ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরে ফের ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি 


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৬:২৭

মাদারীপুরে আবারো বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। কেবলমাত্র জেলা সদর হাসপাতালেই গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৩ জন রোগী। আক্রান্তদের ৮০ ভাগই শিশু। অতিরিক্ত রোগীর চাপে ফ্লোরেও দেখা দিয়েছে জায়গা সংকট। হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। তবে সিভিল সার্জনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সদর হাসপাতাল ঘুরে রোগীদের সাথে কথা বলে জানা গেছে, মাদারীপুর পৌরসভার কালিবাড়ি এলাকার এইচএসসি পরীক্ষার্থী তাহসিন আহমেদ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আসন সংকটের কারণে বাধ্য হয়েই ব্যক্তিগত চেয়ারে বসে চিকিৎসা নিতে হচ্ছে। সদর উপজেলার মহিষেরচর এলাকার ষাটোর্দ্ধ হারেজ মাতুব্বর এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতলে আসলে ঠাঁই হয় মেঝেতে। তিনদিন ধরে চলছে এই অবস্থা। তবুও পাননি আসন। শুধু তাহসিন আহমেদ কিংবা হারেজ মাতুব্বর’ই নন। তাদের মতো সমানতালে রোগী আসছে জেলা সদর হাসপাতালে। যার বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা নার্সদের। পরিস্থিতি দিন দিন আরো নাজুক হয়ে পড়ছে।

এইচএসসি পরীক্ষার্থী তাহসিন আহমেদ অভিযোগ করে বলেন, “আমার পরীক্ষা চলমান। হাসপাতালে নেই বিছানা, ফ্লোরেও জায়গা সংকট। এমন পরিস্থিতিতে খুবই বাজে একটা অবস্থা তৈরী হয়েছে। জায়গা না পেয়ে ব্যক্তিগতভাবে চেয়ার কিনে, বসে বসে চিকিৎসা নিচ্ছি। সরকারি হাসপাতালে এটা সত্যিই কষ্টদায়ক।”
ষাটোর্দ্ধ হারেজ মাতুব্বর বলেন, “২৪ ঘন্টায় দুইটা স্যালাইন দিয়েছে। ঠান্ডার মধ্যে মেঝেতে থাকতে কষ্ট হচ্ছে। রোগীর চাপ বেশি হওয়ায় চারদিকে দুর্গন্ধ বাড়ছে। হাসপাতালের পরিবেশ খুবই খারাপ।”

মাদারীপুর সচেতন নাগরিক কমিটি (টিআইবি) সমন্বয়ক এসই জাসচু বলেন, “ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩জন রোগী। গেল এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩শ’ জন। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য জেলা সদর হাসপাতালে আসন বরাদ্দ মাত্র ৬টি। ৩৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আড়াইশো’ শয্যার হাসপাতাটি চালু করা গেলে এই সংকট দুর হবে বলে প্রত্যাশা করছি।”

মাদারীপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দুলালী রানী শিকদার বলেন, “প্রতিদিনই রোগীর চাপ বেড়েই চলছে। হিমশিম অবস্থা। আসন সংকট থাকলেও সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য আসন বরাদ্দ বাড়ালে এই সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে।”

মাদারীপুর জেলা সদর হাসপাতালের ডা. শাওলীন আফরোজা বলেন, “সচেতনতার অভাবেই রোগীর চাপ বেড়েছে। খাবার আগে ও পরে হাত ধোঁয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।”

প্রীতি / প্রীতি

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক