ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

উৎকোচ না দেয়ায় বেতন বন্ধের অভিযোগ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ১১:৩৭
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নর্থ বেঙ্গল টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষকে উৎকোচ না দেওয়ায় বেতন বন্ধ ও শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একাধিক লিখিত অভিযোগ কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছেন এমপিও ভুক্ত ৪ শিক্ষক ও ১ পিওন।  
 
ওই কলেজের অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতিষ্ঠানটিকে নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।অভিযোগে জানা যায়, চলতি বছরের জুলাই, আগস্ট মাসের বেতন বিল শিটে অধ্যক্ষের স্বাক্ষর নিতে যায় প্রভাষক মাহবুব হোসেন বসুনীয়া, মহসিন বসুনীয়া, ফাতিমা বেগম ও পরিদর্শক রবিউল ইসলাম এবং পিওন আব্দুল্লাহ। এ সময় অধ্যক্ষ রজিনা বেগম কলেজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিষদের সদস্যগণকে টাকা দিতে হবে জানিয়ে উৎকোচ দাবি করেন। উৎকোচ না দিলে বেতনের এমপিও শিটে স্বাক্ষর করতে অস্বীকার করেন তিনি/অধ্যক্ষ। এ সকল অনিয়মের কারনে শিক্ষক ও পিওন লিখিত অভিযোগ দেন কলেজের সভাপতিকে। 
 
অপরদিকে ওই কলেজের শিক্ষার্থীদের নিকট হতে নিয়ম বর্হিভুতভাবে শিক্ষাবর্ষ ফি নেওয়া ও উচ্চ মাধ্যমিক (বিএম) শাখার ২০২২ সালের ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার লিখিত অভিযোগ কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছেন শিক্ষার্থীরা। অভিযোগ পেয়ে তিনি (সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা) ঘটনা তদন্তের দায়িত্ব দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনকে। আগামী ১৭ অক্টোবর তদন্তের দিন ধার্য রয়েছে। 
 
ওই কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী আলিফ নুর ইসলাম, রাবেয়া আক্তার ও একাদ্বশ বর্ষের হাসান ইসলাম বলেন, ‘সেশন/শিক্ষাবর্ষ ফি ১ হাজার ৫ শত টাকা, ফরম পূরণ ফি ১২০০ টাকার বিপরীতে ৩১০০ টাকা নিয়েছে। কোনো প্রকার রশিদ দেয়নি। অধ্যক্ষকে জানালে তিনি বলেন কোনো রশিদ লাগবেনা, আমিই রশিদ।প্রভাষক মহসিন বসুনীয়া বলেন, ‘আমি অধ্যক্ষের নানান হয়রানির শিকার। বকেয়া বিল করার সময় আমার নিকট তিনি ২ লাখ টাকা দাবি করেছিল। এভাবে সবার কাছে টাকা চেয়েছেন তিনি। আমি চাপে পড়ে ৫০ হাজার টাকার চেক দেই। সম্প্রতি আমিসহ অন্যান্য শিক্ষক ও পিওনের বেতন শিটে স্বাক্ষর নিতে গেলে আবারও তিনি উৎকোচ দাবি করেন। এ সকল কারণে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছি।
 
কলেজের অধ্যক্ষ রজিনা বেগম বলেন, ‘টাকা ছাড়া এমপিও হয়না। আমি একবার টাকা খরচ করিনি, আমারও এমপিও হয়নি। ৪ শিক্ষক ও ১ পিওন যে অভিযোগ করেছে তা সম্পুর্ণ মিথ্যা। কলেজে দেরিতে আসে তাঁরা নিয়ম মানেন না। দীর্ঘদিন হতে পারিবারিক কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ চলে আসছে। এ কারনে কলেজটি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
 
নর্থ বেঙ্গল টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, অভিযোগ পেয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ