ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

পিওন সাঈদ হয়ে গেল ডাক্তার, ফি ৪০০ টাকা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ১:৩১

এমবিবিএস বা বিডিএস বা এ ধরনের কোনো ডিগ্রি না থাকলেও ‘সকল রোগের চিকিৎসক’ সাঈদ হোসেন! নামের আগে পদবি লিখছেন ‘ডাক্তার’। ৩০০ থেকে ৪০০ টাকা ভিজিট নিয়ে ব্যবস্থাপত্র দিচ্ছেন সাধারণ রোগীদের। ব্যবস্থাপত্রে ডিএমএফ (Diploma in Medical Facult) ডিগ্রি বসিয়ে তিনি এখন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। অথচ কোথা থেকে, কত সালে ডিএমএফ কমপ্লিট করেছেন তার কোনো সনদ বা রোল-রেজিস্ট্রেশনসহ কোনো প্রকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে পারেননি তিনি। নেই বিএমডিসি’র রেজিস্ট্রেশন। অন্যদিকে তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন রকম অভিযোগও।

নওগাঁ সদর উপজেলার হোগল বাড়ি মোড়ে ভাই ভাই মেডিকেয়ার ফার্মেসিতে তার রোগী দেখার চেম্বার। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অব্দি রোগী দেখেন তিনি। সাঈদ হোসেন হোগল বাড়ি মোড়ের শহিদুল ইসলামের ছেলে।খোঁজ নিয়ে জানা গেছে, সাঈদ হোসেনের মা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বনামধন্য এক ডাক্তারের বাসায় কাজ করতেন। সেই সূত্রে মায়ের অনুরোধে সাঈদ হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে পিওন পদে চাকরি পাইয়ে দেন সেই ডাক্তার। এরপর করোনাকালে হাসপাতালে বসে করোনার ভুয়া সনদ (সর্টিফিকেট) বানিয়ে বিক্রি শুরু করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়ের করা মামলায় ২০২০ সালের ২৫ মে গ্রেফতার হয়ে জেলে যেতে হয় সাঈদকে। বর্তমানে সে মামলাটি আদালতে চলমান রয়েছে। পরে ২০২১ সালে জামিনে মুক্তি পেয়ে রাতারাতি ডা. হয়ে যান সাঈদ। গ্রামের বাড়িতে ফিরে এসে একটি ফার্মেসি ও চেম্বার বসিয়ে শুরু করেন ‘সকল রোগের চিকিৎসা’। তিনি আরও বলেন, ‘পরে এ বিষয়টি নিয়ে আমি গ্রাম্য মাতব্বরদের নিকট অভিযোগ করলে গ্রাম্য শালিশে সাঈদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

স্থানীয় মোতাহার হোসেন নামে এক বয়স্ক রোগী বলেন, ‘বাবারে এই সাঈদ একটা ভুয়া ডাক্তার। আমার একটা সমস্যার জন্য দীর্ঘদিন ধরে তার কাছে বহু টাকার চিকিৎসা করছি কিন্তু রোগ সারে না। উপায় না পেয়ে আমি শহরে ভালো ডাক্তার দেখাই, তারা আমাকে জানায় অসুখ অনুযায়ী এগুলা উষুধ (ওষুধ) ঠিক নাই রোগ সারবে কই থেকে। পরে আমাকে ১শ টাকার ওষুধ দিছে খেয়ে আমি বর্তমানে সুস্থ। এ তো রোগ-ই ধরতে পারে না, তাহলে কীসের ডাক্তার!’

‘চিকিৎসা নিতে’ আসা খাদেমুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, ‘প্রসাবের জ্বালা পোড়া, মাথা ঘোরানো ও চোখে ঝাপসা এই সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে আসছি এর আগেও চিকিৎসা নিয়েছি কোনো উন্নতি হচ্ছে না। বরং সমস্যা আরও বাড়ছে। ১০ দিন পর আসতে বলছিল, তাই আজকে আসছি।’ এ বিষয়ে সাঈদ হোসেনের চেম্বারে গিয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি সাভারের একটি বেসরকারি মেডিকেল ইন্সটিটিউটের (ম্যাটস) নাম উল্লেখ করে বলেন, আমি ১১-১২ সেশনে ডিএমএফ করেছি। এরচেয়ে বেশি কোনো তথ্য দিতে পারেননি তিনি। ‘কিন্তু সেখানে আপনার কোনো ডকুমেন্ট বা পাশ করার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি’ এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে চেম্বার ছেড়ে বাইরে চলে যান। 

পরে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সামনের মাসে ২৩ তারিখ আমার কেসের হাজিরা আছে, সেটা শেষ করে এসে সকল তথ্য দেবো। আমার সকল কাগজপত্র আছে। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এসব ব্যাপারে কোনো তথ্য দিতে পারব না। আপনাদের যা ইচ্ছে করতে পারেন।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম

শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক

বাউফলে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

নোয়াখালীতে সাংবাদিকদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে মিলনমেলা

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাকের শামস খান হিমু জাতীয় পার্টির এমপি প্রার্থী

সরকারি হাসপাতালে স্যালাইন ঝুলছে গাছে

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর