ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

উলিপুরে পাটখড়ি আঁটির জমজমাট বেঁচা-কেনা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ১:২৯
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর ব্রম্মপুত্র নদের তীরে বেষ্টিত ঘাটে পাটখড়ির জমজমাট পাট খড়ির আঁটি বেঁচা-কেনা। উক্ত ঘাট পাড়ে উপজেলার বিভিন্ন এলাকার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে।
 
সরেজমিন উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর বাজারে ব্রম্মপুত্রের তীরে বেষ্টিত ঘাটে পাটখড়ির হাট। সেখানে সপ্তাহে দু'দিন শনিবার ও মঙ্গলবার হাট বসে। এছাড়াও প্রতিদিন কম বেশি পাটখড়ির আঁটি বেচা-কেনা হয়। উক্ত ব্রম্মপুত্রের ঘাটে ভেসে উঠা চরের বিভিন্ন এলাকা থেকে পাটখড়ির আঁটি বেচা-কেনা করার জন্য নিয়ে আসেন। উক্ত ঘাটে কেউ পাট খড়ি জ্বালানী হিসাবে ব্যাবহার করার জন্য ক্রয় করেন আবার কেউ গ্রামে গ্রামে খুচরা হিসাবে বিক্রয় করার জন্য ক্রয় করেন। সেখানে উক্ত হাটবারে হাজার হাজার টাকার পাট খড়ির আঁটি বেচা-কেনা হয়ে থাকে। জানা যায় সেখানে উপজেলা এবং উপজেলার বাহির থেকেও লোক পাট খড়ির আঁটি বেচা-কেনা করতে আসেন বলে জানান তারা। 
 
উক্ত পাট খড়ি বিক্রেতা বাদশা মিয়া বলেন, আমি প্রায় ২৫ বছর যাবৎ পাট খড়ির আঁটি বেঁচে জীবিকা নির্বাহ করে আসছি। তিনি বলেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাট খড়ির আঁটি কিনে নিয়ে এসে উক্ত ব্রম্মপুত্রের ঘাটে বিক্রি করে থাকি। তিনি আরও বলেন, এখানে প্রায় ৫০ হাজার টাকার পাট খড়ির আঁটি ক্রয় কিরেছি। সপ্তাহের দু'হাটের মধ্যে এগুলো প্রায় ৬০ হাজার থেকে ৬৫ হাজার টাকা বিক্রি করব। এতে প্রায় লাভ হবে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। তিনি বলেন পাট খড়ির আঁটি সারা বছর চাহিদা থেকেই যায়। যে সকল এলাকা থেকে পাট খড়ির আঁটি আসে তা হলো ফেচকের চর, নয়ার হাট, কোদাল কাটির চর, সাহেবের আলগার চর, কাজিয়ার চর ও বড় চর সহ আরও অনেক এলাকা থেকে আসে বলে জানান তারা।
 
ক্রয় করতে আসা নুর ইসলাম, সামাদ, জয়নাল, আউয়াল সহ আরও অনেক বলেন, উক্ত ব্রম্মপুত্রের তীরে অনেক পাট খড়ির আঁটি পাইকারী ও খুচরা বিক্রি বেচা-কেনা হয়ে থাকে। আমরা পাইকেরীতে কিনতে এসেছি। আমরা এগুলো আবার খুচরা হিসাবে আঁটি করে গ্রামে গ্রামে বিক্রি করব। তাতে খুচরা বিক্রেতা কয়ছার আলী বলেন, আমি প্রায় ১৫ হাজার টাকার পাট খড়ির আঁটি কিনেছি। প্রতি আঁটি ক্রয় করেছি ৭৫ টাকা কিরে। তা গ্রামে গ্রামে বিক্রি করব ১শ টাকা করে। এখানে আমার লাভ হবে প্রায় ৭ হাজার টাকা। এভাবেই চলে আমার নিত্য দিনের ব্যাবসা। 
 
উক্ত ব্রম্মপুত্রের তীরে বেষ্টিত অনন্তপুরের ঘাটের ইজারাদার মোকলেছুর রহমান বলেন, বাদশা মিয়া প্রায় ২৫ বছর থেকে উক্ত ঘাটে পাট খড়ির আঁটি বেচা-কেনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। উক্ত ঘাটে সপ্তাহে দু'দিন হাট বসে। এ দু'দিনে অনেক টাকার পাট খড়ির আঁটি বেচা-কেনা হয়ে থাকে। এখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাট খড়ির আঁটি বেচা-কেনা করার জন্য নিয়ে আসেন। আবার কেউ পাইকারি কেউ খুচরাতে ক্রয় করার জন্য উপজেলা বা তার বাহিরের অনেক এলাকা থেকে পাট খড়ির আঁটি কেনার জন্য আসেন। এখানে সুলভ মূল্যে পাট খড়ির আঁটি বেচা-কেনা হয় বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

কুমিল্লা-৯ আসনে ডঃ সরওয়ার ছিদ্দিকীর নেতৃত্বে নির্বাচনি প্রচারে বাইক র‍্যালি

কাউনিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ

মীর হেলালকে এমপি প্রার্থী করায় চট্টগ্রামে দোয়া মাহফিল

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি

চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন

স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাভারের বেদে প‌ল্লি‌তে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩

ভূররুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডাক্তার মোঃ মিলন

দখল–দূষণে ১৪০ ফুট ডাকাতিয়া নদী সঙ্কুচিত হয়ে ৪০–৬০ ফুট, ভাঙ্গা ব্রিজে দুর্ঘটনার ঝুঁকি

মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার

বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ