ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

উৎকোচ না দেয়ায় বেতন বন্ধের অভিযোগ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ১১:৩৭
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নর্থ বেঙ্গল টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষকে উৎকোচ না দেওয়ায় বেতন বন্ধ ও শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একাধিক লিখিত অভিযোগ কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছেন এমপিও ভুক্ত ৪ শিক্ষক ও ১ পিওন।  
 
ওই কলেজের অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতিষ্ঠানটিকে নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।অভিযোগে জানা যায়, চলতি বছরের জুলাই, আগস্ট মাসের বেতন বিল শিটে অধ্যক্ষের স্বাক্ষর নিতে যায় প্রভাষক মাহবুব হোসেন বসুনীয়া, মহসিন বসুনীয়া, ফাতিমা বেগম ও পরিদর্শক রবিউল ইসলাম এবং পিওন আব্দুল্লাহ। এ সময় অধ্যক্ষ রজিনা বেগম কলেজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিষদের সদস্যগণকে টাকা দিতে হবে জানিয়ে উৎকোচ দাবি করেন। উৎকোচ না দিলে বেতনের এমপিও শিটে স্বাক্ষর করতে অস্বীকার করেন তিনি/অধ্যক্ষ। এ সকল অনিয়মের কারনে শিক্ষক ও পিওন লিখিত অভিযোগ দেন কলেজের সভাপতিকে। 
 
অপরদিকে ওই কলেজের শিক্ষার্থীদের নিকট হতে নিয়ম বর্হিভুতভাবে শিক্ষাবর্ষ ফি নেওয়া ও উচ্চ মাধ্যমিক (বিএম) শাখার ২০২২ সালের ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার লিখিত অভিযোগ কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছেন শিক্ষার্থীরা। অভিযোগ পেয়ে তিনি (সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা) ঘটনা তদন্তের দায়িত্ব দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনকে। আগামী ১৭ অক্টোবর তদন্তের দিন ধার্য রয়েছে। 
 
ওই কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী আলিফ নুর ইসলাম, রাবেয়া আক্তার ও একাদ্বশ বর্ষের হাসান ইসলাম বলেন, ‘সেশন/শিক্ষাবর্ষ ফি ১ হাজার ৫ শত টাকা, ফরম পূরণ ফি ১২০০ টাকার বিপরীতে ৩১০০ টাকা নিয়েছে। কোনো প্রকার রশিদ দেয়নি। অধ্যক্ষকে জানালে তিনি বলেন কোনো রশিদ লাগবেনা, আমিই রশিদ।প্রভাষক মহসিন বসুনীয়া বলেন, ‘আমি অধ্যক্ষের নানান হয়রানির শিকার। বকেয়া বিল করার সময় আমার নিকট তিনি ২ লাখ টাকা দাবি করেছিল। এভাবে সবার কাছে টাকা চেয়েছেন তিনি। আমি চাপে পড়ে ৫০ হাজার টাকার চেক দেই। সম্প্রতি আমিসহ অন্যান্য শিক্ষক ও পিওনের বেতন শিটে স্বাক্ষর নিতে গেলে আবারও তিনি উৎকোচ দাবি করেন। এ সকল কারণে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছি।
 
কলেজের অধ্যক্ষ রজিনা বেগম বলেন, ‘টাকা ছাড়া এমপিও হয়না। আমি একবার টাকা খরচ করিনি, আমারও এমপিও হয়নি। ৪ শিক্ষক ও ১ পিওন যে অভিযোগ করেছে তা সম্পুর্ণ মিথ্যা। কলেজে দেরিতে আসে তাঁরা নিয়ম মানেন না। দীর্ঘদিন হতে পারিবারিক কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ চলে আসছে। এ কারনে কলেজটি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
 
নর্থ বেঙ্গল টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, অভিযোগ পেয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি

৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি