ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

অন্যায়ের সাথে আপোষ করিনি বলেই অভিযোগ : শরীফ


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ১২:৫৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ’অতি উত্তম’ অফিসার খ্যাত কর্মকর্তা শরীফ উদ্দিন বলেছেন, আমি কারো কাছ থেকে অনৈতিক সুবিধা নেইনি, কোন অপরাধীর সাথে আপোষ করিনি বলেই তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিয়েছি, এর ফলেই আজ আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তারা। তারই করা মামলার ৩ আসামী গত বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে করা সংবাদ সম্মেলন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুদকের মামলার ৩ আসামী, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) মো. সারওয়ার হোসেন, একই প্রতিষ্ঠানের সার্ভেয়ার দিদারুল আলম ও আরএফ বিল্ডার্সের মালিক দেলোয়ার হোসেন ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন সকালের সময়কে বলেন আমার সাড়ে সাত বছরের চাকরিজীবনের প্রথম ছয় বছরে বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) জ্যেষ্ঠ কর্মকর্তারাই আমাকে ‘অতি উত্তম’ হিসেবে মূল্যায়ন করেছেন। এবং তদন্তকাজে ‘অভিজ্ঞ’ এবং ‘উদ্যমী ও দক্ষ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করেছেন। আজকে যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা একসময় আমাকে অনৈতিক সুবিধা দিতে চেয়েছিলেন, তাদেও অনিয়মের পক্ষে সাফাই মতামত দিতে বলেছিলেন। সেখানে ব্যর্থ হয়ে আজ আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

যা বলা হয়েছে সংবাদ সম্মেলনে:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাঁরই করা দুর্নীতির মামলার তিন আসামি বলেন, অবৈধ সুবিধা নিতে না পেরে দুদকের তৎকালীন কর্মকর্তা শরীফ তাঁদের (সারওয়ার, দিদারুল ও দেলোয়ার) বিরুদ্ধে মামলা করেছিলেন। 

মো. সারওয়ার হোসেন বলেন ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থ করতে শরীফ তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেন। নিয়ম মেনে তিনি নগরের হালিশহর থেকে চান্দগাঁওয়ে ১২টি গ্যাসের চুলার সংযোগ স্থানান্তর করেছেন। শরীফের শাশুড়ির আকবর শাহ এলাকার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করায় তিনি ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া শরীফ তাঁর ভাই শিহাব উদ্দিনকে কেডিসিএলে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে অস্থায়ী নিয়োগের ব্যবস্থা করেন। শিহাবের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ ছিল ভুয়া। শিহাবের চাকরি স্থায়ী করার জন্য কেডিসিএলের কর্মকর্তাদের চাপ দিতেন শরীফ। তিনি তাঁর এক খালাতো ভাইকে কেজিডিসিএলে গাড়িচালক হিসেবে নিয়োগ দেন। কক্সবাজারের বেলায়েত হোসেন নামের এক দালালের মাধ্যমে শরীফ ঘুষ নিতেন। শরীফের সম্পদ যাচাই-বাছাই করলে সব তথ্য বেরিয়ে আসবে। 
তবে এক ব্যক্তির নামের গ্যাসের চুলা কীভাবে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা হলো, সাংবাদিকের করা এমন প্রশ্নের কানো উত্তর দেননি সরোয়ার।

সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, তিনি বৈধ পথে আয় করেছেন। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তারপরও স্ত্রীসহ তাঁকে আসামি করে মামলা করেছেন শরীফ। নগরের ২ নম্বর গেট এলাকার দুটি দোকান তাঁর কাছে চেয়েছিলেন শরীফ। তা না দেওয়ায় শরীফ মামলা করেছেন।

শরীফের বক্তব্য:
অভিযোগের বিষয়ে শরীফ বলেন, দুদকে মামলা বা কারো বিষয়ে তদন্ত করার ক্ষমতা একজন উপসহকারি পরিচালকের নেই। কার বিরুদ্ধে তদন্ত হবে সেটা প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত দিবে। আমরা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার পর মামলা হবে কি-না বা কারা আসামী হবে, সেই সিদ্ধান্তও তাঁরাই দিবেন। সুতরাং আমি ব্যক্তি আক্রোশে কারো বিরুদ্ধে মামলা করতে পারিনা। যদি এমন অভিযোগ তুলে থাকেন, তবে তা দুদকের প্রধান কার্যালয়ের দায়িত্বশীলরা বুঝবেন। আর এসব বিষয়গুলো নিয়ে যেহেতু আদালতে মামলা বিচারাধীন আছে তাই এগুলো নিয়ে মন্তব্য করতে চাইনা।
নিজের সম্পদের বিষয়ে শরীফ বলেন, আমার কি সম্পদ আছে, তা কর্তৃপক্ষ তদন্ত করতে পারে। তবে আমি দুর্নীতি করলে আজকে আমাকে দোকানের কর্মী হিসেবে চাকরি করতে হতো না।

তবে অপর একটি সুত্রে জানা গেছে শরীফ উদ্দিন বিয়ে করেছেন ২০১৬ সালে আর চট্টগ্রামে যোগদান করেছেন ২০১৮ সালে, আকবরশাহ এলাকায় তাঁর শাশুড়ির বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিয়েই করেননি শরীফ।নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা বলেন চলমান মামলা নিয়ে এতো বাড়াবাড়ি করার কি আছে। আসামীরা যদি মনে করেন তার াঅন্যায় করেননি তাহলে দুদক থেকে ছাড়পত্র নিয়ে যেতে পারে। তাকে কেউ হয়রানি করে থাকলে আইনগত ব্যবস্থা নিতে পারে। সুত্র জানায় হালিশহরের এক ব্যক্তির ১২টি চুলা চান্দগাঁওয়ে এক প্রভাবশালী ব্যক্তির ছেলের নামে স্থানান্তর করেন সরোয়ার। নিয়ম অনুযায়ী, একই ব্যক্তি তাঁর নামে থাকা চুলা অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন। কিন্তু তা অন্য ব্যক্তিকে হস্তান্তরের কোনো সুযোগ নেই। উল্লেখ্য দুদকের উপসহকারী পরিচালক ছিলেন শরীফ। দীর্ঘ সময় তিনি চট্টগ্রামে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন।

গত বছরের ১৬ জুন শরীফকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি তাঁকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ। তিনি ২৭ ফেব্রুয়ারি ওই আদেশ প্রত্যাহারপূর্বক চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। তবে তাঁর আবেদন কমিশনের কাছে বিবেচিত হয়নি। কয়েক দিনের মধ্যে একটি কোম্পানিতে ৮০ হাজার টাকা বেতনে তাঁর যোগদান করার কথা। তবে দুদকের চাকরি ফিরে পেতে চান তিনি। দুদকের চাকরিতে পুনর্বহাল চেয়ে এক আইনজীবীর হাইকোর্টে বরা রিটের এখনো  শুনানি হয়নি।

এমএসএম / এমএসএম

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন

আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম

আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল

বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ

রাজস্থলীতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা এস এম ইমাম উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

কুড়িগ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারনা শুরু

কুমিল্লায় নির্বাচনি প্রচারে মাঠে প্রার্থীরা

রাঙ্গামাটিতে সিএনজির উপর মালবাহী ট্রাক চাপায় এক নারী যাত্রী নিহত

শালিখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত

মান্দায় গরীবের সম্বল কেড়ে নিলেন- এক ইউপি সদস্য

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল