ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

কুয়াকাটায় সমুদ্র স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুইশো বছরের ঐতিহ্যবাহী রাস মেলা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১২:৫২
সমুদ্র স্নান এর মধ্য দিয়ে শেষ হয়েছে দুইশো বছরের ঐতিহ্যবাহী রাস মেলার আনুষ্ঠানিকতা। কুয়াকাটার ১৮ কিলোমিটার সৈকত জুড়েই ছিল এ উৎসব। দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা হাজার হাজার পূণ্যার্থী ও দর্শনার্থীর মিলন মেলায় মুখর হয়ে ওঠে সৈকত এলাকা।গঙ্গায় পুজা অর্চনা, প্রার্থনা ও স্নান করে পরিবার, দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা । 
ভোরে সূর্যদয়ের মূহুর্তে পূণ্যস্নানের জন্য সৈকত নামেন হাজার হাজার পূণ্যার্থী। মোমবাতি, আগরবাতি, কলা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন সনাতনী নারীরা। এসময় উলুধ্বনি ও ভগবত গীতা পাঠে মুখরিত হয় ওঠে পুরো সৈকত।  
হিন্দু ধর্মাবলম্বীরা দৈনিক সকালের সময়কে জানান, পূর্ণিমার জোয়ারে গঙ্গাস্নানের মাধ্যমে তাদের পূর্বের পাপ মোচন হয়ে যায়। তাই রাসে গঙ্গায় পুণ্যস্নান করে পাপ মোচন এবং দেশ ও জাতির জন্য আশির্বাদ করেন তারা। 
মেলা উপলক্ষে অস্থায়ী দোকান খুলে বসেছেন মওসুমী ব্যবসায়ীরা। কেউ এসব দোকান থেকে কিনছেন প্রসাধনি। কেউ বাচ্চাদের জন্য কিনছেন খেলনা। আবার কেউ সাখা, সিদুর ও প্রতিমা কিনছেন এসব দোকান থেকে।
কুয়াকাটায় জমে উঠেছে ঐতিহ্যবাহী রাস উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাস উৎসব দেখতে ছুটে আসা পর্যটক ও পূণ্যার্থীদের পদচারণয় মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকত এলাকা। 
সানতন ধর্মাবলম্বীদের দুশো বছেরর পুরনো রাস মেলা এখন কেবল ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নয়। এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তাই পূণ্যার্থী ছাড়াও পূণ্য স্নানের অনুষ্ঠান দেখতে ভির জমায় হাজার হাজার দর্শনার্থী। পূণ্যার্থী ও দর্শনার্থীর মিলন মেলায় মুখর হয়ে উঠে গোটা সৈকত এলাকা। এই উৎসব অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে বলে মনে করছেন 
 
অধ্যক্ষ মহিববুর রহমান মহিব, সংসদ সদস্য ১১৪ পটুয়াখালী -৪,  দৈনিক সকালের সময়কে বলেন, এবছরের রাস উৎসব বিগত বছর গুলোর রেকর্ড ভঙ্গ করেছেন। বর্তমানে কুয়াকাটাকে কেন্দ্র করে যে রাস মেলা চলছে এটা সনাতন ধর্মাবলম্বীদেরর জন্য একটা বড় অনুষ্ঠান।
 
পটুয়খালী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর বলেন, এইযে সনাতন ধর্মের যে অনুসারীরা আছেন এদের একটা তীর্থ মিলন মেলা হয় এখানে।অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিন ব্যাপী এ রাস মেলা সমুদ্রের নোনা জলে পূণ্যস্নানের  মধ্যদিয়ে শেষ হবে। 
 
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার, আব্দুল খালেক দৈনিক সকালের সময়কে জানান, লক্ষাধিক পর্যটকের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যটনের বিভিন্ন স্পট গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
 
কুয়াকাটা পৌর মেয়র, আনোয়ার হাওলাদার বলেন, সনাতন ধর্ম মতে, যুগে যুগে কংশ রাজাকে বস করে রাধাকৃষ্ণের প্রেম থেকেই শুরু রাসলীলা। কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ২০০ বছর ধরে এ উৎসব উদযাপন হয়ে আসছে। সে ক্ষেএে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্হা গ্রহন করা হয়েছে।যাত কারো কোন প্রকার সমস্যা না হয়।
 
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রাত পোহালেই সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়েছে পুণ্যস্নান অনুষ্ঠান। এ অনুষ্ঠানের অপেক্ষায় অধির আগ্রহে অপেক্ষা করছিলেন পূণ্যার্থী ও দর্শনার্থীরা। পূণ্য স্নানের পরই শেষ হয়েছে এ রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। 

এমএসএম / এমএসএম

সাতকানিয়া পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার কিরিচের কোপে নিহত এক দিনমজুর

ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ শুরু

নড়াইলের লোহাগড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা