স্বস্তির নিশ্বাস সাধারণ মানুষের
রায়গঞ্জে বাড়িতে বসেই পাওয়া যাচ্ছে জন্ম ও মৃত্যু সনদ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু সনদ পৌঁছে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।
বাড়িতে বসে এ ধরনের সেবা পেয়ে খুশি ধামাইনগর ইউনিয়নববাসী।বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের নির্দেশনায় ও ইউপি সচিব রজিন পলাশের সার্বিক সহযোগিতায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে পৌঁছে দিচ্ছেন জন্ম ও মৃত্যু সনদ পত্র।
আর শূণ্য থেকে ৪৫ দিন বয়সের শিশুদের বিনামূল্যে জন্ম সনদ মায়ের হাতে তুলে দিচ্ছেন। উপজেলার ধামাইনগর ইউনিয়নের এমন উদ্যোগে সাধারণ মানুষের মুখে হাসি আর স্বস্তির নিশ্বাস নিতে দেখা গেছে।
সাধারণত জন্ম সনদ তৈরি করতে বা সংশোধন করতে দেশের ভাবমূর্তি ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্ন বৃদ্ধ করতে একটি মহল সাধারণ মানুষকে নানাভবে হয়রানি করতো। সেখানে নিশ্চিন্তে ইউনিয়ন পরিষদে না গিয়েও নিজের বাড়িতে বসেই জন্ম ও মৃত্যু সনদ পাচ্ছেন ধামাইনগর ইউনিয়নের সাধারণ মানুষ। বাড়িতে বসে সেবা পাওয়া এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়নের সচেতন মহল।ধামাইনগর ইউনিয়নের বাসিন্দা মুর্শিদা বেগম জানান, ধামাইনগর ইউনিয়নে আমার স্বামীর বাড়ি।আমার বাবার বাড়ির ইউনিয়ন পরিষদে সন্তানদের জন্ম নিবন্ধন করতে গেলে অনেক ভোগান্তিতে পড়তে হয়, সেখানকার লোক জন বলে, আজ হবে না কাল।
কিন্তু আমাদের ইউনিয়নে রাইসুল হাসান সুমন চেয়ারম্যান ও সচিব রজিন পলাশ আসার পর গ্রাম পুলিশ অথবা ইউপি সদস্যকে খবর দিলে বাড়ি থেকে এসে কাগজপত্র নিয়ে যাচ্ছে। আবার জন্ম নিবন্ধনের কাগজ করে বাড়িতে এসে পৌঁছে দিচ্ছেন তারাই।ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খবির উদ্দিন বলেন, এই সেবা চালু করায় আমাদের অনেক উপকার হয়েছে। এতে সময়ের পাশাপাশি আমাদের ভোগান্তি কমে আসবে। আমরা চায় এটার ধারাবাহিকতা বজায় থাকবে।
শাহিদা বেগম বলেন, নিসন্দেহে এটি একটি ভালো কাজ। বর্তমান সময়ে যেখানে জন্ম নিবন্ধন পেতে ভোগান্তিতে পড়তে হয় সেখানে বাড়িতে বসেই এই সেবা পাওয়া যাচ্ছে । এটা খুবই ভালো কাজ।ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন,যেহেতু ইউনিয়ন পরিষদে জন্ম সনদ পেতে এসে অনেককে ভোগান্তিতে পড়তে হয়। তাই সেবা প্রত্যাশীদের কথা চিন্তা করে ব্যতিক্রম এই উদ্যোগ আমি নিয়েছি। কাউকে পরিষদের আসতে হবে না তারা শুধু তথ্য দিয়ে সহযোগিতা করবে আমরা ১ -৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু সনদ বাড়িতে গিয়ে পুরস্কারসহ পৌঁছে দিবো। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
ইউপি সচিব রজিন পলাশ এ প্রতিবেদক সাইদুল ইসলাম আবিরকে বলেন, জন্ম ও মৃত্যু সনদ পেতে অনেক ভোগান্তি এই শব্দটি যেনো ইউনিয়নের সকল মানুষের চিরচেনা শব্দ ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের সাধারণ মানুষদের সঠিক ভাবে সেবা দিতে নিরলসভাবে কাজ করে আসছেন।
এরই ধারাবাহিকতায় ও ভোগান্তি নিরসনে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের নির্দেশে আমরা প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে তাদের জন্ম ও মৃত্যু সনদ দিয়ে আসছি।
এতিমধ্যে আমরা ইউনিয়নের ১ হাজার ৫০০টি জন্ম ও মৃত্যু সনদ বাড়ি বাড়ি গিয়ে বিতরন শুরু করেছি।আশা করি আমাদের এমন উদ্যোগে কোন রকম ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষ তাদের বাড়িতে বসেই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার মাধ্যমে জন্ম সনদ ও মৃত্যু সনদ পাবে।
এমএসএম / এমএসএম
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার