ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সাটুরিয়ায় আইন-শৃঙ্খলার অবনতি, চুরি-ছিনতাইসহ প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ৪:৪৮

মানিকগঞ্জের সাটুরিয়ায় চুরি ছিনতাইসহ হত্যা,হত্যার প্ররোচনা ও অপহরণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। গত ৫ মাসে অর্ধশতাধিক কৃষকের গোয়াল থেকে প্রায় কোটি টাকার গরু চুরি হয়েছে। আইন-শৃঙ্খলার চরম অবনতির জন্য উপজেলায় এমন ঘটনা ঘটছে বলে ভুক্তভোগীদের দাবী। 

শুক্রবার রাতে হরগজ গ্রামের আলামিনের বাড়িতে একদল চোর ঘরে ঢুকে গলায় ছুড়ি ধরে জিম্মি করে সাড়ে ৩ ভরি স্বর্ণ,৫ ভরি রুপা ও নগদ ১ লাখ ৭ হাজার টাকা লুট করে। একই রাতে সাটুরিয়ার পাড়াগ্রামের ভূষনের বাড়িতে কীটনাশক স্প্রে করে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা সবাইকে অচেতন করে ২ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

গত এক সপ্তাহ আগে বালিয়াটি বাজারের ব্যবসায়ী অনিল চন্দ্র সাহা রাত ৮ টার সময় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে বাজারের একটি টিউওবেলে হাত মুখ ধোঁয়ার জন্য যান। এসময় ছিনতাইকারীরা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দুটি নগদ ও বিকাশের মোবাইলে টাকাসহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে যায়।  

খোঁজ নিয়ে জানা গেছে,সাটুরিয়া উপজেলার গরুর খামারী ও কৃষক ভূষন আলী জানায়, রাতের বেলায় তারা ঘরের ভেতর না ঘুমিয়ে গরুর গোয়াল ঘরে ঘুমিয়ে থাকেন এবং রাত জেগে গরু পাহাড়া দেয় চুরি যাওয়ার ভয়ে।

সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, গত আগষ্ট হতে নভেম্বর ৭ তারিখ পযর্ন্ত মাদক মামলা হয়েছে ১৫ টি, চুরি মামলা হয়েছে ৬ টি, হত্যা মামলা দুটি ও আত্মহত্যা প্ররোচনা মামলা দুটি এবং অপহরণ মামলা ৫ টি। তবে উপজেলার বিভিন্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে মাদক। মাদকসেবীদের পুলিশ শনাক্ত করতে না পারায় পথে ঘাটে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এদিকে হত্যা মামলার কোন কোল কিনারা করতে না পারায় পুলিশের প্রতি ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগিরা।

গত ৫ মাসে অর্ধশতাধিক কৃষকের গরু চরি হয়েছে। যার আনমানিক মূল্য প্রায় কোটি টাকা। এদিকে উপজেলার বিভিন্ন গ্রামে অভিনব কায়দায় টিউওবেলের পানির সাথে নেশাদ্রব্য মিশিয়ে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছে চোরেরা।

 অপরদিকে ব্যাটারি চালিত অটোবাইক, হ্যালোবাইক ও রিক্সা ভ্যান ছিনতাই হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট বাজারে দিনদুপুরে চুরি হচ্ছে দোকানের মালপত্র ও ক্যাশ ভেঙ্গে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। 

এসব ঘটনা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় ইউপি চেয়ারম্যানরা উপস্থাপন করলেও আইন শৃঙ্খলার অবনতি নিয়ে পুলিশের কোন মাথা ব্যাথা নেই। 

দিঘলিয়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম জুয়েল বলেন, তার ইউনিয়ন থেকে ২০ থেকে ২৫ টি গরু চুরি হয়েছে। যাদের গরু চুরি হয়েছে এরা নিতান্তই হতদরিদ্র ও কুষক। খোয়া যাওয়া একটি গরু উদ্ধার করতে পারেনি পুলিশ।

বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. মীর সোহেল আহম্মেদ চৌধুরী বলেন, তার ইউনিয়ন থেকে ৮ টি গরু চুরি হয়েছে। এক রাতে ৪ বাড়িতে চেতনাশক স্প্রে করে কয়েক লক্ষাধিক টাকার মালপত্র চুরি হয়। বিষয়টি আইন শৃঙ্খলা সভায় তুললেও কোন লাভ হয়নি। 

বরাইদ ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হাই বলেন, তার ইউনিয়নে ধলেশ্বরী নদী দুভাগে বিভক্ত হওয়ায় রাতের বেলায় ট্রলার নিয়ে ৫ টি গরু চুরি ও মানুষের বাড়িতে চুরি করে সর্বস্ব লুট করে নেয় চোরেরা। কৃষকরা এখন ঘরে না শুয়ে গরুর গোয়াল ঘরে রাত জেগে পাহাড়া দেয় বলে তিনি জানান। 

সাটুরিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, কৃষকের গরু দিন দুপুরে চুরি ছিনতাই হচ্ছে তা ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের পরিস্থিতি আরো ভয়াবহ হবে।  

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, শীত পড়ায় চোরের উপদ্রব একটু বেড়ে গেছে। এরা টিন কেটে ঘরে চুরি ও চেতনা নাশক স্প্রে করে মানুষকে অচেতন করে মালপত্র লুট করে নিয়ে যাচ্ছে। এ চক্রটিকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। অচিরেই আমরা তাদেরকে ধরতে সক্ষম হব। 

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক