ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

শেষ বয়সে এসে পরিক্ষা দিতে হবে, মানুষিক চাপে শিক্ষিকার মৃত্যু নিয়ে ধুম্রজাল

কুমিল্লায় ১৩ হাজার প্রাথমিক শিক্ষকদের ঘুম হারাম


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৪:৪

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো নির্দেশনা ছাড়াই পাঠদানে দক্ষতা যাচাইয়ের নামে কুমিল্লার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ হাজার শিক্ষককে পরীক্ষার টেবিলে বসাচ্ছেন বলে অভিযোগ উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে। 

তিনি সকল উপজেলা শিক্ষা অফিসারদের নিয়ে রেজুলেশন করে কিন্ডার গার্টেন শিক্ষকদের নিয়ে পরিক্ষার টেবিলে বসাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের। লজ্জা ও আর মানুষিক চাপা ক্ষোভ বিরাজ করছে কুমিল্লা বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকনেতা ও শিক্ষকদের মাঝে। 

চাকুরীর মাত্র মেয়াদ আছে অল্প কয়েক মাস, অবসরে যাবেন ব্রাহ্মণপাড়া উপজেলার ডগ্রাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা আক্তার, এরই মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার এমন সিদ্ধান্তে পরিক্ষা নিয়ে মানুষিক চাপে ভোগছেন কয়েকদিন। কিন্ডার গার্টেনের শিক্ষক দ্বারা শেষ বয়সে এসে পরিক্ষা দিতে হবে এমন মানুষিক চাপে সোমবার (৮ নভেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, পরে হসপিটালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন ওই শিক্ষিকা। এ নিয়ে কুমিল্লায় শিক্ষাঙ্গনে চলছে বেশ আলোচনা ঝড়। অভিযোগের তীর জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের দিকে, তার ব্যক্তি সিদ্ধান্তের কারনে ১৩ হাজার শিক্ষকদের ঘুম হারাম, তাই শিক্ষকরা মানুষিক চাপে ভোগছে, যার ফলাফল মানুষিক চাপে সহকারী শিক্ষক সানজিদার মৃত্যু।

বিষয়টি অভিযুক্ত আবদুল মান্নান মুঠোফোনে জানান, সানজিদার মৃত্যুর খবর শুনে আমি উপজেলা শিক্ষা অফিসারকে পাঠিয়েছি, তার নাম্বারে ফোন দিয়েছি পরিবারের কেহ রিসিভ করেছে। আমি যতটুকু জানি ফজরের নামাজ পড়তে উঠে পড়ে গেছে, তবে বলতে পারবো না, হার্ড এ্যাটাক নাকি স্টোক। তবে তার মৃত্যুতে আমি শোকাহত। আমি আশা করিনি সানজিদা এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবে। 

প্রাথমিক শিক্ষার মূল্যায়ন নিয়ে তিনি জানান, এটা আসলে মূল্যায়ন পরিক্ষা না, এটা হল যে যেই সাবজেক্ট টা সে পড়ায়, সে সেই সাবজেক্টে কতটুকু বুঝে, তার উপর তার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা নিজেরাই পরিক্ষা নিয়ে দেখবে, সে কতটুকু পারফেক্ট। এছাড়া হেড টিচারও নিতে পারে, এতে বাছাই করার পর যে সকল শিক্ষক দূর্বল, তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে আরো একটু প্রশিক্ষিত করার উদ্যোগ নেই। এটা কোন পরিক্ষা না। এটা দূর্বল শিক্ষক যাছাই বাছাইয়ের জন্য আমরা একটা রেজুলেশন নিয়ে শিক্ষার মান উন্নোয়নের পরিকল্পনা করি। 

তিনি আরো জানান, আমি কুমিল্লায় দির্ঘ্য ৩ বছর সততার সহিত দায়িত্ব পালন করছি, কুমিল্লায় কিছু রাঘব শিক্ষকরা আছেন যারা বিভিন্ন তদবীর ও দূর্নীতি করার সুযোগ পায় না। তাই তারা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র পত্রিকায় ভূল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে লেখা লেখি করছে। 

বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষকরা জানান, চাকরির শেষ বয়সে এসে অনেক জ্যেষ্ঠ শিক্ষককে তাঁর মেধার মান যাচাই করতে পরীক্ষায় বসতে হবে, এটা তাঁরা মেনে নিতে পারছেন না। এ পরীক্ষার মাধ্যমে ডিপিইও তাঁদের অপমান করার উদ্যোগ নিয়েছেন বলেও মত দিয়েছেন অধিকাংশ শিক্ষক। শিক্ষকরা বলছেন, তাঁরা সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার লড়াইয়ে উত্তীর্ণ হয়েই নিয়োগ পেয়েছেন। চাকরিতে আসার পর ১৮ মাস সিইনএড ও ডিপিএড প্রশিক্ষণ কোর্স শেষ করেছেন। অনেকে এই পরীক্ষা আয়োজনকে ডিপিইওর হঠকারী সিদ্ধান্ত বলেও উল্ল্যেখ করেন। তবে চাকরির ভয়ে কুমিল্লার শিক্ষকরা নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

 

এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩