ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

৮০ বছর বসবাসের পর ভিটেহারা জলিলের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৪:৫৩

৮০ বছর বসবাসের পর ভিটেহারা জলিল প্রামাণিক এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়াই বাড়িঘর উচ্ছেদের অভিযোগ উঠেছে। এছাড়াও লুটপাট করা হয়েছে পুকুরের মাছ ও ছাগল-মুরগি। বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদের ফলে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাবন করছেন পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের আরপি বাজারের কচুয়ারামপুরের জলিল প্রামাণিক। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উচ্ছেদকৃত ভিটার ওপর এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

লিখিত অভিযোগে তারা বলেন, ১৯৪৩ সালে জেএল নং-৪ খতিয়ান, আরএস নং-৩৫, আরএস দাগ নং-১১০২-এর ০.১৮ শতাংশ জমি কেনার পর উত্তরাধিকার সূত্রে আমরা এই জমির ওপর বসবাস করে আসছি। প্রায় ৮০ বছর ধরে কেউ কোনোদিন এই জমি নিয়ে মামলা বা ঝামেলা করেনি। গত ২০ জুলাই উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জানতে পারি-একই এলাকার এই জমির আরেক উত্তরাধিকার কায়েম উদ্দিনের ছেল গাজীউর রহমানের লোকজন একটি বাটোয়ারা মামলা দায়ের করেছে। পরবর্তীতে আমরা আইনজীবীর শরণাপন্ন হই। তার আগেই দ্রুত ওই মামলার একপক্ষীয় ডিগ্রি পায় গাজীউরের লোকজন। এর বিরুদ্ধে আমরা গত ২৩ আগস্ট আপিল করি এবং গত ১৫ সেপ্টেম্বর আপিল শুনানির জন্য দিন ধার্য ছিল।

তারা বলেন, আপিল শুনানির দুদিন আগেই গত ১২ সেপ্টেম্বর হঠাৎ করে দুই গাড়ি পুলিশ, পাবনা কোর্টের লোকজন ও গাজীউর রহমানের ছেলে মাসুম, মো. মাসদুল, তাদের আত্মীয় তুফান ও আশরাফুলসহ শতাধিক সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে এসে আমার ঘরবাড়ি ভাংচুর শুরু করে। এস ময় তাদের বাধা দিলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে আটকে রাখে। আমরা তাদের কাছে বাড়ি ভাংচুরের নোটিস আছে কি-না জানতে চাইলেও তা দেখাতে ব্যর্থ হয়। আশপাশের লোকজন এগিয়ে এলেও পুলিশ ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের বের করে দেয়। ৩টি থাকার ঘর, গোয়ালঘর, রান্নাঘরসহ ৬টি ঘর গুঁড়িয়ে দেয়। এ সময় আমাদের আটকে রেখে ও ভয়ভীতি দেখিয়ে ৮-১০টি ছাগল ও বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এমনকি আমাদেরর দুটি পুকুরের মাছও তারা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মো. জলিল বলেন, আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমার মাথা গোঁজার মতো ঠাঁইও নেই। ছেলে-মেয়েদের নিয়ে কোথায় যাব? কোথায় কী করব বুঝতে পারছি না। আমার সম্পূর্ণ কাগজপত্র ঠিক আছে, শুধু একপক্ষীয় বাটোয়ারা ডিগ্রি নিয়ে এসে আপিল শুনানির আগেই নোটিস ছাড়া কেন আমাকে এভাবে পথে বসাল তার বিচার চাই।

অভিযুক্ত গাজীউর রহমানের ছেলে মো. মাসুম বলেন, আমরা আইন অনুযায়ী উচ্ছেদ করেছি। আমাদেরর পুকুরের মাছ আমরা নিয়ে এসেছি, তাতে কী হয়েছে? আমরা কোনো ছাগল লুট করিনি। আমরা হাট থেকে ছাগল কিনে এনে জবাই করে খেয়েছি। যা করেছে সব কোর্ট করেছে, আপনারা কোর্টের কাছে যান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা আক্তার মাসু বলেন, এখানে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা কোর্ট থেকে করেছে এবং ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট এসেছিল। অবশ্যই নোটিস দিয়ে করেছে। তবে এসএসসি পরীক্ষার্থীর বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা নিয়েছি। আর মাছ ও ছাগল লুটের বিষয়ে ব্যক্তিগত, তাদের এ বিষয়ে মামলা করতে হবে।
 
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এটা কোর্ট থেকে করেছে। পুলিশ শুধু সহযোগিতা করেছে। নোটিসের মাধ্যমেই উচ্ছেদ হয়েছে। কিন্তু মাছ ও ছাগল লুটের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত