অর্ধশতাব্দীর চলার পথ বন্ধ হওয়ায় বিনা চিকিৎসা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বরকত

মিরসরসাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পুর্ব হিঙ্গুলী এলাকার দারোগার টিলা নামক স্থানে দারোগার বাড়ীর চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। অসহায় পরিবারারের শত অনুরোধেও প্রাচীর নির্মাণ বন্ধ করেননি। অভিযোগ রয়েছে, দারোগা বাড়ীর মোকন মিয়ার পরিবারকে উচ্ছেদের জন্যই এমনটা করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামটির ১টি পরিবারের সাতজন লোকের চলাচলের একমাত্র পথটি আদালতের আদেশ অমাণ্যা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। কাজের তদারকি করছেন তাইজুল ইসলাম মেম্বার বাড়ীর ছালামত উল্ল্যাহ গাং।
সীমানা প্রাচীরের কাজ করায় মোকন মিয়ার পরিবারকে বসতবাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে করে তার অসুস্থ ছেলে বরকত রহমানকে চিকিৎসা করানো জন্য বাড়ি বাহিরে নেওয়া কষ্টকর হয়ে উঠেছে।
মোকন মিয়া জানান, স্বাধীনতা পুর্বে তিনিই প্রথম দারোগা টিলা নামক স্থানে জায়াগায় বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে ছালামত উল্ল্যাহ গাং আশপাশের জায়গায় ঘর নির্মাণ করতে গিয়ে চলচলের পথ সরু করে এবং পরে সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে আদলতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন।
মোকন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম বলেন,‘ আমরা গরিব মানুষ। আমার বড় ছেলে (আলসারের কোলাইসটিস ) রোগে অসুস্থ। তার চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার জন্য চলাচলের পথ বন্ধ হওয়ায়, বিনা চিকিৎসা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা হিঙ্গুলী খালে পানি উপর দিয়ে চলাচল করতে আমাদের অনেক সমস্য সম্মুখীন হতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার আকুল আবেদন আমাদের চলাচলের রাস্তা ব্যবস্থা করে দিয়ে অনন্ত আমার মৃত্যু পর লাশ নিয়ে বাড়ী থেকে বের হতে পারে।
এলাকাবাসী সেতু বলেন ছোট বেলায় আমরা সে বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারলেও এখন সেখানে হেঁটে যাওয়ার রাস্তা রাখা হলো না বিষয়টি অমানবিক।
অভিযুক্ত ছালামতউল্লাহ বলেন, আমার জায়গায় আমি আমার স্থাপনা নির্মাণ করেছি, কেউ কি কারো জায়গা ছেড়ে দেয় কি না এ ব্যপারে তিনি উল্টো সাংবাদিককে প্রশ্ন ছুড়ে দেন।
হিঙ্গুলী ইউনিয়ন এর চেয়ারম্যান সোনা মিয়া, বলেন ব্যপারটা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ হয়ে আসছে। তবে হাঁটার রাস্তা কেউ বন্ধ করতে পারে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, চলাচলের পথ বন্ধ করার কোন নিয়ম নেই। শুনেছি বাড়ি থেকে বাহির হওয়ার জন্য তাদের আর কোন রাস্তা না থাকার কারণে চিকিৎসা সেবা নিতে পারছে না। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রীতি / প্রীতি

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
