ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আ.লীগ একটি প্রাচীন দল, এই দল শুধু উন্নয়ন করতে জানেঃ এমপি মির্জা আজম


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-১১-২০২২ রাত ৯:২১
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন দল। এই দল শুধু উন্নয়ন করতে জানে। মানুষকে শান্তি ও মুক্তির পথ তৈরি করে দিতে জানে। তাই দিন দিন এই দলের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।  
 
সোমবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি কান্দাপাড়া মজিবর রহমান খান উচ্চ বিদ্যালয়ের মাঠে দলের স্থানীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এসময় এমপি মির্জা আজম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশে পরিনত হয়েছে। দেশের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হয়েছে। নিজস্ব অর্থায়নে বানানো হয়েছে পদ্মা সেতু। দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছিয়ে দেওয়া হয়েছে বিদ্যু। দেশের প্রতিটি প্রান্তে পৌঁছিয়ে উন্নয়নের ছোয়া।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু না থাকলে এই দেশ হতো না।  তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তার ডাকে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছে। বঙ্গবন্ধর স্বপ্ন ছিলো এ দেশের মানুষের মুক্তি। দেশ আজ স্বাধীনতা পেয়েছে,মানুষ সুখে শান্তিতে বাস করছে। তাই দেশের শান্তি ও উন্নয়নকে অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
 
তিনি বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের নাগরিক গোলাম আজমকে এই দেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলো। ওই সময় প্রায় ১৩ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিলো। বিএনপি সরকার ২০০১ সালের পর ক্ষমতায় আসার পর আওয়ামী লীগকে ধংস করার চেষ্টা করেছিলো। যুদ্ধাপরাধীদের মন্ত্রীত্ব দেওয়া হয়েছিলো। 
 
 তিনি বলেন, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান শেখ হাসিনা কে গ্রেনেড হামলার দায়ে যাবজ্জীবনের আসামী, আর খালেদা জিয়া চুন্নি এতিমের টাকা চুরি করে কারাগারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী ক্ষমতায় তিনি এখন বাড়িতে আছেন। তারাই নাকি আবার ১০ ডিসেম্বর ক্ষমতায় যেতে যায়।
 
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ফজলুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
 
এসময় জেলা আওমীলীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস ছালাম, যুগ্ম সম্পাদক সুনতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার, সদর উপজেলা আ.লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সহ অনান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
 
সভা শেষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আলহাজ্ব ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আফাজ উদ্দিনকে ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক