ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

অপহরণে নারীর টোপ


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ১২:৫৬

নারীদের টোপ হিসেবে ব্যবহার করে চট্টগ্রামে ইদানিং কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে। প্রথমে নানাভাবে সম্পর্ক করে টার্গেটকৃত ব্যক্তিদের কোন বাসায় নিয়ে যায়। সেখানে অপহৃতদের সঙ্গে নারীদের অশ্লীল ছবি তুলে লোকলজ্জার ভয় দেখিয়ে তারা মোটা অংকের টাকা আদায় করে। মাঝে-মধে দু একটা ঘটনা আইনের আওতায় আসলেও আত্মসম্মানের ভয়ে এমন অনেক ঘটনাই রয়ে যায় অগোচরে। সিএমপির একাধিক কর্মকর্তা বলেন, অপহৃতরা অশ্লীল ছবি তোলার বিষয়গুলো পুলিশকে জানাতে চান না। কারণ ওই চক্রগুলো ভিকটিমের সঙ্গে নারীদের ছবি তুলে
রেখে ভয়ভীতি দেখায়।

কেইস স্টাডি -০১
নগরের ফিশারিঘাটে মাছ ধরার কাজ করত ফিশিংবোটের মাঝি কামরুল হোসেন (৪২)। সংঘবদ্ধ প্রতারক চক্রের পাল্লায় পড়ে ছখিনা বেগম নামে এক নারীর সঙ্গে কয়েক মাস ধরে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৪ অক্টোবর মেয়েটি কামরুলকে নগরের স্টিল মিল এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে কণা বেগম (৩০) নামের এক নারীর সঙ্গে তাঁর আপত্তিকর ছবি তুলে রাখে। পরে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, ৬ অক্টোবর ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আমরা ছখিনা বেগম (৪৬), শাহজাহান (৩০) ও কণা বেগমকে (৩০) গ্রেফতার করতে সক্ষম হই। অভিযানে নেতৃত্বদানকারি কোতোয়ালি থানার এসআই মমিনুল হাসান বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধওে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ঘটনা ঘটিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কথা হয় অপহ্নত কামরুল হোসেনের সঙ্গে। তিনি জানান , স্টিল মিল এলাকার আমাকে কৌশলে নিয়ে গিয়ে জোর করে কণার সঙ্গে অশ্লীল ভঙ্গিতে ছবি তোলা হয়। তারা ছবি তুলতে আমাকে মারধর করে। পরে অপহরণ করে ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা গারো পাহাড়ে নিয়ে যায়। এ সময় মুক্তিপণ হিসেবে বিশ লাখ টাকা দাবি করে। অপহরণকারী চক্রকে বিকাশের মাধ্যমে ২ লাখ ৮২ হাজার টাকা দেয়া
হয়।

কেইস স্টাডি- ০২
নগরের কোতোয়ালি থানাধীন হাজারী গলি থেকে মোরশেদুল আলম নামে এক ব্যক্তিকে অপহরণ করে একটি চক্র। ১৬ অক্টোবরের এ ঘটনা। মোরশেদ আলমের মেয়ের জামাই থানায় মামলা করলে পুলিশ হালিশহর রঙ্গিপাড়া থেকে মো. জাহেদ আলম (১৮), মো. বেলাল হোসেন ইমন (১৮), মো. কাউছার (১৯) ও মো. ইমন (১৮) নামের চার অপহরণকারীকে গ্রেফতার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ৪ অপহরণকারীকে আটকের সময় ঘটনায় জড়িত মনোয়ারা ও ইয়াছমিন আক্তার নামে দুইজন কৌশলে পালিয়ে যায়। ওসি বলেন, চক্রটি ভাড়ায় চালিত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তারা সাধারণ সাদাসিধে পথচারীদের টার্গেট করে আস্তানায় নিয়ে যায়। এরপর
ভুক্তভোগীর সঙ্গে চক্রের মেয়ে সদস্যরা অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করত।

মামলার বাদি খোরশেদ আলম বলেন, তাঁর শ্বশুরকে হালিশহরের রঙ্গীপাড়া এলাকার একটি বাসায় আটকিয়ে রেখে ইয়াছমিন নামের এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলে। পরে মুক্তিপণ দাবি করে।

কেইস স্টাডি -০৩
গত ২৯ অক্টোবরের ঘটনা। পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সের নিউ চাঁদনী জুয়েলার্সের মালিক সঞ্জিত কুমার রায়ের (৫০) মোবাইলে রেহেনা আক্তার মীম (২২) ফোন করে স্বর্ণালংকার বিক্রির কথা জানান। পরে তিনি স্বর্ণালংকারগুলো কিনতে সম্মত হলে মীমের দেওয়া ঠিকানা অনুযায়ী হালিশহর থানাধীন নয়াবাজার মোড়স্থ তায়েফ হোটেলের বিপরীত পাশে আধঘণ্টা পরে উপস্থিত হন।

তখন নুরুল ইসলাম ও সেলিম সিএনজি অটোরিকশা করে সঞ্জিতকে ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে হালিশহর ১ নম্বর পানিরকল এলাকায় একটি বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ পর ওই বাসায় আয়েশা আক্তার ও রেহেনা আক্তার মীম আসেন। পরে তারা তাঁকে রুমের ভেতর আটকে

রেখে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। যদি টাকা না দেয় তবে আয়েশা আক্তার ও রেহেনা আক্তার মীমের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়।

এ ঘটনায় জড়িত আকবর শাহ থানার বিশ্ব কলোনী আবাসিক এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী আয়েশা আক্তার প্রকাশ ফিরোজা (৩২), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মধ্যম কাঠাল বাড়ির দেলোয়ার হোসেনর মেয়ে রেহেনা আক্তার মীম (২২), আমিনুল ইসলাম (৩৩), মোঃ নুরুল ইসলাম (৩৭) ও মোঃ সেলিম (৩৭) নামের ৫ জনকে গ্রেফতার করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, অপহরণকারীরা আয়েশা আক্তার ও রেহেনা আক্তার মীমকে লজ্জার অস্ত্র হিসেবে ব্যবহার করে মুক্তিপণ এবং ব্লেকমেইল করার চেস্টা করেছে। আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার আগে তাদের চক্রটির সবাইকে ধরতে সক্ষম হই। সঞ্জিত উদ্ধার হওয়ার পর বলেন, অপহরণচক্রের নারী সদস্যরা এতই বেপরোয়া ছিলেন ভাবতে লজ্জা লাগছে। সভ্য সমাজে এমন অসভ্য ব্লেকমেইল কৌশল গা শিউরে ওঠে।

সিএমপির একাধিক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, অপহরণ চক্রগুলো ফাঁদ পেতে অপহৃতদের ঘরে আটকে নারী সদস্যদের সঙ্গে অশ্লীল ছবি তুলে রাখত। এরপর মুক্তিপণ আদায় করে ছেড়ে দিত অপহৃতদের। অপহরণের ঘটনা প্রকাশ করলে নারীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো অপহৃতকে। আইনশৃংখলা রক্ষাবাহিনী বলছে, কারো সাথে অপরিচিত জায়গায় যাওয়ার আগে পরিবার পরিজনকে জানিয়ে যাওয়া জরুরি। তবে এ রকম অঘটনগুলো অনেকটাই কমে আসবে।

প্রীতি / প্রীতি

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই