ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

শব্দ দূষণ রোধে ঢাবি শিক্ষার্থীদের মৌন সমাবেশ


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ১:৭

শব্দ দূষণ প্রতিরোধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মৌন সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার ও সচেতনামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এই বিষয়ে জানতে চাইলে  গ্রীন ভয়েসের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জিলানী দৈনিক সকালের সময়কে বলেন, শব্দ দূষনে বিশ্বের শীর্ষ শহর এখন ঢাকা। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়াও এই প্রতিবেদনে  আরো স্থান রয়েছে  রাজশাহীর। শব্দ দূষণ একটি সরব ঘাতক। এটি নীরব ঘাতক প্রকৃতপক্ষে এটি প্রকাশ্যেই মানুষকে ক্ষতি করছে।

আর এ শব্দ দূষণের কারণে উচ্চরক্তচাপ, অনিদ্রা, শ্রবণশক্তি হ্রাস, মনোসংযোগ কমে যাওয়া, মাথাব্যথা ও মাথা ধরার জটিলতায় ভুগছে নগরবাসী। শুধু তাই নয়, রাজধানীবাসীকে খিটখিটে মেজাজ, বিরক্তি বোধসহ অস্বাভাবিক আচরণ করার মতো মানসিক ও দৈহিক নানা সমস্যার পড়তে হচ্ছে। আর এই সমস্যা তীব্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশেষ করে কাজী মোতাহার হোসেন ভবনের সামনে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে রাস্তায় অসংখ্যা বহিরাগত যানবাহন ও উচ্চ মাত্রায় মাইক অথবা সাউন্ড বক্স আওয়াজের ফলে। এর ফলে শিক্ষার্থীরা ক্লাসের মনোযোগ,  শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে থাকে।  আমি একজন ভূগোল ও পরিবেশ বিভাগে ছাত্র হিসেবে আমাদেরকে দৈনিক ৪-৫ টা করে ক্লাস করতে হয়, কিন্তু ক্লাসে যাওয়ার পরে ১ টা ক্লাসের পড়েই আর মনোযোগ বসে না চারদিকের নানান কোলাহলের কারণে।    

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শব্দদূষণ রোধে কর্তৃপক্ষের করণীয় হতে পারে বলে আমি মনে করি, ‘গাড়ি বা যানবাহনের শব্দ কোনো ভাবেই ৬০ ডেসিবলের বেশি হতে পারবে না এই আইন জারি করে কঠোর ভাবে পর্যবেক্ষনে রাখা, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং শব্দ দূষণকারীদের শাস্তির আওতায় আনা গেলেই শব্দদূষণ রোধ করা যাবে।’

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং শব্দ দূষণকারীদের শাস্তির আওতায় আনা গেলেই শব্দ দূষণ রোধ করা যাবে। আমরা এ সমাবেশের মাধ্যমে বার্তা দিতে চাই যে, শব্দ দূষণ করে পরিবেশ বিপর্যয় না ঘটিয়ে জীবন পরিচালনা করতে হবে।

উল্লেখ্য, প্রকৃতি, পরিবেশ ও জীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে ‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানে ২০০৫ সালে যাত্রা শুরু করে গ্রিন ভয়েস। পরিবেশ সচেতনতার পাশাপাশি সংগঠনটি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকার জন্য দিনদিন তরুণ ছাত্র ও যুবসমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে দেশের প্রায় অধিকাংশ জেলা, বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠনটির কার্যক্রম চলমান।

এমএসএম / এমএসএম

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ