আ.লীগ একটি প্রাচীন দল, এই দল শুধু উন্নয়ন করতে জানেঃ এমপি মির্জা আজম
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন দল। এই দল শুধু উন্নয়ন করতে জানে। মানুষকে শান্তি ও মুক্তির পথ তৈরি করে দিতে জানে। তাই দিন দিন এই দলের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি কান্দাপাড়া মজিবর রহমান খান উচ্চ বিদ্যালয়ের মাঠে দলের স্থানীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি মির্জা আজম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশে পরিনত হয়েছে। দেশের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হয়েছে। নিজস্ব অর্থায়নে বানানো হয়েছে পদ্মা সেতু। দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছিয়ে দেওয়া হয়েছে বিদ্যু। দেশের প্রতিটি প্রান্তে পৌঁছিয়ে উন্নয়নের ছোয়া।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু না থাকলে এই দেশ হতো না। তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তার ডাকে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছে। বঙ্গবন্ধর স্বপ্ন ছিলো এ দেশের মানুষের মুক্তি। দেশ আজ স্বাধীনতা পেয়েছে,মানুষ সুখে শান্তিতে বাস করছে। তাই দেশের শান্তি ও উন্নয়নকে অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের নাগরিক গোলাম আজমকে এই দেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলো। ওই সময় প্রায় ১৩ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিলো। বিএনপি সরকার ২০০১ সালের পর ক্ষমতায় আসার পর আওয়ামী লীগকে ধংস করার চেষ্টা করেছিলো। যুদ্ধাপরাধীদের মন্ত্রীত্ব দেওয়া হয়েছিলো।
তিনি বলেন, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান শেখ হাসিনা কে গ্রেনেড হামলার দায়ে যাবজ্জীবনের আসামী, আর খালেদা জিয়া চুন্নি এতিমের টাকা চুরি করে কারাগারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী ক্ষমতায় তিনি এখন বাড়িতে আছেন। তারাই নাকি আবার ১০ ডিসেম্বর ক্ষমতায় যেতে যায়।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
এসময় জেলা আওমীলীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস ছালাম, যুগ্ম সম্পাদক সুনতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার, সদর উপজেলা আ.লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সহ অনান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আলহাজ্ব ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আফাজ উদ্দিনকে ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী
কেশবপুরে দলিল লেখক সমিতির সভাপতি শফি, সম্পাদক আমিনুল পূণরায় নির্বাচিত
Link Copied