খালিয়াজুরীতে বিবাহিত হয়েও ছাত্রলীগের সভাপতি হওয়ার দৌঁড়ে এগিয়ে কাউসার আহমেদ

খালিয়াজুরী উপজেলায় দেড় বছর আগে বিয়ে করেও ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে।ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর গ ধারা অনুযায়ী বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না। কিন্তু সংগঠনের এমন শর্ত উপেক্ষা করে কাউসার আহমেদ নামে একজন বিবাহিত ছাত্রনেতা সভাপতি প্রার্থী হয়েছেন। সকালের সময়ের এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী একাধিক প্রার্থী এমন অভিযোগ করেছেন।
এছাড়ও কাউসার আহমেদের বিরুদ্ধে তথ্য গোপন করে দুবার ভোটার আইডি কার্ড করার অভিযোগ রয়েছে। প্রথম দফায় ২০১৩ সালে ময়মনসিংহ জেলার ভালুকা থানা থেকে এবং দ্বিতীয়বার খালিয়াজুরী উপজেলা থেকে। ভালুকায় জাতীয় পরিচয়পত্রে নাম দেয়া হয় মো. হায়দার। সেখানকার জাতীয় পরিচয়পত্র নম্বার ছিল ১৪৫০০৯৮৬৬৮ এবং ভোটার নাম্বার ছিল ৬১১৪৫৪০০১৪৭৭। ভালুকায় করা ভোটার আইডিতে জন্ম তারিখ দেখানো হয় ১৯৯৪ সালের ২০ আগস্ট। পেশায় হিসেবে দেয়া হয় শ্রমিক।
পরবর্তীতে খালিয়াজুরী উপজেলায় দ্বিতীয়বার ২০১৪ সাথে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সেখানে নাম দেয়া হয় কাউসার আহমেদ। গ্রামের নাম ব্যবহার করা হয় বনোয়ারী এবং পোস্ট অফিস করাচাপুর। নতুন ভোটার নম্বর হয় ৭২১৯০৯০০০১৭৯। নতুন ভোটার আইডিতে জন্মের সাল ও তারিখ হিসেবে ব্যবহার করা ১৯৯৪ সালের ২ মার্চ (যা প্রথম জন্ম তারিখের সাথে মিল নেই)। দ্বিতীয় বার পেশা হিসেবে দেখানো হয় ছাত্র-ছাত্রী।
ভোটার তালিকা আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী একাধিকবার ভোটার হওয়া, জাতীয় পরিচয়পত্র পেতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা জ্ঞাতসারে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য দেওয়া বা তথ্য গোপন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে জেল–জরিমানার বিধান আছে। আবার কোনো নিবন্ধন কর্মকর্তা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া দায়িত্বে অবহেলা করে কোনো কাজ বা ইচ্ছাকৃত ত্রুটি-বিচ্যুতির জন্য দোষী হলে তারও জেল–জরিমানার বিধান রয়েছে।
খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সকালের সময়কে জানান, কাউসার আহমেদ আমাদের পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জের ৩নং তেঁতুলিয়া ইউনিয়নে বিয়ে করেছেন। তেঁতুলিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে আঁখি আক্তার তার স্ত্রী। প্রায় দেড় বছর আগে হওয়া ওই বিয়ের বিষয়ে আমরা খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মীই জানি। তবে বুঝতে পারছি না কাউসার কেন এখন নিজেকে অবিবাহিত দাবি করছেন।কাউসার আমাদের শত্রু নয়। আমরা চাই ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী যেন কমিটি দেয়া হয়। নিয়মবহির্ভূতভাবে যেন কেউ নেতা না হতে পারেন। আশা করি জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি যাচাই-বাছাই করেই কাউসারকে সভাপতি নির্বাচন করবেন।
বনোয়ারী গ্রামের বাসিন্দা কাউসারের প্রতিবেশী জয়নাল চৌধুরী বলেন, কাউসার বিয়ে করছে দুই বছর আগে। তার একটা ২-৩ মাসের বাচ্চাও আছে। তার বউ এখন থাকে আটপাড়া থানার তেলিগাতী গ্রামে কাউসারের বোনের বাসায়।
সরেজমিন তদন্তে মোহনগঞ্জের তেঁতুলিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে গেলে বাবুল মিয়ার মেয়ে আঁখির সাথে কাউসার আহমেদের বিয়ের বিষয়টির সত্যতা পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন তরুণ বলেন, আঁখি আমাদের ছোট বোন। সে বর্তমানে মোহনগঞ্জে থাকে। গত বছর তার বড় বোন সড়ক দূর্ঘটনায় মারা যান। আঁখির দেড় বছর আগেই খালিয়াজুরী উপজেলায় বিয়ে হয়েছে। তার স্বামী কাউসার খালিয়াজুরী উপজেলায় ছাত্রলীগের রাজনীতি করে।
বিষয়টি জানার জন্য আঁখি আক্তারের ফোনে কল করা হলে ফোন রিসিভের পর আপনি কি আঁখি বলছেন- এটা বলার পরই ফোন কেটে দেয়া হয়।
অভিযুক্ত কাউসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোনো বিয়ে করিনি। আর একাধিক ভোটার আইডিও তৈরি করিনি। আমার প্রতিপক্ষ চায় না আমি খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হই। তাই তারা আমার বিয়ের খবর ছাড়াচ্ছে আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মোবাইল ফোনে কাউসারের বক্তব্য নেয়ার ৫ মিনিট পর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুনায়েদ শাহ্ প্রতিবেদকে ফোন করে উচ্চৈঃস্বরে কথা বলেন, চ্যালেঞ্জ করেন, কাউসার ৭০টা বাচ্চার বাবা হলেও খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হবে।
বিবাহিত এবং ছাত্রত্ব নেই এমন প্রার্থীদের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে- এই বিষয়ে জানতে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রলীগের পদ-পদবী পেতে চাইলে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কমপক্ষে এসএসসি পাস হতে হবে। খালিয়াজুড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী কাউসার আহমেদ বিবাহিত- এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন- এমন প্রশ্নে তিনি জানান, গঠনতন্ত্রের বাইরে কারো পক্ষেই কোনোকিছু করা সম্ভব নয়।।
(প্রতিবেদকের কাছে এ বিষয়ে সকল তথ্য প্রমাণ সংরক্ষিত আছে)।
এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত
Link Copied