ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দুয়ারে সোনালী ধান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১২:২৯

হেমন্তের এখনো ঢের বাকি। এরই মধ্যে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা। চাষিরা গাড়ি কিংবা মাথায় করে ধান নিয়ে ঘরে ফিরছেন। চলছে মাড়াই ও শুকানোর কাজ। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। আনন্দে আত্মহারা কৃষক। খুশির ঝিলিক কৃষাণীর মুখে। তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলি। মঙ্গাজয়ী আগাম জাতের স্বল্পমেয়াদী আমন ধান কাটা শুরু হওয়ায় স্বস্তি আছেন চাষিরা।  

জানা গেছে, উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে প্রথম নীলফামারী জেলায় গত ১৩ সেপ্টেম্বর এই আগাম জাতের ধান কাটা শুরু হয়। পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতে ধান কাটা শুরু হয়। বাংলা মাস আশ্বিন ও কার্তিককে (মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর পর্যন্ত) উত্তরাঞ্চলের জেলাগুলোতে বলা হতো মঙ্গা মাস। যার অর্থ প্রায় দুর্ভিক্ষাবস্থা।আমন চারা রোপণ শেষ হলে দরিদ্র শ্রমজীবীদের কাজ না থাকায়, তাদের কোনো উপার্জনের ব্যবস্থা থাকে না। তাই পরিবার-পরিজন নিয়ে এই ক্রান্তিকালে তাদেরকে অর্ধাহার-অনাহারে থাকতে হতো। ধান কাটা শুরু হওয়ায় আমন ধান রোপণ শেষে কর্মহীন থাকা প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রান্তিক কৃষক ও বর্গাচাষিদের বাড়ির মজুতকৃত ধান শেষ হয়ে যায় বলে তারাও এ সময়ে অভাবে থাকেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) গবেষণায় আবিষ্কার মঙ্গাজয়ী স্বল্পমেয়াদী আমন ধান ব্রি ধান-৩৩, ব্রি ধান-৩৮, ব্রি ধান-৫৭, বিনা ধান-৭ সহ অন্যান্য কয়েকটি উচ্চফলনশীল জাতের ধানের কারণেই আশ্বিনে মানুষের ঘরে ঘরে আজ নতুন ধানের নবান্ন উৎসব। রংপুর জেলা কৃষি দপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান বলেন, নতুন জাতের ধানগুলো রোপণের পর মাত্র ৯০-১০০ দিনের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবরে পেকে যায়। অথচ প্রচলিত জাতের গতানুগতিক ধানগুলো রোপণের প্রায় ১৪০-১৫০ দিন পরে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরে পাকে। তিনি আরও বলেন, নতুন জাতের ধান আগেভাগে কাটা যায় বলে কৃষক ২ মাস আগেই তাদের জমি খালি পেয়ে যান। ফলে তারা প্রথমবার আগাম জাতের আলু আবাদ করে, দ্বিতীয়বার আবার আলু কিংবা অন্য যেকোনো রবি ফসল আবাদ করতে পারেন। পরে তারা ওই জমিতে বোরো ধান চাষ করার সুযোগ কাজে লাগিয়ে অধিকতর লাভবান হতে পারছেন।

রংপুর আঞ্চলিক কৃষি দপ্তর সূত্রে জানা যায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে এ বছর ৬ দশমিক ২০ লাখ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এখানে ১৮ দশমিক ১ লাখ টন চাল উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। এই লক্ষ্যমাত্রার মধ্যে ১ লাখ হেক্টরে চাষ হয়েছে স্বল্পমেয়াদী আগাম জাতের আমন ধান; যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি।

সম্প্রতি রংপুরের বদরগঞ্জ উপজেলার মুচীরহাট গ্রাম ও তারগঞ্জের কুর্শা ও নীলফামারী জেলার সদর উপজেলার রামগঞ্জ ও কিশোরগঞ্জ উপজেলার উত্তর দূরাকুটি গ্রাম পরিদর্শন করে দেখা যায়, উৎসবের আমেজে আগাম জাতের আমন ধান কাটা চলছে পুরোদমে।

মুচীরহাট গ্রামের কৃষক সাইফুল ইসলাম (৫৫) বলেন, আমি ৫ বিঘা জমিতে আগাম জাতের ব্রি ধান-৩৮ আবাদ করে ৮০ মণ ফলন পেয়েছি। বাজার মূল্য ভালো থাকায় কাঁচা অবস্থায় তা বিক্রি করে ৮৮ হাজার টাকা পেয়েছি। সার ও ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে ৪০ হাজার টাকা লাগলেও লাভ পাওয়ায় ভালো লাগছে।

রামগঞ্জ গ্রামের কৃষক বিনোদ বিহারী রায় (৬০) জানান, আগাম আমন কাটার পর তিনি জমিতে আগাম জাতের আলু রোপণের প্রস্তুতি নিচ্ছেন। রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শাহ আলম বলেন, সংকটকালে স্বল্পমেয়াদী আগাম জাতের আমন ধান কেটে নেওয়ার সুযোগ থাকায় কৃষক ক্রমেই এই ধান চাষে ঝুঁকছেন। তারা একই জমিতে গতানুগতিক ৩ ফসলের পরিবর্তে একই চক্রে ৪টি ফসল ফলানোর সুযোগ পেয়ে বেশি লাভবান হবেন। 

 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী