চট্টগ্রামে মামলা তুলে নিতে সংখ্যালঘু পরিবারকে হুমকির অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ভূমিদস্যু চক্রের হামলা, ভাংচু ও লুটপাটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে একটি সংখ্যালঘ্যু পরিবার। সন্ত্রাসী চক্রটির বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নিতে হত্যার হুমকি দেয়া হচ্ছে। রোববার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাবুল রাহা ও সরস্বতী রাহা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরস্বতী রাহা বলেন, ফতেয়াবাদ চিকনদণ্ডী গ্রামে আমরা পৈত্রিক মৌরশি সম্পত্তিতে বসবাস করছি। এলাকার ভূমিদস্যু খ্যাত যীশু বণিক, বিপুল বণিক, শংকর সরদার, হারাধন দাশ, শম্ভু নন্দীসহ একটি চক্র আমাদের বসতভিটার ১৭ শতক জায়গা নামমাত্র মূল্যে তাদের কাছে বিক্রি করার চাপ দেয়। এতে আমরা রাজি হয়নি।
সরস্বতীর অভিযোগ, ভূমিদস্যু চক্রটি আমাদের সপরিবারে আগুন দিয়ে জ্বালিয়ে মারার হুমকি দেয়। তারা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চালায়। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আমরা গত ২৮ অক্টোবর হাটহাজারী থানায় সাধারাণ ডায়েরি করি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ভূমিদস্যু চক্রটি।
হামলা ও লুটপাটের কথা উল্লেখ করে সরস্বতী বলেন, গত ২৮ অক্টোবর দুপুর ১২টায় ভূমিদস্যুরা ৫-৬ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে বাড়ি ও আমাদের মন্দিরের গেট ভাংচুর করে। পরে হাটহাজারী থানার এসআই সিদ্দিক আহমদ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। গত ৩০ অক্টোবর সকাল ৭টায় শ' দেড়শ সন্ত্রাসীর বহর নিয়ে তারা আমাদের ঘর ঘিরে ফেলে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি প্রতিবাদ করলে আমাকে ও আমার স্বামীকে বেদড়ক মারধর করে মারাত্মক আহত করে। তারা আমার শ্লীলতাহানি করে। বাড়ি লাগোয়া আমাদের দোকান ভাংচুর করে। তারা ৬৫ হাজার টাকা ও দোকানের ৪ লাখ টাকার জিনিসপত্র লুট করে। এলাকার শত শত মানুষ দেখলেও তাদের ভয়ে কেউ এগিয়ে আসেননি।
সরস্বতীর স্বামী বাবুল রাহা বলেন, তাদের হামলায় আমার পরিবারের সবাই আহত হয়েছে। ওই দিন তাদের নিয়ে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। পরে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। এরপর হামলা ও লুটপাটকারীদের বিরুদ্ধে জুডেসিয়াল ম্যাজিস্ট্রেরেট আদালত চট্টগ্রামে আমার স্ত্রী সরস্বতী বাদী হয়ে মামলা করেছে। আদালত হাটহাজারী থানায় মামলাটি তদন্ত করার নির্দেশ দিয়েছে।
তিনি আরো বলেন, মামলা তুলে নিতে ভূমিদস্যু চক্রটি হুমকি দিচ্ছে। এলাকায় এসে মহড়া দিচ্ছে। তাদের ভয়ে পরিবারের ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না।
সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশাসেনর হস্তক্ষেপ কামনা করা হয়।
এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

দোহারে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
Link Copied