ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সোনাগাজীতে পুলিশের মামলায় বিএনপির ৩৬ নেতাকর্মী কারাগারে


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ৪:৩৩
ফেনীর সোনাগাজীতে গত ২৯ আগস্ট পুলিশ-বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের ৩৬ নেতাকর্মী  হাইকোর্টের নির্দেশে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তাদের জামি নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। ২৩ অক্টোবর রোববার সকালে ফেনী জেলা ও দায়রা জজ আল ফারুক মো. রুহুল ইমরানের আদালতে বিএনপি ও সহযোগি সংগঠনের ৩৯জন নেতাকর্মী হাজীর হয়ে জামিনের আবেদন করেন। আদালত অসুস্থতার কারণে জিসাসের কেন্দ্রীয় নেতা সেলিম রেজা, পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল ও বিএনপি কর্মী মোতাহের হোসেন সাবধানের জামিন মঞ্জুর করে বাকী ৩৬জনকে কারাগারে পাঠায়।
 
এর আগে গত ১২ সেপ্টেম্বর ৪৪ জন আসামী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন পান। হাইকোর্টর বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে ৬ সপ্তাহের মধ্যে ফেনী জেলা দায়রা জজ আদালতে আত্মসমপর্ণের নির্দেশনা দেয়া হয়।
 
ফেনী জজ কোর্টের আইনজীবী মেজবাহ উদ্দিন খান বলেন, গত ২৯ আগস্ট বিএনপির বিক্ষোভে পুলিশ ও বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩০ আগস্ট বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সহ ৪৭জনের নাম উল্লেখ করে আরো  ১২০-১৩০জনকে অজ্ঞাতনামা আসামি করে পুলিশের দুই এসআই সৌরজিৎ বডুয়া ও মাঈন উদ্দিন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। গত ১ সেপ্টেম্বর আবদুল আউয়াল মিন্টু হাইকোর্ট থেক ৬ সপ্তাহের আগাম জামিন পান। পরে তিনি গত ১০ অক্টোবর ফেনী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। 
 
মামলা দায়েরের পর পুলিশ এজাহার নামীয় মো. রিপন ও আলাউদ্দিন সহ ১৩ বিএনপি নেতাকর্মীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এ দুটি মামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের পূর্বে গ্রেফতার হওয়া ১৩নেতাকর্মী ও জামিন না মঞ্জুর হওয়া ৩৬ জন সহ মোট ৪৯জন নেতাকর্মী  বর্তমানে কারাগারে রয়েছেন।  জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন- সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, সোনাগাজী পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাসুদ (নাছির) উদ্দিন মিস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, পৌর বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মো ইয়াছিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আজাদ হোসেন খোকন, স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা মো. আবদুল্লাহ তানিম, বিএনপি নেতা বকতিয়ার চৌধুরী, সাবেক মেম্বার ওমর ফারুক, নাছির উদ্দিন, সালাহ উদ্দিন, শহীদুল ইসলাম রানা, রিয়াদ, মো. মোস্তফা, সিরাজ উদ্দিন, ফাহিম, জাহিদুল আলম রুবেল, আবদুল মান্নান নয়ন, মো. মুসা, মো. শামীম, সাদ্দাম হোসেন,  মো. হান্নান, মো. নোমান, করিমুল হক, আবু তৈয়ব, বেলায়েত হোসেন, রফিকুজ্জামান চৌধুরী, মোশারফ হোসেন ভূট্টো, বেল্লাল হোসেন খান, দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুদা মিয়া, আশিকুল ইসলাম আশিক, মোস্তফা আল হোসাইন রুমন, মোরশেদ আলম, সবুজ, প্রকাশ পান ব্যপারী সবুজ,  নূরুল হক গবি, শেখ ফরিদ, মেজবাহ উদ্দিন পিয়াস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা বিএনপির সাধারণ সভাপতি, মো. গিয়াস উদ্দিন।  আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মেজবাহ উদ্দিন খান। 

এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত