ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ৪:৪২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নর্থ বেঙ্গল টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে এবার কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। একাদ্বশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশ স্মারকলিপি দিয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। 

এর আগে ওই কলেজের ৪ শিক্ষক ও ১ পিয়ন তাদের বেতন বিলের শিটে অধ্যক্ষ রজিনা বেগমের স্বাক্ষর নিতে গেলে অধ্যক্ষ কলেজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিষদকে টাকা দিতে হবে জানিয়ে উৎকোচ দাবি করেন বলে একটি অভিযোগ গত ২৬ সেপ্টেম্বর কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেন তারা (৪ শিক্ষক ও ১ পিয়ন)। এছাড়া কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা নেয়ারও অভিযোগ করেন ওই কলেজের শিক্ষার্থীদের একটি অংশ।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা দাবি করেন- অতিরিক্ত টাকা নেয়া হয়নি। অধ্যক্ষের নামে প্রভাষক মাহবুব হোসেন বসুনীয়া, মহসিন বসুনীয়া, ফাতিমা বেগম ও পরিদর্শক রবিউল ইসলাম এবং পিয়ন আব্দুল্লাহ মিথ্যা, বানোয়াট অভিযোগ দিয়েছেন। তারাই নিয়ম মেনে কলেজে আসেন না। ঠিকমতো শ্রেণিপাঠ নেন না। কলেজে এসে তর্ক করেন। এতে কলেজের লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়। এসব বিষয়ে অধ্যক্ষ ও কলেজের প্রতিষ্ঠাতা ওই শিক্ষকদের একাধিকবার সর্তক করেছেন। অধ্যক্ষ প্রভাষক মহসিন বসুনীয়াকে কারণ দর্শানোর নোটিস দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতার নামে মিথ্যা অভিযোগ দেন। এ কারণে আমরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করি।  

কলেজের প্রভাষক আতিকুর রহমান ও প্রভাষক মওলা বকস্ বলেন, কলেজটিতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে অধ্যক্ষসহ আমরা সব সময় চেষ্টা করি। কিন্তু পারিবারিক কিছু বিষয় নিয়ে শিক্ষকদের কয়েকজন কলেজটিকে ধ্বংস করতে ষড়যন্ত্র করতে উঠেপড়ে লেগেছেন। মিথ্যা অভিযোগ দিয়ে কলেজের সুনাম নষ্ট করছেন।

স্মারকলিপি পেয়েছেন স্বীকার করে ওই কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের ব্যাপারে পাল্টাপাল্টি ১০-১২টি অভিযোগ দিয়েছেন। বিষয়গুলো তদন্তাধীন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিনঃ আবুল কালাম

জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ র‍্যালী অনুষ্ঠিত

মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত

মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দাগনভূঞা উপজেলা সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার

গলাচিপায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নদী খাল বিল ও ব্রাহ্ম সমাজের মন্দির রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরের মধুখালীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীনগরে বিএনপির আলোচনা সভা ও কারাবরণকারীদের সংবর্ধনা

সন্দ্বীপে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন