ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গোবিন্দগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টে প্রাণ গেল নবজাতকের


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১১:৫৯

গোবিন্দগঞ্জে ব্যাঙের ছাতার মতো নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু হচ্ছে। নিয়ম-নীতির কোনো বালাই নেই, নেই কোনো লাইসেন্স। তারপরও চলছে সেবার নামে ব্যবসা। তেমনই এক প্রতিষ্ঠান বিসমিল্লাহ আল্ট্রাসনো ও ডায়াগানস্টিক সেন্টার। সরকারী হাসপাতাল সংলগ্ন এই প্রতিষ্ঠান নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে বহাল তবিয়তে চলছে। বিভিন্ন সময় এই ডায়াগনস্টিকের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও প্রতিকার মিলছে না। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোমবার (১৪ নভেম্বর) থানায় এজাহার করেন আইযুল আলী নামে এক ব্যক্তি।

এজাহার সুত্রে জানা যায়, বোয়ালিয়া গ্রামের আইয়ুব আলী গত ১১ তারিখ দুপুরে তার স্ত্রী সম্পাকে (২৫) নিয়ে বিসমিল্লাহ আল্ট্রাসনো ও ডায়াগনস্টিক সেন্টারে আসে গর্ভবতী স্ত্রীর আল্ট্রাসনোগ্রাম করার জন্য। ডাক্তার মশিউর রহমান সাদিক সম্পা বেগমের আল্ট্রাসনো সম্পূর্ণ করে রিপোর্ট প্রদান করে। রিপোর্টে উল্লেখ করে রোগীর গর্ভে একটি সন্তান আছে এবং প্রসবের সময় আরো দুই মাস আছে। কিন্তু রোগীর প্রসব ব্যথা হয় পরদিন ১২ নভেম্বর। কোনো দিশা না পেয়ে রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করান তারা।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিপোর্ট দেখে নরমাল ডেলিভারি করার চেষ্টা করেন, ফলে একটি বাচ্চা নরমাল ডেলিভারি হয়। রোগীর প্রসব ব্যথা না কমায় কর্তব্যরত চিকিৎসক ভালোভাবে পর্যাবেক্ষণ করে বলেন, প্রসূতি মায়ের পেটে আরো একটি সন্তান আছে। তাৎক্ষণিকভাবে রোগীকে সিজার করা হয় ফলে প্রসূতি মা বেঁচে গেলেও বাচ্চাটি মারা যায়।

রোগীর স্বামী আইয়ুব আলী এ বিষয়ে ওই প্রতিষ্ঠানে গিয়ে জানতে চান রিপোর্ট কেন ভুল হলো। তখন ডায়াগনস্টিক সেন্টারে থাকা লোকজন তাকে হুমকি ও ভয়ভীতি দেখায় এবং বলে, আপনার যেখানে খুশি অভিযোগ করেন, আমাদের কিছু যায় আসে না।

এ বিষয়ে ডাক্তার মশিউর রহমান সাদিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আল্ট্রাসনোতে দুটি বাচ্চাই ধরা পড়ার কথা কিন্তু কেন এটা হলো তা বুঝতে পারলাম না। ওই রোগী তো আরো অন্য জায়গায় আল্ট্রাসনো করাতে পারে, তারা কেন দেখল না? আমি কেন একা দোষী হব?

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিতি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিনের বলেন, বিষয়টি আমার জানা নেই। তাই এ বিষয়ে বক্তব্যর কিছু নেই।

এমএসএম / জামান

তারাগঞ্জে এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলামের মতবিনিময় সভা

কারখানার জিএম ও প্রশাসনিক কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত

তানোরে ধানকাটা-আলু রোপণে ব্যস্ত কৃষকরা

শালিখায় হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মোস্তফা কামালের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সরকারি রাস্তার জায়গা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে মুক্ত করে আবারো দূর্বৃত্তদের দখলে, নেপথ্যে যাদের ইশারা

হোসেনপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত

জামায়াত থেকে বিএনপিতে যোগদান, দুই দলেরই নেতা হাফেজ বেলায়েত

টঙ্গী–কাশিমপুরে জাল খতিয়ান সিন্ডিকেটের কবলে ৪৮ পরিবার, সড়ক অবরোধ করে কাফনের কাপড়ে অবস্থান

মনোহরগঞ্জে পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় গাছিরা পরিবর্তন করছে পেশা

শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ