ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

তাড়াশের ৪ শিক্ষার্থীর পরিক্ষা নিয়ন্ত্রনে ১০ শিক্ষক


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ৪:৪৮

সিরাজগঞ্জের তাড়াশের উলিপুর পাচান দাখিল মাদ্রাসার বার্ষিক পরিক্ষার নবম শ্রেণীতে ৪ জন শিক্ষার্থীর পরিক্ষায় নিয়ন্ত্রনের দায়িত্বে আছেন মাদ্রাসাটির ১০ জন শিক্ষক-শিক্ষিকা। মাদ্রাসাটিতে কাগজে কলমে বেশি বেশি শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে তার কোন অস্তিতই পাওয়া যায়নি। সরেজমিনে রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে মাদ্রাসায়টিতে গিয়ে দেখা যায়, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ২ জন ছাত্র আর ২ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে। আবার একই বেঞ্চে গাদাগাদি করে বসে। সাথে ছিল পরীক্ষার বিষয় বস্তুর বইটিও।

পরীক্ষা কেন্দ্রের কক্ষে নেই কোন শিক্ষকও। শিক্ষকের খোঁজ করে দেখা গেল অফিস কক্ষে ৭ জন শিক্ষক-শিক্ষিকা বসে খোস গল্পে মেতে আছেন। এ যেন চরম উদাসিনতা। অফিস কক্ষেই শিক্ষকদের সাথে কথা বলে জানা গেল, এবারে তাদের মাদ্রাসায় নবম শ্রেণীতে মোট ২৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। 

তবে কাগজে কলমে ২৮ জন থাকলেও বাস্তবে পরীক্ষা কেন্দ্রে এমন উপস্থিতি কেন জানতে চাইলে তার কোন সঠিক উত্তর দিতে পারেননি। এদিকে তারা বলছে ১০ জন শিক্ষক নাকি আজ মাদ্রাসায় উপস্থিত আছে । যদিও বা পাওয়া গেল মাত্র ৭ জন শিক্ষককে। তার মধ্যে কেউ কেউ আবার তাড়াশ বাজার সহ বিভিন্ন জায়গায় গেছে। 

এদিকে মাদ্রাসাটিতে ভারপাপ্ত সুপার হিসেবে আইয়ুব আলী দায়িত্বে থাকলেও তাকে স্কুল সময়ে মাদ্রাসায় পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার ফোন করলেও সে রিসিভ করেন নি। এদিকে গত বছরের বই এখন নতুন রয়ে গেছে। ছাত্র/ছাত্রী না থাকায় বই গুলো নতুন বছরে দিলেও শেষ হবে না।

বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী কে জানালে তিনি বলেন, আমি নিজেও একাধিক বার পরিদর্শন করে তাদের ছাত্র-ছাত্রী বাড়ানোর জন্য তাগিদ দিয়েছি। কিন্ত তারা এ বিষয়ে চরম উদাসিন। তাদের এমন আচরন চরম দুঃখ জনক। আমি উর্ধতন কর্মকর্তাকে জানিয়ে দ্রুত প্রতিকারের ব্যবস্থা গ্রহন করবো।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম বলেন, আমি বিষয়টি জানলাম সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তবে এমনটা হলে তা দুঃখ জনক।

 

প্রীতি / প্রীতি

নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী

ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত

রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন

তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারীপুরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় বিচার চায় পরিবার

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত