ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

চাঁদপুরে বেড়েছে ইলিশের আমদানি


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ৪:৩৮

ইলিশের বাড়ি চাঁদপুর, আর সেই চাঁদপুরে বড় স্টেশন ও হরিনা ঘাট, আখন ঘাট, হাইমচর চরভৈরবীসহ বিভিন্ন মাছের আড়তে গিয়ে দেখা যায় বিগত কয়েক সপ্তাহের তুলনায় ইলিশের আমদানি বেড়েছে। তবে বেশিরভাগ ইলিশ সন্দ্বীপ-হাতিয়া সহ বিভিন্ন এলাকার।চাঁদপুর হরিনা আড়ৎদার রহমান হোসেন আখন বলেন, গত ১ সপ্তাহ ধরেই মাছের আমদানি বাড়তির দিকে। এতে করে আড়ত সংশ্লিষ্ট জেলে, ঘাটের শ্রমিক, ও ব্যবসায়ীদের মাঝে।

এছাড়াও চাঁদপুর বড় স্টেশন মাছ ব্যবসায়ী আব্দুল জলিল বলেন ,গত সপ্তাহে প্রতিদিন গড়ে বড়স্টেশন মাছের আমদানি হয় প্রায় ৮শ’ মন। আর চলতি সপ্তাহের গত দু’ দিন মাছের আমদানি বেড়ে প্রায় এক হাজার মন উন্নীত হয়। এসব ইলিশের বেশিরভাগই সাগরের মাছ। চাঁদপুর পদ্মা-মেঘনার ইলিশের আমদানি কম।

ইলিশের সবচে বড় বাজার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বুধবার ও প্রায় ৮/৯শ’ মন ইলিশ আমদানি হয়েছে। আমদানিকৃত ইলিশের মধ্যে মাত্র একশ’ মন ইলিশ চাঁদপুরের পদ্মা-মেঘনার। আর বাকী সবই হাতিয়া, সন্দ্বিপসহ সাগর অঞ্চলের মাছ। মাছের আমদানি বাড়ায় দাম তেমন কমেনি।
এই ব্যাপারে ইলিশ মাছ ব্যবসায়ী রাকিবুল হাসান জানান ৫০০-৭০০ শ' গ্রাম ওজনের ইলিশের দাম ছিল প্রতি মন পাইকারি বিক্রি হচ্ছে ২০ হাজার টাকা।
তিনি বলেন, লকডাউনের কারণে বেচাকেনা কিছুটা কম।
চাঁদপুর বড়স্টেশনের মৎস্য ব্যবসায়ী সাগর হোসেন বলেন, চলতি সপ্তাহে বাজারে মাছের আমদানি কিছুটা বেড়েছে। বর্তমানে বাজারে গড়ে প্রতিদিন ৯শ’ থেকে হাজার মন ইলিশ আমদানি হচ্ছে। এসব মাছের বেশিরভাগই হাতিয়া, সন্দ্বিপ অঞ্চলের মাছ। মাঝে মধ্যে আবার আমদানি কমেও যাচ্ছে। আশা করি, সামনে ইলিশের আমদানি আরও বাড়বে। তখন দামও আরও কমবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, এবার বৃষ্টি দেরিতে শুরু হয়েছে। ইলিশ মাইগ্রেশনের ক্ষেত্রে বৃষ্টি একটা বড় ফেক্টর। নদীতে পানি প্রবাহ কম। এসব কারণে মাছ মাইগ্রেট করছে না। এ কারণে ওইসব এলাকায় ইলিশ ধরতে পারছেন না জেলেরা। আশা করি, বিগত কয়েক দিন পরে জেলেদের জালে প্রচুর ইলিশ আসবে।

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ