ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আস্ত গ্রাম বিক্রি হচ্ছে মাত্র ২ কোটিতে! কোথায়?


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৩:৫০

সাধ্য অনুযায়ী একটুকু বাসার খোঁজে থাকেন সকলেই। যদিও আধুনিক সময়ে কেবলই সঙ্কুচিত হচ্ছে মানুষের বাসভূমি। শহুরে মধ্যবিত্তের মাথা গোঁজার ঠাঁই আজ এক কী দু’কামরার পায়রার খোপের মতো ফ্ল্যাট। সেই সময় আস্ত গ্রাম কিনে ফেলার স্বপ্ন পূরণ হতে পারে আপনার। এমনকী তার জন্য বড় শহরের ভাল ফ্ল্যাটের দামটুকু দিলেই চলবে। অবিশ্বাস্য লাগছে তো? আসলে স্পেনের এই গ্রাম যেন গল্প হলেও সত্যি!

পর্তুগাল সীমান্তের কাছে স্পেনের জামোরা প্রদেশের ওই গ্রামের নাম সাল্টো দে কাস্ত্রো । গ্রামটি কিন্তু বর্তমানে পরিত্যক্ত। গত ৩০ বছর হল ওই গ্রামে কেউ বাস করেননি। তারই দাম উঠেছে মাত্র দু’লক্ষ ২৭ হাজার ইউরোতে। বাংলাদেশি টাকায় যা দুই কোটির কিছু বেশি। অথচ গ্রাম কিনলেই মিলবে সেখানকার ৪৪টি বাড়ি, একটি হোটেল, একটি গির্জা, একটি স্কুল, একটি সরকারি সুইংমিং পুল, একটি ছাউনি, যেখানে এক কালে গ্রামের নিরাপত্তারক্ষীরা বাস করতেন।

২০০০ সালে স্পেনের গালিসিয়া অঞ্চলের বাসিন্দা এক ব্যবসায়ী সাল্টো দে কাস্ত্রো কিনেছিলেন। গ্রামটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করবেন বলে ভেবেছিলেন তিনি। যদিও ২০০৮ সালে ইউরোপে মন্দা দেখা দিলে সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন তিনি। সম্প্রতি একটি ওয়েবসাইটে গ্রাম বিক্রি করার বিজ্ঞাপন দেন তিনি। ৮০ বছরের উদ্যোগপতি বিক্রেতা জানিয়েছেন, তার পক্ষে আর গ্রামটির রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না বলেই বিক্রি করতে চাইছেন তিনি। তবে গ্রামটি ২ কোটিতে কিনলেও তা বাসযোগ্য করে তুলতে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।

সেই খরচের কথা ভুলে ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখে গ্রাম কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। বিবিসির দাবি, গ্রাম বিক্রি অনেক দূর এগিয়েও গিয়েছে। এক ক্রেতা আগামও দিয়েছেন। ২ কোটি টাকার বিনিময়ে তিনি সাল্টো দে কাস্ত্রো কিনে নিতে চলেছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন

প্রীতি / প্রীতি

ফ্রিজের বরফ জমা মাছ-মাংস দ্রুত নরম করার কৌশল

পূর্ণিমা রাতে লঞ্চভ্রমণ: নদী, জোছনা ও নিঃসঙ্গতার ত্রিভুজপ্রেম

দরজায় কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনীবার্তা

দরজায় কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ফেসবুক ছিল বিনোদনের জায়গা, এখন আয়ের মূল উৎস

তোমাদের মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না

সুফি ঐতিহ্য, সংস্কৃতি, ভাবাদর্শ প্রতিষ্ঠার ১ যুগ পার করল সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন

ব্যতিক্রমী ধারার আলো নেভার পথে

টেকসই কৃষির জন্য চাই জৈব বালাইনাশক

ঈদযাত্রা হোক দুর্ঘটনামুক্ত

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন

সাপের ক্ষিদে মেটাতে পাখিশূন্য দ্বীপ