ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

লামার আজিজনগরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পার্বত্যমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৪:৫২

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্পের আওতায় আর্থ সামাজিক উন্নয়নে দুস্থ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, এলজিএসপি-৩ আওতায় ঢেউটিন, সামাজিক খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় ভিজিডি চাউল বিতরণ, পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্থর ও  উদ্ভোধন করেন  বান্দরবান ৩০০ নং আসনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় আজিজনগর চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পার্বত্য মন্ত্রী  আনুষ্ঠানিক ভাবে এসব কাজের উদ্ভোধন করেন।

আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন িপার্বত্য চট্টগ্রাম  বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী,বাবু বীর বাহাদুর এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বান্দরবান জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম( পিপিএম), বাবু লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা  মাহবুব আলম, পাতেমা পারুল, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, প্রদীপ কান্তি দাশ, ভাইস চেয়ারম্যান জাহেদুল, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী,  জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, দেশ উন্নয়ন সমৃদ্ধির দিকে এগুচ্ছো,  তারই প্রতিহিংসায় জ্বলেপুরে মরছে একটি মহল, সেই সবে কান না দিয়ে সরকারের উন্নয়ন কাজে সহযোগীতা করার আহ্বান জানান সকলকে।

প্রধান অতিথি বলেন- আমরা কোন দিক দিয়ে পিছিয়ে নাই, যখন যা দরকার সরকার আমাদের দ্বারপ্রান্তে পৌছে দিচ্ছে। আজিজনগর ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে।  তিনি বলেন ধর্মীয় উৎসবে আমরা একে অপরের সাথে মিলেমিশে যার যার ধর্ম পালন করি। আগামী দিনেও আপনারা সরকারের উন্নয়ন অব্যহত  রাখতে আমি আহ্বান জানাই।

সভাপতি তার সমাপণী বক্তব্যে বলেন- আজিজনগরে উন্নয়ন কাজের বাহক মন্ত্রী মহোদয়, তিনি না থাকলে অত্র এলাকায় উন্নয়ন করা সম্ভব নয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা, নালা, কালভাট মসজিদ, মন্দির, গীর্জা, ইত্যাদি তারই অবদান। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রানা।

জামান / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা