ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরে অবৈধ জেলিমিশ্রিত ২৫০ কেজি চিংড়ি আটক


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৫:৩৬

চাঁদপুরের হরিনা ফেরিঘাটে কোস্টগার্ড অভিযান চালিয়ে অবৈধ জেলিমিশ্রিত ২৫০ কেজি চিংড়ি মাছসহ গাড়ি আটক করেছে। বুধবার (৭ জুলাই) রাত ১১টায় চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাদিক হোসেনের নির্দেশে পেটি অফিসার মইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় বাগেরহাট থেকে আসা ঢাকা মেট্রো-ড ১১-৮০০৯ নাম্বারের হাইস গাড়িতে থাকা পাঁচটি ককশিটে ২৫০ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছসহ চালক ও হেলপার নাজমুল হোসেন (২৬), বাবুল বাসারকে (৬৫) আটক করে কোস্টগার্ড। পরে গাড়ি ও আটক দুজনকে সাথে নিয়ে চাঁদপুরের ইচলী কোস্টগার্ড স্টেশন নিয়ে যায়।

কোস্টগার্ড চাঁদপুর মৎস্য কর্মকর্তাকে ফোন করে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ আসেন। পরে কোস্টগার্ড মৎস্য কর্মকর্তার নির্দেশমতে ২৫০ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করে।

এদিকে জেলিমিশ্রিত চিংড়ি মাছ বহনকারী গাড়িটি মামলা ও জরিমানা ছাড়া ছেড়ে দেয়ায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অসাধু ব্যবসায়ীরা বাগেরহাট থেকে জেলিমিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুরসহ বিভিন্ন জেলায় পাচার করে। মামলা ছাড়া তাদের ছেড়ে দেয়ায় আবারো জেলিমিশ্রিত মাছ পাচার করার সম্ভাবনা থেকেই যায় বলে মনে করছেন তারা। এই জেলিমিশ্রিত মাছ খেয়ে মানবদেহে ক্যান্সারসহ বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে কোস্টগার্ড জানায়, জেলিমিশ্রিত মাছসহ গাড়িটি জব্দ করে মৎস্য কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়। আমরা মৎস্য কর্মকর্তার সহযোগী হিসেবে কাজ করেছি। তাদের নির্দেশক্রমে জরিমানা ও মামলা ছাড়াই  হেলপার-চালকসহ গাড়িটি ছেড়ে দেয়া হয়। মৎস্য কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করা উচিত ছিল কিন্তু তারা সেটি না করে কোস্টগার্ডের ওপর দায় দিতে চায়।

চাঁদপুর সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, জেলিমিশ্রিত মাছসহ গাড়িটি জব্দ করে কোস্টগার্ড মৎস্য কর্মকর্তাকে জানিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত করার জন্য জেলা মৎস্য কর্মকর্তা অনুরোধ করলেও তারা না আসাযর কারণে মামলা ও জরিমানা ছাড়াই ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চালক-হেলপারসহ গাড়িটি ছেড়ে দেয়া হয়েছে। তবে মামলা করা উচিত ছিল, সেটা করা হয়নি।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে হরিনা ফেরিঘাটে নৌ পুলিশ অভিযান চালিয়ে জেলিমিশ্রিত চিংড়ি মাছসহ দুটি গাড়ি জব্দ করে মামলা দায়ের করে। তার পরে অসাধু ব্যবসায়ীরা অবৈধ জেলিমিশ্রিত চিংড়ি মাছ পরিবহন বন্ধ করলেও আবারো তারা শুরু করেছে। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত