ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিআইটিআইডিতে জেনারেটরের অভাবে ৯ মাসেও চালু হয়নি আইসিইউ


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৩:১৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে আইসিইউর সকল যন্ত্রাপি পৌ‍ঁছনোর ৯ মাস পার হলেও এখনো চালু করা যায়নি। জেনারেটর সংকটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে না পারায় আইসিইউ চালু করা সম্ভব হয়নি। আইসিইউ চালু না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে করোনা ইউনিট স্থাপন করে রোগীর চিকিৎসা ও কোভিডের নমুনা টেস্ট শুরু হয়। তখন থেকে এখানে ৩২টি শয্যায় করোনা চিকিৎসা দেয়া হলেও শুরু থেকে এখানে কোনো আইসিইউ ইউনিট ছিল না। এছাড়া অক্সিজেন সংকট, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ানসহ জনবল সংকট তো ছিলই। তারপরও এখানে চিকিৎসকরা নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা সেবা দিয়ে সুনাম কুড়িয়েছেন। একই সাথে সীতাকুণ্ড ও চট্টগ্রামের হাজার হাজার নমুনা সংগ্রহ করে রিপোর্ট দিয়েছেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে আবারো দেশে করোনা মহামারীর প্রকোপ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় সরকারের স্বাস্থ্য বিভাগ ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের ৩২ শয্যা করোনা ইউনিটকে ৫০ শয্যায় রূপান্তর করে এবং আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নেয়। এরই মধ্যে আইসিইউর শয্যাসহ যন্ত্রপাতি এ হাসপাতালে পাঠিয়েও দেয়া হয়েছে। আইসিইউ শয্যা পরিচালনার জন্য নতুন করে চিকিৎসা কর্মকর্তা, কনসালট্যান্ট, ও নার্স নিয়োগ দেয়া হয়েছে। 

ডা. মো. মামুনুর রশিদ বলেন, আমরা এখানে করোনার একেবারে শুরু থেকেই রোগীদের চিকিৎসা দিচ্ছি, নমুনা পরীক্ষা করে সেবা দিচ্ছি। এখন করোনা মহামারী বেশি ছড়িয়ে পড়ায় আইসিইউ শয্যা স্থাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। আইসিইউর যন্ত্রগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়া অকার্যকর। তাই বিদেশ থেকে জেনারেটর আনা হচ্ছে। এসব জেনারেটর না আসা পর্যন্ত আইসিইউগুলো চালু করা সম্ভব হচ্ছে না। আইসিইউর নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে বিদেশ থেকে জাহাজে করে জেনারেটর আনা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালে জেনারেটর এসে পৌঁছবে বলেও আশাবাদী তিনি।

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বার থেকে আইসিইউ বেডসহ যন্ত্রপাতি সংযোজনের কাজ শুরু হয়েছিল কিন্তু দীর্ঘ নয় মাসেও কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত