ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাঁশখালীর সরলে শ্বশুরবাড়িতে যুবক খুন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ৩:১৯
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নে শ্বশুরবাড়িতে যুবক খুনের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায়। তবে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, এ নিয়ে চলছে নানান গুঞ্জন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক সরল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিনজিরিতলা কানুনগোখীল এলাকার রহমত আলী মিস্ত্রির ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (২৮)।
 
নিহতের মামা নুরুল আমিন জানান, জসিম আমার আপন ভাগ্নে। সরল ইউপিস্থ ২নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে পারভিন আক্তারের সাথে প্রায় ৮-৯ বছর পূর্বে পারিবারিকভাবে জসিমের বিয়ে হয়। বর্তমানে জসিম এক ছেলে ও এক মেয়েসহ দুই সন্তানের জনক।
 
তিনি আরো জানান, বেশ কিছুদিন ধরে জসিম তার শ্বশুরবাড়িতে বউ নিয়ে থাকে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন কারণে-অকারণে কয়েকবার শ্বশুরবাড়ির লোকজন (তার বউ, শাশুড়ি, শ্যালক-সমন্ধিরা) তাকে মারধর করেছে। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজনের মারধর সহ্য করতে না পারায় জসিম তার নিজ বাড়িতে চলে আসেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে তার মেয়ে-ছেলের অসুস্থতার খবর দেয় তার স্ত্রী। সন্তানদের দেখার জন্য শ্বশুরবাড়িতে যায় জসিম। রাত আনুমানিক ৮টা নাগাদ হঠাৎ করে এক সিএনজি ড্রাইভার এবং একজন টাংগ্যা জাইল্যাসহ তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার খবর শুনি। মেডিকেল নিয়ে যাওয়ার সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেলে নেয়ার আগেই মারা গেছে বলে জানান।
 
ঘটনার বিষয়টি থানাকে অবহিত করলে বাঁশখালী থানা পুলিশ নিহত জসিমের লাশ মেডিকেল থেকে থানায় যায়। পরে আনোয়ারা সার্কেল অফিসার হুমায়ুন কবির, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত জসিম উদ্দিনের পরিবারের পক্ষে হত্যা মামলা দায়ের করবে বলে জানান নিহত জসিমের মামা নুরুল আমিন।
 
তবে নিহত জসিম উদ্দিনের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, জসিমের সাথে আমাদের কোনো ঝামেলা নেই। সে তার স্ত্রী-সন্তান নিয়ে অন্য একটি বাড়িতে থাকে। সে মাছ ধরতে গিয়েছিল, সেখানে নাকি সে বিড়ি খাওয়ার সময় হঠাৎ ঘুরে পড়ে যায় বলে আমরা খবর পাই। খবর শুনে মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যুর খবর পাই। কিন্তু  বিষয়টিকে স্থানীয় একটি কুচক্রী মহল আমরা তাকে হত্যা করেছি বলে দায় চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।
 
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে সার্কেল স্যারসহ আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে গিয়ে নিহত জসিম স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তবে জসিমের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করছে- হয়তো জসিমকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। এরই পরিপ্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি কামাল।

এমএসএম / জামান

মাতারবাড়িতে নারীদের বিকল্প আয়ের পথ খুলে দিল ইপসা

মানিকগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৫ জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লন্ডনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

তানোরের কৃষ্ণপুর স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

শালিখায় পাটের চেয়ে কদর বাড়ছে পাটকাঠির

কোটালীপাড়ায় গরুচোর চক্রের দুই সদস্য গেপ্তার

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ