ফুলছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়ি ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্যকে তুলে ধরে গাইবান্ধার ফুলছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। এতে উপস্থিত আনসার ও ভিডিপি’র সদস্যরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজুট্যান্ট রুস্তম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা প্রশিক্ষক শফি মাহমুদ, জোনাব আলী, ভিডিপির ইউনিয়ন দলনেতা আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ২২জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার দেয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় আনসার ও ভিডিপি বাহিনী সমাজের নানা পর্যায়ে জনহিতকর কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সুষ্ঠ ও সুন্দরভাবে এ বাহিনী দায়িত্ব ও কর্তব্য পালন করছে।’ তিনি আনসার ও ভিডিপি’র তৃণমূল পর্যায়ে দলনেতা ও দল নেত্রীদেরকে সরকারের উন্নয়নসহ সকল পরিকল্পনা তুলে ধরার আহবান জানান।
প্রীতি / প্রীতি
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা