রায়গঞ্জে হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
হলুদের ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া মাঠ। কী অপরূপ সরিষার খেত! যতদূর চোখ যায় কেবল চারিদিকে শুধু হলুদ আর হলুদ। হেমন্তের ফসল তুলতে না তুলতেই শীতের আগমনে সরিষার হলুদ ফুলে ভরে গেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের মাঠ। চির সবুজের বুকে এ যেনো কাঁচা হলুদের আলপনা। মনে হয় পৃথিবী বুঝি তার রঙ হারিয়েছে। শুধু কালের বিবর্তনে হলুদ রঙটা যেন এখনও টিকে আছে।
রায়গঞ্জে হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। সরিষার ব্যাপক ফলনে গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে।সরিষার জমিতে ফুলে ফুলে মৌমাছি মধু আহরণ করছে। চারিদিকে প্রকৃতির বুকে সুন্দরের আগুন। প্রকৃতি সেজেছে
অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে। রাস্তার দুপাশে সরিষার হলুদ ফুলে ভরা দিগন্তজোড়া মাঠ।
দেখলেই চোখ জুড়িয়ে আসে। মন চায় সেই হলুদের মাঝে হারিয়ে যেতে। মাঠ ভরা সরিষা ক্ষেতের হলুদ মাঠে এক ফুল থেকে অন্য ফুলে মৌমাছিরা মনের আনন্দে মধু সংগ্রহে ব্যস্ত।
হলুদের মাঠে কৃষকের স্বপ্ন খেলা করছে এখন। সরিষা চাষ লাভজনক হওয়ায় চাষিরা এখন ঝুঁকে পড়ছেন সরিষা চাষে। কেউবা সরিষার বীজ তৈরি করেও লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় রায়গঞ্জের সরিষার চাষে ভালো ফলনের আসা করছেন কৃষকরা।
সরেজমিনে বুধবার (৭ ডিসেম্বর) চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা গ্রামে সরিষার এমনি খেত দেখা যায়। পশ্চিম লক্ষিকোলা গ্রামের সরিষা চাষি ও রায়গঞ্জ তৈল সমিতির সভাপতি আবু সুফিয়ান তালুকদার জানান, তিনি আট বিঘা জমিতে সরিষা চাষ করেছেন।
প্রতি বিঘায় তার ব্যয় হয়েছে ৪-৫ হাজার টাকা করে। ফলন ভালো হলে বিঘাপ্রতি ৮ থেকে ১০ মণ সরিষা আসবে। গত বছর প্রতি মণ সরিষা বিক্রি করেছেন ৩-৪ হাজার টাকায়।
বাজারদর ভালো পেলে এবারও তিনি সরিষা বিক্রি করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা। সরিষার ফুল আসে এক মাস পর। দেড় মাস পর ফুলে সরিষা ধরে। চাষের তিন মাস পর সরিষা পরিপক্ব হয়।
রায়গঞ্জ কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সরিষার জমি তে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য সঠিক কীটনাশক ব্যবহার করতে হয়। চলতি বছর রায়গঞ্জ উপজেলায় ৮ হাজার ৩'শ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এঁটেল মাটিতেও সরিষা চাষ হয়। এঁটেল-দোঁআশ মাটিতে সরিষার চাষ সব থেকে ভালো হয়।
সঠিক পরিচর্যা পেলে ও আবহাওয়া অনুকূলে থাকলে এবার রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
প্রীতি / প্রীতি
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা
ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন