ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে পণ্যবাহী পরিবহনে কোটি টাকা চাঁদাবাজি 


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-১০-২০২২ বিকাল ৫:৭

চট্টগ্রামে পণ্যবাহী পরিবহনে স্লিপ দিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে সংঘবদ্ধ চক্র। চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে চট্টগ্রাম বন্দরে আসা ট্র্যাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলার থেকে প্রতিদিন ৩০ টাকা করে ৬০ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সড়ক অবরোধ করে প্রতিবাদও করা হয়েছে। পুলিশের আশ্বাসে অবরোধ স্থগিত করা হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক।  

জানা যায় প্রতি গাড়িতে ৩০ টাকা করে চাঁদা উত্তোলন করেন চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন। তবে তাদের দেওয়া স্লিপে দেখা যায় চাঁদার ৩০ টাকার মধ্যে  ফেডারেশন ৫ টাকা, ইউনিয়ন ১০ টাকা, কল্যাণ তহবিল ৫ টাকা ও পঙ্গু সদস্যদের কল্যাণার্থের কথা বলে ১০ টাকা তোলা হয়। একইভাবে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারেও ৩০ টাকা করে চাঁদা তোলা হয়।  কেউ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদেও ওপর অমানবিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন সাধারণ শ্রমিকেরা।

চাঁদাবাজির প্রতিবাদে ও নির্যাতন থেকে বাঁচতে গত শনিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর পোর্ট কানেক্টিং (পিসি) রোডে অর্ধশতাধিক কাভার্ডভ্যান ও প্রাইমমুভার এলোপাথারি সড়কে রেখে ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা। দুপুর ১২ টা থেকে সোয়া দুইটা পর্যন্ত তারা কাভার্ডভ্যান ও প্রাইমমুভার রাস্তার উপর ফেলে রেখে কর্মবিরতি পালন করে। এই ব্যস্ততম পোর্ট কানেকটিং রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পণ্য পরিবহন ও যাত্রী পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়। বিপাকে পড়েন এই রোডে চলাচলকারী বিভিন্ন পেশা-শ্রেণির যাত্রীরা। পরে পুলিশ চাঁদবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে মালিক ও শ্রমিকেরা তাদের যানবাহন রাস্তা থেকে সরিয়ে নেয়।

সড়ক অবরোদে পরিবহন মালিক-চালকরা জানান, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের ব্যানারে প্রতিটি প্রাইমমুভার থেকে পরিচালনা ব্যয়ের নামে ৩০ টাকা করে ৬০ টাকা চাঁদা তোলা হচ্ছে। 

বেকায়দা দেখে এক পর্যায়ে পুলিশ কর্তৃপক্ষ কর্মসূচি পালনকারী পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে। সিএমপির উপ-কমিশনার (বন্দর) শাকিলা সুলতানার নেতৃত্বে আলোচনার সময় চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে পরিবহন চলাচল পুনরায় শুরু হয়।

এব্যপারে বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক, প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহমেদ বলেন, বন্দরে পণ্য পরিবহনের কাজে প্রতিদিন কমপক্ষে ৭ হাজার কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইমমুভার আসা-যাওয়া করে। প্রতিটি গাড়ি থেকে দুটি সংগঠন পৃথকভাবে ৩০ টাকা করে মোট ৬০ টাকা করে আদায় করে। সেই হিসেবে ৭ হাজার গাড়ি থেকে দিনে চাঁদা আদায় করা হয় ৪ লাখ ২০ হাজার টাকা। যার মাসিক পরিমান দাঁড়ায় এক কোটি ২৬ লাখ টাকার।

তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনগুলোর চাঁদা তুলতে হলে তাদের অফিসে গিয়ে সদস্যরা চাঁদা দিয়ে আসবে। রাস্তা থেকে যে টাকা তোলা হচ্ছে তা এককভাবে মালিকের পকেট থেকে যাচ্ছে। প্রতিবাদ করে চৌধুরী জাফর আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে স্পষ্ট বলা আছে- রাস্তায় প্রকাশ্যে কোন চাঁদা তোলা যাবে না। চাঁদা তুলতে হলে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে তুলতে হবে। সম্প্রতি বদলি হওয়া চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর তাঁর কার্যকালীন সময়ে চাঁদা তোলা পুরোপুরি বন্ধ রেখেছিলেন। কিন্তু কতিপয় শ্রমিক নেতা গত কদিন ধরে নিজেদের ইচ্ছেমতো প্রকাশ্যে চাঁদাবাজি করছে। এর প্রতিবাদে আমরা সম্প্রতি কর্মবিরতি পালন করি। পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে দুই ঘণ্টা পর আমরা কর্মসূচি প্রত্যাহার করে নেই। 

সড়কে চাঁদা অবৈধভাবে চাঁদা তোলার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম প্রাইমমুভার, ট্রেইলর শ্রমিক ইউনয়নের সভাপতি খান মোহাম্মদ সেলিম বলেন, আমরা অফিস চালাই, অফিসের একটা খরচ আছে, ৬/৭ জন স্টাফ আছে, তাদের বেতন দিতে হয়, রাস্তায় যারা টাকা তুলছে তাদের একেকজনকে দৈনিক ১০০০ থেকে ১২০০ টাকা বেতন দিতে হয়, অসহায়, বেকার ও পঙ্গু শ্রমিকদের ভাতা দিতে হয় আমরা যদি টাকা না তুলি তাহলে তাদের দিব কিভাবে ? টাকা তোলার বৈধতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ফেডারেশনের অনুমতি নিয়ে আমরা টাকা তুলছি। শ্রমিকেরা স্বেচ্ছায় চাঁদা দিচ্ছে, এখানে প্রশাসনের অনুমতির কোন বিষয় নেই।

এব্যপারে নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক,বন্দর) শাকিলা সুলতানা বলেন, সড়কে সংগঠনের চাঁদা তোলা অন্যায়, তুলতে হলে অফিসে নেবে। সড়কে প্রকাশ্যে কেউ চাঁদা তুলতে পারবে না। প্রকাশ্যে চাঁদা তোলার প্রতিবাদে সম্প্রতি বাংলাদেশে কাভার্ডভ্যান ট্রাক, প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন প্রতিবাদ করেছে। সড়কে গাড়ি রেখে তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল। আমরা গিয়ে তাদের সাথে কথা বলে সড়ক থেকে গাড়ি সরিয়ে দিয়েছি। 

    

প্রীতি / প্রীতি

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন