ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

কুয়াকাটায় সমুদ্র স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুইশো বছরের ঐতিহ্যবাহী রাস মেলা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১২:৫২
সমুদ্র স্নান এর মধ্য দিয়ে শেষ হয়েছে দুইশো বছরের ঐতিহ্যবাহী রাস মেলার আনুষ্ঠানিকতা। কুয়াকাটার ১৮ কিলোমিটার সৈকত জুড়েই ছিল এ উৎসব। দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা হাজার হাজার পূণ্যার্থী ও দর্শনার্থীর মিলন মেলায় মুখর হয়ে ওঠে সৈকত এলাকা।গঙ্গায় পুজা অর্চনা, প্রার্থনা ও স্নান করে পরিবার, দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা । 
ভোরে সূর্যদয়ের মূহুর্তে পূণ্যস্নানের জন্য সৈকত নামেন হাজার হাজার পূণ্যার্থী। মোমবাতি, আগরবাতি, কলা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন সনাতনী নারীরা। এসময় উলুধ্বনি ও ভগবত গীতা পাঠে মুখরিত হয় ওঠে পুরো সৈকত।  
হিন্দু ধর্মাবলম্বীরা দৈনিক সকালের সময়কে জানান, পূর্ণিমার জোয়ারে গঙ্গাস্নানের মাধ্যমে তাদের পূর্বের পাপ মোচন হয়ে যায়। তাই রাসে গঙ্গায় পুণ্যস্নান করে পাপ মোচন এবং দেশ ও জাতির জন্য আশির্বাদ করেন তারা। 
মেলা উপলক্ষে অস্থায়ী দোকান খুলে বসেছেন মওসুমী ব্যবসায়ীরা। কেউ এসব দোকান থেকে কিনছেন প্রসাধনি। কেউ বাচ্চাদের জন্য কিনছেন খেলনা। আবার কেউ সাখা, সিদুর ও প্রতিমা কিনছেন এসব দোকান থেকে।
কুয়াকাটায় জমে উঠেছে ঐতিহ্যবাহী রাস উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাস উৎসব দেখতে ছুটে আসা পর্যটক ও পূণ্যার্থীদের পদচারণয় মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকত এলাকা। 
সানতন ধর্মাবলম্বীদের দুশো বছেরর পুরনো রাস মেলা এখন কেবল ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নয়। এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তাই পূণ্যার্থী ছাড়াও পূণ্য স্নানের অনুষ্ঠান দেখতে ভির জমায় হাজার হাজার দর্শনার্থী। পূণ্যার্থী ও দর্শনার্থীর মিলন মেলায় মুখর হয়ে উঠে গোটা সৈকত এলাকা। এই উৎসব অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে বলে মনে করছেন 
 
অধ্যক্ষ মহিববুর রহমান মহিব, সংসদ সদস্য ১১৪ পটুয়াখালী -৪,  দৈনিক সকালের সময়কে বলেন, এবছরের রাস উৎসব বিগত বছর গুলোর রেকর্ড ভঙ্গ করেছেন। বর্তমানে কুয়াকাটাকে কেন্দ্র করে যে রাস মেলা চলছে এটা সনাতন ধর্মাবলম্বীদেরর জন্য একটা বড় অনুষ্ঠান।
 
পটুয়খালী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর বলেন, এইযে সনাতন ধর্মের যে অনুসারীরা আছেন এদের একটা তীর্থ মিলন মেলা হয় এখানে।অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিন ব্যাপী এ রাস মেলা সমুদ্রের নোনা জলে পূণ্যস্নানের  মধ্যদিয়ে শেষ হবে। 
 
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার, আব্দুল খালেক দৈনিক সকালের সময়কে জানান, লক্ষাধিক পর্যটকের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যটনের বিভিন্ন স্পট গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
 
কুয়াকাটা পৌর মেয়র, আনোয়ার হাওলাদার বলেন, সনাতন ধর্ম মতে, যুগে যুগে কংশ রাজাকে বস করে রাধাকৃষ্ণের প্রেম থেকেই শুরু রাসলীলা। কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ২০০ বছর ধরে এ উৎসব উদযাপন হয়ে আসছে। সে ক্ষেএে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্হা গ্রহন করা হয়েছে।যাত কারো কোন প্রকার সমস্যা না হয়।
 
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রাত পোহালেই সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়েছে পুণ্যস্নান অনুষ্ঠান। এ অনুষ্ঠানের অপেক্ষায় অধির আগ্রহে অপেক্ষা করছিলেন পূণ্যার্থী ও দর্শনার্থীরা। পূণ্য স্নানের পরই শেষ হয়েছে এ রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। 

এমএসএম / এমএসএম

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক

কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের

রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা

কুমিল্লার যানজট সমাধানে ৭ দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে - কুসিক প্রশাসক

বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

ঠাকুরগাঁওয়ে ভোটের মাঠ চষে বেড়াছেন মির্জা ফখরুলের সহধর্মিণী

চাকইয়ে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও পৌষ মেলা শুরু ১৪ জানুয়ারি

রায়গঞ্জে অবৈধ মাটি কাটা রোধে দুই ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান, দুটি ভেকু জব্দ

টুংগীপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারণা সংক্রান্ত ‘‘রোড শো’’ এর শুভ উদ্বোধন

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত