নবান্ন উৎসবকে ঘিরে খানসামায় আগাম জাতের রোপা আমন ধান কাটা-মাড়াই শুরু
খানসামায় নতুন আমন ধানে নবান্ন উৎসবকে ঘিরে কৃষকের চোখ-মুখে হাসির ঝিলিক। কৃষক তার উৎপাদিত ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ফসলের অনুকূলে থাকায় এ বছর ধানের বাম্পার ফলন হচ্ছে। ফলন ভালো দেখে কৃষকের মূখে হাসি ফুটে ওঠেছে।
এ বছর উপজেলায় ১৩ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছে।সোমবার (২৪ অক্টোবর) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগাম জাতের ধানের সোনালি শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত ও উঠান জুড়ে রয়েছে ধান আর ধান।
চাষীরা সকাল বেলা মাঠে ছুটে যাচ্ছেন কাস্তে-রশি নিয়ে ধান কেটে বাড়ি আনার উদ্দেশ্যে। মৃদ রোদ ও হালকা বাতাসে ভাটিয়ালী গানের তালে তারা কাজ করছেন মাঠে। কৃষকেরা কেউ ধান কাটছেন, আবার কেউ বোঝা বেঁধে মাথায় করে বা যান-বাহনে করে ধান বাড়িতে আনছেন। সেই সাথে কৃষানীরাও বসে নেই, তারাও বাড়িতে ধান মাড়াই ও ধান পরিস্কিার করে ঘরে তুলা নিয়ে ব্যস্ত রয়েছে। এই কাঁচা ধানের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে।
উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় গ্রামের ধান চাষী সিরাজুল ইসলাম বলেন, এবার কিছু জমি পাটের মধ্যেদিয়ে ধানের বীজ বপন করেছিলাম এবং কিছু জমিতে ধানের বীজ রোপন করেছিলাম। এখন ধান কাটা শুরু করেছি, আগের তুলনায় ধানের ফলন ভালো হচ্ছে।
আলোকঝাড়ী ইউনিয়নের মেম্বারপাড়ার কৃষক শহিদ মিয়া জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ধানের বাম্পার ফলন করেছে কৃষকরা। অগ্রহায়ণ মাসে পুরো ধান কাটা শুরু হলেও আগাম জাতের বিভিন্ন ধান কার্তিকের মাঝামাঝি থেকে কাটা শুরু করেছে।
এছাড়াও আরও কয়েকজন কৃষক জানান, অনাবৃষ্টি ও বিভিন্ন কারণে আমন ধান চাষে ব্যাঘাত ঘটলেও এবার ধানের ভাল ফলন হয়েছে। আগাম জাতের ধানের ভাল ফলনে আমি খুশি। ধান তুলে ওই জমিতে সার ছাড়া শীতের সবজি ছাড়াও আলু, রসুনের প্রচুর আবাদ হয়। এ কারণেই দুই দিক থেকে কৃষকের লাভ। যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অধিকাংশ প্রান্তিক কৃষক দিশাহারা। তবু্ও আশার আলো দেখছে আমন চাষীরা।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ বাসুদেব রায় বলেন, এবছর উপজেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১৩ হাজার ৭শ ৬৫ হেক্টর। কিন্তু অনাবৃষ্টির কারণে ১৫ হেক্টর জমিতে চাষীরা চাষাবাদ করতে পারেনি। কয়েকদিন ধরে আমন ধান কাটা শুরু হয়েছে। এবার পোকা-মাকড়ের আক্রমন কম ছিলো, আবার আবহাওয়াও অনুকূলে ছিলো। সেজন্য ধানের আশানুরুপ ফলন দেখা যাচ্ছে।
এমএসএম / জামান
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
Link Copied