মাদারীপুরে ফের ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি
মাদারীপুরে আবারো বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। কেবলমাত্র জেলা সদর হাসপাতালেই গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৩ জন রোগী। আক্রান্তদের ৮০ ভাগই শিশু। অতিরিক্ত রোগীর চাপে ফ্লোরেও দেখা দিয়েছে জায়গা সংকট। হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। তবে সিভিল সার্জনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সদর হাসপাতাল ঘুরে রোগীদের সাথে কথা বলে জানা গেছে, মাদারীপুর পৌরসভার কালিবাড়ি এলাকার এইচএসসি পরীক্ষার্থী তাহসিন আহমেদ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আসন সংকটের কারণে বাধ্য হয়েই ব্যক্তিগত চেয়ারে বসে চিকিৎসা নিতে হচ্ছে। সদর উপজেলার মহিষেরচর এলাকার ষাটোর্দ্ধ হারেজ মাতুব্বর এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতলে আসলে ঠাঁই হয় মেঝেতে। তিনদিন ধরে চলছে এই অবস্থা। তবুও পাননি আসন। শুধু তাহসিন আহমেদ কিংবা হারেজ মাতুব্বর’ই নন। তাদের মতো সমানতালে রোগী আসছে জেলা সদর হাসপাতালে। যার বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা নার্সদের। পরিস্থিতি দিন দিন আরো নাজুক হয়ে পড়ছে।
এইচএসসি পরীক্ষার্থী তাহসিন আহমেদ অভিযোগ করে বলেন, “আমার পরীক্ষা চলমান। হাসপাতালে নেই বিছানা, ফ্লোরেও জায়গা সংকট। এমন পরিস্থিতিতে খুবই বাজে একটা অবস্থা তৈরী হয়েছে। জায়গা না পেয়ে ব্যক্তিগতভাবে চেয়ার কিনে, বসে বসে চিকিৎসা নিচ্ছি। সরকারি হাসপাতালে এটা সত্যিই কষ্টদায়ক।”
ষাটোর্দ্ধ হারেজ মাতুব্বর বলেন, “২৪ ঘন্টায় দুইটা স্যালাইন দিয়েছে। ঠান্ডার মধ্যে মেঝেতে থাকতে কষ্ট হচ্ছে। রোগীর চাপ বেশি হওয়ায় চারদিকে দুর্গন্ধ বাড়ছে। হাসপাতালের পরিবেশ খুবই খারাপ।”
মাদারীপুর সচেতন নাগরিক কমিটি (টিআইবি) সমন্বয়ক এসই জাসচু বলেন, “ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩জন রোগী। গেল এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩শ’ জন। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য জেলা সদর হাসপাতালে আসন বরাদ্দ মাত্র ৬টি। ৩৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আড়াইশো’ শয্যার হাসপাতাটি চালু করা গেলে এই সংকট দুর হবে বলে প্রত্যাশা করছি।”
মাদারীপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দুলালী রানী শিকদার বলেন, “প্রতিদিনই রোগীর চাপ বেড়েই চলছে। হিমশিম অবস্থা। আসন সংকট থাকলেও সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য আসন বরাদ্দ বাড়ালে এই সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে।”
মাদারীপুর জেলা সদর হাসপাতালের ডা. শাওলীন আফরোজা বলেন, “সচেতনতার অভাবেই রোগীর চাপ বেড়েছে। খাবার আগে ও পরে হাত ধোঁয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।”
প্রীতি / প্রীতি
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার
জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা
রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন