সাতক্ষীরায় থামছে না মৃত্যুর মিছিল : করোনায় আরো ১০ জনের মৃত্যু
সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় হার ২২.৫১ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৪০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯০৩ জন।
বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ হাজার ৬১ জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৭৬ জন। এদের মধ্যে ২১ জনের করোনা পজেটিভ। সাতক্ষীরার বেসরকারি হাসপাতালসমূহে ভর্তি ১৪৮ জনের মধ্যে ১৮ জন পজিটিভ এবং বাকিরা তাদের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৭৬ জন।
এদিকে, দ্বিতীয় দফা লকডাউনের আজ প্রথম দিন চলছে। তবে সাতক্ষীরার মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট দেখা গেলেও মানুষের যাতায়াত ছিল স্বাভাবিক। পরিবহনগুলো বন্ধ থাকতে দেখা গেলেও চলছে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান ও মাহিন্দ্র।
অন্যদিকে, চলমান লাকডাউনেক আরো ৭ দিন বাড়িয়েছে সরকার। জনগণ লকডাউন মানলে করোনা সংক্রমণের হার কমে যাবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
এমএসএম / জামান