ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২২ বিকাল ৫:২০

দুই গ্রুপের দিনভর উত্তেজনার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উভয় গ্রুপের নেতাকর্মীদের সাথে আলাদা ভাবে মতবিনিময়ও করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ কর্মী সম্মেলন।

 সম্মেলনকে ঘিরে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতারাও পড়ের বিপাকে। অবশেষে দুই পক্ষকেই বিভাজন না রেখে কাদে কাদ মিলিয়ে কাজ করারও আহবান জানান কেন্দ্রীয় কমিটির নেতারা। শান্তিপূর্ণভাবে কর্মী সমাবেশ অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ ও র‍্যাব প্রশাসন কঠোর অবস্থান নিয়েছেন। জিন্দা এলাকার একটি মাঠ প্রাঙ্গনে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সায়েমসহ আরো অনেকে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম শাহেদ জানান, একটি পক্ষকে সমর্থন করেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়াররম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। আরেকটি পক্ষকে সমর্থন করেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মারফত আলী, বিল্লাল মেম্বার ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম।

দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের (শনিবারের আয়োজিত) সম্মেলনকে কেন্দ্র  করে কয়েক দিন ধরেই দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সময় সংঘর্ষের আশংকাও ছিলো। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই উভয় গ্রুপের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ভাবে অবস্থান নেয়ার জন্য হুশিয়ারি দেয়া হয়েছে। কমর্মী সম্মেলন হওয়ার কথা বেলা ১১টার দিকে। 

কিন্তু দুই গ্রুপের নেতাকর্মীরা সকাল ৯টা থেকে কর্মী সম্মেলনের আশ-পাশে অবস্থান নেয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও র‍্যাব প্রশাসনও উত্তেজনা থামাতে সতর্ক ও কঠোর অবস্থানে ছিলো। তবে, প্রশাসন একটি পক্ষকে পেন্ডেলের ভেতরে অবস্থান নেয়ার সুযোগ দেন। অপর পক্ষটিকে মেরিনসিটি বালুর মাঠে অবস্থান নেয়ার সুযোগ করে দেন। তবে, অতিথিবৃন্দ আলাদা ভাবে উভয় গ্রুপের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। 

এসময় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা অত্যন্ত শান্তিপ্রিয় হয়। এখানে এসে দেখতে পারলাম এক গ্রুপ আরেক গ্রুপকে প্রতিহত করতে কর্মীরা সম্মেলনে আসতে বাঁধা দেন। এটা মোটেও কাম্য নয়। ভিবাজন থাকবে কেন। উভয় গ্রুপের ভিবাজন ভেঙ্গে প্রার্থীদের বায়োডাটা দেন, আমরা যাচাই-বাচাই করে যোগ্যদের কমিটিতে আনবো। 

প্রীতি / প্রীতি

দেবীগঞ্জে দন্ডপাল ইউপির রাজস্বের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাভারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা