পাবনায় শেখ রাসেলের জন্মদিন উদযাপিত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে পাবনায় শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) পাবনা জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কেক কাটা, র্যালি, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, এতিমদের মধ্যে খাবার বিতরণসহ নানা কমসূচি পালন করে।
পাবনা জেলা প্রশাসন সকাল সাড়ে ৮টায় র্যালি বের করে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। সাড়ে ৮টায় রাসেল পার্কে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ৯টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, ১০টায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান, বাদ জোহর কাঁচারী মসজিদে দোয়া মাহফিল, বিকেলে স্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, বিকেলে শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিতে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, সিভিল সার্জন ডা. মনিসর চৌধরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মণ্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি প্রমুখ।
শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন- উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সালাহ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ।
পাবনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ দিনব্যাপী র্যালি, কেক কাটা, মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করে। সকালে দলীয় কার্যালযে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লালের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংগ্রহণ করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র মো. শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেনসহ জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীগণ।
এমএসএম / জামান
হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের প্রশিক্ষণ
পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার
ঠাকুরগাঁও হাসপাতালে লিফট বন্ধ ১২ দিন : কাঁধে করে রোগী বহন, চরম দুর্ভোগ
কুমিল্লায় জামায়াত আমীরের সমাবেশের ব্যাপক আয়োজন, সেই সাথে সময় পরিবর্তন
লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রাপথে নিখোঁজ মাদারীপুরের ১০ যুবক
অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো
ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা,
১৯ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী
বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়
রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ
গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়