ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে উপকূলীয় ঝাউবাগান লণ্ডভণ্ড
বঙ্গোপসাগরের আগ্রাসন রোধকরণ ও প্রকৃতিক সৌন্দর্যে ভরা চট্টগ্রামের বাঁশখালী উপকূলের সমুদ্র সৈকত তীরবর্তী বনায়নের ঝাউবাগান ও ম্যানগ্রোভ বাগান ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপকূলীয় (চুনতি) বন রেঞ্জ সূত্রে জানা গেছে।
২৬ অক্টোবর (বুধবার) বিকেলে সরেজমিনে পরিদর্শনকালে উপজেলার সর্বপশ্চিমে বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ঝাউবাগান ও ম্যানগ্রোভ বাগান লণ্ডভণ্ড হয়ে যাওয়া দৃশ্য দেখা গেছে।
এ সময় উপকূলীয় (চুনতি) বন রেঞ্জের রেঞ্জার শফিকুল আমিন পাটওয়ারী জানান, বঙ্গোপসাগারের আগ্রাসন রোধকল্পে ও প্রকৃতিক সৌন্দর্যের জন্যে বাঁশখালীর সমুদ্র উপকূলে সরকারি এই বনায়ন। এই বনায়ন একদিক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে, অপরদিকে সমুদ্রে সৃষ্ট বিভিন্ন জলোচ্ছ্বাসের আগ্রাসন রোধ করতে উপকূলীয় অঞ্চলের বড় ধরনের সহায়ক হয়।
গত ২০১৯-২০ অর্থবছরের ৪০ হেক্টর ম্যানগ্রুপ বাগানের অ , বনায়নে প্রায় অর্ধেক গাছ ধ্বংস হয়ে গেছে এবং গত ২০২০-২১ অর্থ বছরের ১০ হেক্টর ঝাউ বাগান এটা পুরোটাই তচনচ হয়ে,এছাড়াও ২০২০-২১ অর্থ বছরে গণ্ডামারা বিটে ৫০ হেক্টর, রত্নপুর বিটে ৫০ হেক্টর,প্রেমাশিয়া বিটে ১০ হেক্টর ঝাউ বাগান সেটাতে হয়তো ৩০-৪০% চারা আছে বাকী প্রায় ৫০-৬০% চারার মধ্যে বেশির ভাগই ভেঙ্গে গেছে,আর কিছু চারা উপড়ে পড়ে গেছে,শিকড় ছিড়ে গেলে চারা গুলো বাঁচানো সম্ভব হয়না এগুলো মরে যায়।তাছাড়াও ২০২০-২১ অর্থ বছরের ৮০ হেক্টরের আরো একটি বাগান করা হয়েছিল সেটিও ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বাহারচড়া বনায়নের "ঝাউ চারা"গুলোর অধিকাংশ চারা ভেঙ্গে গেছে আর অবশিষ্ট চারা গুলোও কিন্তু জলোচ্ছ্বাসের আগ্রাসনে উপড়ে ফেলেছে।
সর্বশেষ কিছু ‘ঝাউচারা’ চরের উপরি অংশে লাগানো হয়েছিল, সেগুলোও পড়ে গিয়েছিল। এখন সেগুলো আবার খুটি দিয়ে সোজা করে দিয়েছি,শুধুমাত্র সেই "চারা" গুলো মোটামুটি ভাবে ঠিক আছে।সার্বিক দিকদিয়ে বিবেচনা করলে বাঁশখালী উপকূলের সমুদ্র সৈকত তীরবর্তী "বনায়ন" ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে বাগানের চারা গুলো ধ্বংস হয়ে যাওয়াতে অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান বন কর্মকর্তা শফিকুল আমিন।
পরিদর্শনকালে প্রেমাশিয়া বিট অংশে ম্যানগ্রোব বাগান থেকে বেশকিছু বড় গাছ কেটে নেয়ার দৃশ্যও চোখে পড়ে। কিন্তু গাছগুলো কে বা কারা কেটে নিচ্ছে তা জানতে চাইলে রেঞ্জার শফিকুল আমিন বলেন, আসলে গাছ যে কেটে নিচ্ছে তা নয়। তবে বেড়িবাঁধ নির্মাণ করার সময় বাগানে উপড়ে পড়ে থাকা কিছু গাছ কাটা হয়েছিল। সেখান থেকে কিছু গাছ আমরা সংগ্রহ করেছি আর কিছু হয়তো এদিক সেদিক হইতেই পারে,যেহেতু আমাদের জনবল কম। আর আমরা যে গাছগুলো সংগ্রহ করেছি সেগুলো টেন্ডার দেয়া হবে বলে জানা শফিকুল।
এছাড়াও বাঁশখালী উপকূলীয় বন বিটে জনবল কম থাকাতে এই বিশাল বনায়ন দেখাশোনা করতে হিমশিম খেতে হচ্ছে,প্রেমাশিয়া বিটে একজন কর্মকর্তা ও একজন নৌকা চালকসহ শুধু ২ জন লোকই বাগান দেখাশোনা করে থাকে।ইতিমধ্যে লোক নিয়োগ দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। আর লোকজন থাকার জন্যে যে ঘরের প্রয়োজন তাও স্টিমিট পাটানো হয়েছে।সেই টেন্ডার ‘চেনশ্যান’ হয়ে গেলে লোকজন থাকার ঘরটা করতে পারলে লোক নিয়োগ দিতে আর কোনো অসুবিধা হবে না বলে মনে করেন তিনি।
এসময় তিনি আরো বলেন,এবারের ঘূর্ণিঝড় সিত্রাং এর আক্রমণে বাতাসের গতিবেগ তেমন না থাকলেও সমুদ্রে জলোচ্ছ্বাসের যে আক্রমণ সেটা চোখে না দেখলে হয়তো কেউ বুঝতেও পারবেনা।এই আগ্রাসন ছিলো স্বাভাবিক ঢেউয়ের চেয়ে আরো ৮-১০ ফুটেরও বেশ প্রবল।সমুদ্র উপকূলে এই বনায়ন না থাকলে হয়তো বেড়িবাঁধ উপচে পড়ে বাঁশখালীর পুরো উপকূল অঞ্চল প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি,দোকান পার্ট,মুরগীর ফার্ম,গবাদি পশু,ধানিজমি,সবজি ক্ষেত খামার ও রাস্তা-ঘাট ধ্বংস হয়ে যেতো।বনায়ন গুলো থাকার কারণে সেই আগ্রাসন মোটামুটি ভাবে রোধ হয়েছে।
এমএসএম / জামান
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ
বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা
নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি
কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Link Copied