোংলায় চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি

লঘু ও নিম্নচাপের প্রভাবে গত এক সপ্তাহ ধরে বাগেরহাটের মোংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে মোংলার বিভিন্ন এলাকার চিংড়ি ঘের।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, জলোচ্ছ্বাস ও বৃষ্টির পানিতে তলিয়ে বিভিন্ন এলাকার ছোট-বড় চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চাঁদপাই, চিলা ও মিঠাখালী ইউনিয়নের ঘেরগুলোতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জোয়ার ও বৃষ্টির পানি পিচের রাস্তা ও বেড়িবাঁধ তলিয়ে প্লাবিত হয়েছে ৪০৪ হেক্টর জমির ১৯২০টি ঘের। এখানে ছোট-বড় মিলিয়ে ২ হাজার হেক্টর জমির ওপর প্রায় সাড়ে ১০ হাজার চিংড়ি ঘের রয়েছে।
উপজেলার কাইনমারীর অলক ফনীভূষণ, কালিকাবাড়ীর অতুন বিশ্বাস, কানাইনগরের অজয় মণ্ডল ও চাঁদপাই গ্রামের ঘের মালিক একরাম হোসেন বলেন, ঘেরের বাঁধের ওপর এখনও এক থেকে দেড় হাত পানি রয়েছে। ঘেরের মাছ আটকে রাখার জন্য বাঁধের উপর নেট জাল দিলেও তাও পানির চাপ ও বাতাসে ছিঁড়ে ক্ষতিগ্রস্ত হয়ে মাছ বেরিয়ে গেছে। এতে বেরিয়ে গেছে বেশিরভাগ বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছও। ফলে ভীষণ ক্ষতির মুখে আমরা চিংড়ি চাষিরা।
ঘের তলিয়ে মাছ বেরিয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য হিসেবে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। তবে ক্ষতিগ্রস্ত ঘের ও আর্থিক ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
প্রতি বছরই দুর্যোগ মৌসুমে এভাবে পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন এখানকার চাষিরা। তাদের দাবি, পশুর নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উচু রাস্তার তৈরির।উপজেলার চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম ও চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, এ দুইটি ইউনিয়ন পশুর নদীর পাড় ঘেষা। তাই ঝড়-জ্বলোচ্ছাসে এ এলাকার ঘের মালিকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন। সুতরাং পশুর নদীর পাড় দিয়ে বেড়িবাঁধ করা গেলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন হাজার হাজার ঘের মালিক ও ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, পশুর নদীর পাড়ে বেড়িবাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতিমধ্যে স্থানীয় সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুনসহ বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড চাঁদপাই ও চিলা ইউনিয়ন এলাকা পরিদর্শন করেছেন। বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড ফিজিবিলিটি স্টাডি করছেন। এ বেড়িবাঁধটি মোংলার পশুর নদীর চাঁদপাই ও চিলা ইউনিয়ন হয়ে বাগেরহাটের মোড়েলগন্জে গিয়ে মিশবে। এ নিয়ে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফিজিবিলিটি স্টাডি চলছে। আশা করছি পানি উন্নয়ন বোর্ড শীঘ্রই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দ্রুত এ বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করবেন।
এমএসএম / জামান

রাণীশংকৈলে ৩ ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা

গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনতে প্রয়োজন শক্তিশালী গণমাধ্যম : আমির খসরু

নওগাঁয় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

নবীনগরে ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার

গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি করে আলোচনায় দুই বন্ধু, কেজি ২৫০ টাকা

নেত্রকোনা দুর্গাপুরে খামারের পাহাড়াদারকে হত্যা করে গরু লুট, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

জামালপুরে আইনজীবী ও শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি কর্মসূচি

অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা

ধামইরহাটে ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থানের মনিরা'কে ছাত্রদলের সম্মাননা প্রদান

পটুয়াখালীতে যাকাতের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ
Link Copied