৩০ বছরে পদার্পন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

২১ অক্টোবর ২০২২ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশের একমাত্র উন্মুক্ত ও দুরশিক্ষণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। দেশে শিক্ষার্থীদের বড় একটা অংশ সময়মত শিক্ষাজীবন শেষ না করে অর্থ উপার্জনের জন্য বিদেশে পাড়ি জমান। আবার অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক খরচের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় বিমুখ হন। দেশের মানুষের আর্থিক সাশ্রয়ের কথা চিন্তা করে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যাতে দেশে বা বিদেশে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করা যায়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। দক্ষিন কোরিয়া, কাতার, সৌদি আরবে বসবাসরত প্রবাসি বাংলাদেশির জন্য এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামে শিক্ষা সুযোগ সৃষ্টি করেছে। এসব দেশে বসবাসরত যে কোন প্রবাসি বাংলাদেশি এখন সেখানে থেকেই পড়ালেখা করে তাদের ক্যারিয়ার উন্নত করতে পারবে।
বাংলাদেশ জাতীয় সংসদে আইন পাশের মধ্য দিয়ে ১৯৯২ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু। বিএড (ব্যাচেলর অব এডুকেশন) এ শিক্ষার্থী ভর্তির মধ্যে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে বাউবি। লক্ষ্য উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষাসেবা নিয়ে সুবিধা বঞ্চিত জনগণকে শিক্ষা গ্রহণের আওতায় আনা। কারণ শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততই উন্নত।
দক্ষিণ এশিয়া অঞ্চলে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাউবি শুরু থেকেই ভিন্নধারায় ও স্বতন্ত্র মাত্রায় দেশের শিক্ষার গুণগত মানোন্নয়নে সচেষ্ট রয়েছে। বিশ্বের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুব স্বল্প সময়ে বাউবি দেশে ও বিদেশে দৃঢ় স্থান করে নিয়েছে।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বাউবি গাজীপুরের বোর্ড বাজারে সবুজে ঘেরা সুবিশাল দৃষ্টিনন্দন ক্যাম্পাস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান। ম্যানেজারিয়াল ইউনিভার্সিটি হিসেবে বাউবি’র দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান ও আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা সন্তুষ্ট। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছয়টি স্কুলের ৬০টির অধিক প্রোগ্রামের মাধমে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ উন্মুক্ত রেখেছে। বাউবিতে এসএসসি, এইচএসসি, বিএ/ বিএসএস, মাস্টার্স, এমবিএ, ইএমবিএ, এমবিএ (বাংলা মাধ্যম), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন বিষয়ে অনার্স, মাস্টার্স অব ডিজএ্যাবিলিটি ম্যানেজমেন্ট, এমপিএইচ, বিএড, এমএড, সিএড, বিএজিএডসহ কৃষি বিষয়ে মাস্টার্স, এমফিল, পিএইচডিসহ বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ডিপ্লোমা ও শর্ট কোর্স পরিচালিত হয়। প্রোগ্রামগুলোতে দেশের প্রথিতযশা খন্ডকালীন শিক্ষক-শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা পাঠদান করে থাকেন। তাঁরা সব সময় পড়াশোনাসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করেন।
এ বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের পড়ালেখা সম্পূর্ন বিনা খরচে প্রদান করে থাকে।দেশজুড়ে ক্যাম্পাসের সব সুবিধা নিয়ে সারা দেশে ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপ- আঞ্চলিক কেন্দ্রও ১৬০০টি স্টাডি সেন্টার ও ২৫০০০ হাজারের বেশি টিউটর রয়েছে। শিক্ষার্থীদের ক্লাসের ফাঁকে বা অবসরে পড়াশোনার জন্য গাজীপুর ক্যাম্পাসে রয়েছে সম্বৃদ্ধ বিশাল একটি লাইব্রেরি, মুক্তিযুদ্ধ কর্ণার ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র। রয়েছে আন্তর্জাতিক মানের মাল্টিমিডিয়া শীতাতপ নিয়ন্ত্রিত (আইভিসিআর)স্মার্ট শ্রেণিকক্ষ। ভবনগুলোর মাঝখানে আছে সুবিশাল একটি খেলার সবুজ মাঠ ও দৃষ্টিনন্দন রাসেল স্কয়ার। আরও আছে বিশাল আকারের অডিটোরিয়াম, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক মানের কনফারেন্স, সেমিনারসহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডঅনুষ্ঠিত হয়ে থাকে। এ ছাড়া রয়েছে একটি আধুনিক ক্যাফেটেরিয়া এবং মসজিদ। হাতে–কলমে শিক্ষাদানের জন্য কম্পিউটার ল্যাব, এগ্রিকালচার ল্যাব, ফিজিওথ্যারাপি ল্যাবসহ বেশ কয়েকটি ল্যাব রয়েছে। বিশ্ববিদ্যালয়টি তার শিক্ষকদের আন্তর্জাতিক মানের যোগ্যতাসম্পন্ন করে গড়ে তোলার জন্য বছরে একাধিক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে, ফলে শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে যোগসূত্র তৈরির সুযোগ বৃদ্ধি পায়।
ইউজিসির ভর্তি নীতিমালা অনুসরণ করে অনার্স,মাস্টার্স প্রোগ্রামগুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিএ/বিএসএস প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পেমেন্ট, রেজিস্ট্রেশন, ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ, সার্টিফিকেট উত্তোলন, সংশোধন সবকিছু এখন অনলাইনে হয়ে থাকে। কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করে রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে বাউবি।
এমএসএম / এমএসএম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী
Link Copied